![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২৮শে ফেব্রুয়ারী ২০১৩ বাংলাদেশের ইতিহাসের এক অনন্য দিন। যেই দিনে এক নর পশু (‘দেইল্লা’ রাজাকার) তার কৃতকর্মের সাঁজা পেয়েছেন ৪২ বছর পর। আর তার প্রতিফলন ঘটেছে দেশের বিভিন্ন জায়গায়। কোনও জায়গায় মিষ্টি বিতরন ও আনন্দ মিছিল হয়েছে আবার কোন জায়গায় ঘটেছে নৃশংস হত্যা সহ পুলিশের সঙ্গে ধাওয়া ও পাল্টা ধাওয়া।
জামাত-শিবির ও তাদের দোসররা যে সহিংসতায় লিপ্ত হবে তা হয়তো অনেকেই ভেবেছেন। আর ঐ নর পশু ও তাদের সাঙ্গোপাঙ্গরা যে অহিংস রাজনীতিতে বিশ্বাস করে না তার প্রমাণ তারা আজকের এই ঐতিহাসিক রায়ের পরে আবার দিয়েছেন।
আশ্চর্য লাগে যে এই সময় আমাদের প্রধান বিরোধীদলের কোন মন্তব্য নেই। মনে প্রশ্ন ওঠে কেন তাদের এই
নিরবতা? এমন সময় প্রধান বিরোধী দলের এই আচরন সত্যি যেমন দুঃখজনক তেমনি সন্দেহজনক। পাঠকরা হয়তো রাগে বলবেন যে আমি কেন এখনও বুঝিনা যে তারা ঐ যুদ্ধ অপরাধীদের পক্ষে। আসলে আমি তাদের মুখ থেকে শুনতে চাই; কারন ঐ ছাতি পার্টিরা স্বার্থের জন্য যেকোনো সময় তাদের মতবাদ পাল্টাতে পারে। তাই জাতীয় স্বার্থে ঐ দলের এখন পরিষ্কার করা উচিৎ তাদের অবস্থান। অবশ্য যেই দল ঐ যুদ্ধ অপরাধীদের গাড়ীতে জাতীয় পতাকা দিতে পারে তাদের পক্ষে ঐ নর পশুদের পক্ষ নেওয়া ও তাদের সহিংসতায় অংশীদার হওয়া খুবই স্বাভাবিক।
তাই পাঠকরা দয়া করে ঐ ধান্দাবাজদের ধান্দাবাজি রাজনৈতিক কথাবার্তা শূনে কোন উপসংহারে পৌঁছানোর আগে একবার ভাবুন তাদের অবস্থান এই আন্দোলনকে ঘিরে।
হয়তো মহান আল্লাহ্তালা আমাদেরকে এই সহিংসতার থেকে রক্ষা করবেন।
©somewhere in net ltd.