![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দোশরা মার্চ ২০১৩ এর সারা দেশে সংখ্যালঘুদের ধর্মীও জায়গায় যেই হামলা হয়েছে তা নিরসন্দেহে জঘন্য। এর নিন্দা জানাই।
কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এই ধরনের সহিংসতা এই সময়ে। এটা কি শুধু সহিংসতা নাকি শুক্ষ রাজনীতি। একটা বিষয় অবাক লাগে যে, যখনই বাংলাদেশ ও ইন্দিয়ার মধ্যে কোন সুসম্পর্ক গড়তে যায় তখনই কোনও না কোনও অপ্রীতিকর ঘটনা ঘটে অথবা ঘটানো হয়।
বিগত বছরে দেখেছি যে, যখনই দুই দেশের মধ্যে কোন চুক্তি বা কোন আলোচনার কথা ওঠে তখনই ঘটে সীমান্তে গোলাগুলি ও বাংলাদেশীদের নির্যাতন এবং হত্যা। যার প্রতিফলনে ঘটে অসমাপ্ত আলোচনা বা অমীমাংসিত চুক্তি।
এইবার যখন তেশরা মার্চ ২০১৩ তে প্রনব মুখারজী ঢাকায় আসার কথা, কেন তখনই এই সংখ্যালঘুদের মন্দিরে এই সহিংসতা। প্রশ্ন ওঠে তাহলে কি কোনও মহল এই সফরকে বার্থ করতে অথবা এই রাষ্ট্রকে বার্থ প্রমাণ করতে লিপ্ত। এর সাথে আরও বলতে হয় কেন সরকার এই বিশেষ মহলের ব্যাপারে সচ্ছার নয়, কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেয় না? কি ভয় তাদের? এই তরুণ প্রজন্ম জানতে চায়, যদি সরকার এদের এতো ভয় পায় তাহলে ক্ষমতায় থাকার কি দরকার?
মনে রাখবেন পক্ষ নিলে রক্ষা নাই...
©somewhere in net ltd.