নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্ল্যাইন্ড আইজ

ব্ল্যাইন্ড আইজ › বিস্তারিত পোস্টঃ

শাহাবাগের আন্দোলন ও আমাদের প্রতিবেশী

০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

১৯৭১ সাল বাংলাদেশের সাধারন জনগণ রুখে দিয়েছে এক দল প্রশিক্ষণ প্রাপ্ত হানাদার বাহিনীকে। ইতিহাস এর সাক্ষ্য যে এদেশের সর্বস্তরের জনগণ তাদের সরবচ্ছ বিসর্জন দিয়ে ঐ হানাদার বাহিনীদের থেকে আমাদেরকে একটা সবুজ শ্যামল সুন্দর দেশ উপহার দিয়েছেন। এটা অবশ্যই স্বীকার করতেই হবে যে আমাদের প্রতিবেশী দেশ আমাদের স্বাধীনতায় এক অত্যন্ত জরুরী ভূমিকা রেখেছেন ও আমাদের সাহায্য করেছেন। আমারা কখনই তাদের এই অবদানকে অস্বীকার করি না। কিন্তু খুব ভারাক্রান্ত মন নিয়ে বলি যে কিছু মহল দাবী করেন অথবা প্রতিষ্ঠা করতে চান যে ঐ প্রতিবেশী দেশটি আমাদের মুক্তিযুদ্ধে জয় দিয়েছেন। আমরা এই তরুণ প্রজন্ম কখনই আমাদের প্রতিবেশী দেশের প্রতি বিদ্বেষী নই; কিন্তু আমাদের অর্জনকে কেউ কেড়ে নেক এটা আমাদের মানতে কষ্ট হয়।



ফেব্রুয়ারী ০৫, ২০১৩ থেকে যেই অবিরাম আন্দোলন শাহাবাগে চলছে ও যেভাবে এটা ধীরে ধীরে সারা দেশের সর্বস্তরের জনগনের মাঝে ছড়িয়ে যাচ্ছে; সেটা থেকে বোঝা যায় ১৯৭১ সালের যুদ্ধের মত আমরা এই আন্দোলন আল্লাহতায়ালার রহমতে ঐ নর পশুদের বিপক্ষে জয় লাভ করবোই। আর এই আন্দোলনের গৌরব শুধু মাত্র এই স্বাধীন দেশের স্বাধীন চেতা সর্বস্তরের জনগণের। তাই যখন খবরের কাগজে দেখি যে আমাদের প্রতিবেশী দেশের গণমাদ্যমে বলা হয় এই আন্দোলন চালাচ্ছেন তারা তখন খুব কষ্ট লাগে এই তরুণ সমাজের। এখানে আবারও বলছি যে আমরা কখনও আমাদের প্রতিবেশী দেশের প্রতি বিরূপ নই; কিন্তু আমাদের কষ্টের অহিংস আন্দোলনকে দয়া করে কেউ কলশিত বা বিতর্কিত করবেন না।



আশা করি এই তরুণ সমাজের অনুভূতি নিয়ে খেলবেন না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.