নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্ল্যাইন্ড আইজ

ব্ল্যাইন্ড আইজ › বিস্তারিত পোস্টঃ

‘দেইল্লাকে’ চাঁদে দেখা ও তারপর

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:১২

হটাৎ ২ রা মার্চের (২০১৩) রাতে শুনলাম ‘দেইল্লাকে’ নাকি চাঁদে দেখা গিয়েছে। আর এই শুনে নাকি দেশের বিভিন্ন জেলায় হাজারও জনতা বাড়ি ছেড়ে বাহিরে এসেছে তা দেখতে। ভাবতে খুব অবাক লাগে যে এই যুগেও মানুষ এই সব উদ্ভট, অবাস্তব, কুসংস্কারে বিশ্বাস করে। অবশ্য যেই দেশে এক টাকার সোনালি মুদ্রা কয়েকশো টাকায় বিক্রি হতে পারে; সেই দেশে ঐ চাঁদের দৃশ্য যে অনেকে বিশ্বাস করতে পারে, তাতে খুব অবাক হবার কিছু নেই।



এক টাকার সোনালি মুদ্রার প্রকৃত মূল্য যদি এক টাকার বেশি হয়, তাহলে ঐ মুদ্রাটি বাজারে মানুষ এমনিতেই অধিক মুল্যে বিনিময় করবে। এই সহজ যুক্তিটা যে কেন বঝেনা অনেকেই। কেন জানি মনে হয় আমারা অনেকেই আছি অতিমাত্রায় লোভী ও সপ্ন দেখি অতি সহজেই ধনী হবার; আর তাই বার বার কিছু দুক্রিতিকারিরা গুজব রটিয়ে আমাদের ঠকায়। তারপরও আমরা সাবধান হই না, বার বার এই ফাঁদে পা দেই।



চিলে কান নিয়ে গেছে শুনে দৌড়াই একবারও কানে হাত দিয়ে দেখি না যে কান আশলেই নিয়ে গেছে কিনা। ঠিক এই রকমই হয়েছে ‘দেইল্লার চাঁদের গল্প’।



ঐ গল্পকে ঘিরে উঠেছে আরও কতো গল্প। যেমন দেইল্লাকে চাঁদে দেখা যাবার পরে চাঁদের বুড়ি নাকি ধর্ষণের ভয়ে চাঁদ থেকে পালিয়েছে। আবার কেউ বলছেন বুড়ি নাকি এখন ঝাঁটা নিয়ে তৈরি আর একবার দেইল্লাকে দেখলেই হয়। অনেকেই নাকি তাকে দেখেছেন পশুর শরীরেও।



যাই হোক না কেন এই সব গাল-গপ্প এই আধুনিক যুগে খুবই বেমানান। তাই আরও ভালো গল্প বানান যাতে মানুষের কাছে গ্রহণ যোগ্য হয়। আপনারা তো অনেক টাকা খরচ করে বিদেশী লবিষ্ঠ ধরেছেন, তাই এইবার ইন্ডিয়ান অথবা আমেরিকান ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে কাউকে ধরে আনেন। ঐ সব সস্তা ফটোশপের কাজ অনেকেই বোঝে ও পারে।



তাই মনে রাখবেন, আপনার কি খান জানি না আমরা কাঁঠাল পাতা খাই না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.