নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্ল্যাইন্ড আইজ

ব্ল্যাইন্ড আইজ › বিস্তারিত পোস্টঃ

সাবধান আলেম সমাজ

০৫ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১২

শুক্রুবারের (২২.০২.২০১৩)মসজিদের ঘটনার পরে যদিও জামাত-শিবিরের ইসলাম সম্পর্কে অনেকের ধারণা পরিষ্কার হয়ে গেছে; তবুও অনেকেই আছেন এখনও দ্বিধা-দন্দে। যদিও অনেক নাশকতার সাথে ঐ রাজাকারদের দোসরদের সংপৃক্ততার প্রমাণ পাওয়া গেছে, এখন ঐ নর পশুদের টার্গেট এই দেশের আলেমরা।



প্রশ্ন ওঠে, কেন? খুব সাধারণ উত্তর, ঐ পিশাচদের ধর্ম ব্যবসায় অনেক সময়ই এই দেশের আলেম সমাজের জন্য বিঘ্ন ঘটে। আলেম সমাজ সবসময় ঐ পিশাচদের ধর্মীয় বিশ্লেষণকে নিন্দা জানিয়েছেন ও সাধারন মানুষকে ঐ বিভ্রান্তিকর ইসলামিক ব্যখ্যা থেকে বিরতি থাকতে বলেছেন।



এখন একটু রাজনৈতিক বিশ্লেষণে আসি। যদি ঐ ১০ জন আলেমকে খুন করা হত। তাহলে ঐ পিশাচরা আমাদের প্রধান বিরোধী দলকে দিয়ে বলাতো - এটা সরকারী বাহিনীর কাজ, সরকার ইসলামের বিপক্ষে ও অন্যান্য অবাস্তব, জঘন্য ও বানোয়াট কথা বার্তা। যার প্রতিফলনে হয়তো, এই আলেমদের অনেক ছাত্ররা রাস্তায় মেনে আসতো ও সহিংসতায় লিপ্ত হত। আর এই কাজে নিঃসন্দেহে ঐ পিশাচরা ও তাদের সহযোগী, আমাদের প্রধান বিরোধী দল, একাত্মতা ঘোষণা করত ও এই সব সহিংস কর্মকাণ্ডকে আরও উসকে দিত।



তাই আল্লাহ্‌তায়ালার কাছে হাজার শোকর যে উনি এই ১০ জন আলেম সহ একটি বড় ধরনের বিপর্যয় থেকে এ দেশের মানুষকে রক্ষা করেছেন। এখানে বলে রাখী যে ঐ পিশাচরা ১৯৭১ সালে যেই ঘটন ঘটিয়েছে, ঠিক তার পুনরাবৃত্তি ঘটাবে ২০১৩ তে, এটাই খুব স্বাভাবিক। তাই সর্বস্তরের জনগনের উচিৎ ঐ পিশাচদের ব্যপারে সবসময় সোচ্চার থাকা, খেয়াল রাখবেন ঐ পিশাচরা আমাদের দেশের যোগাযোগ ব্যবস্থা (রাস্তা, রেল, লঞ্চ ও বিমান) নষ্ট করার, দেশের মূল্যবান সম্পদ (ব্রিজ, বিদ্যুৎ কেন্দ্র সহ অন্যান্য) ধ্বংস করার, দেশের বুদ্ধিজীবীদের সহ আলেমদের খুন করার আপ্রান চেষ্টা চালাবে। কারন তার ও তাদের সহযোগী সংগঠন দেশের ও দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে; মনে রখবেন ১৯৭১ সালে এই জাতির দুটি অপশক্তির (পাকিস্তানি সেনা ও রাজাকারদের) বিপক্ষে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। আর এই ২০১৩ তে এসে আমাদেরকে আবারও দুটি অপশক্তির (রাজাকারদের দোসর জামত-শিবির ও তাদের সমর্থনকারী বিনপির) বিপক্ষে অবস্থান নিতে হবে ও জয়ী হতে হবে। এই জয়ই হয়তো দিবে আমাদের প্রকৃত বিজয় যা ১৯৭১ সালের পরেও আমরা পায়নি।



তাই আমাদের সকলের, ধর্ম-বর্ণ, নির্বিশেষে প্রতিরোধ গড়ে তুলতে হবে ও সোচ্চার থাকতে হবে; যাতে ঐ অপশক্তিরা আমাদের ধ্বংস করতে না পারে। এখন সকল ধর্মের মানুষের উচিৎ তাদের সৃষ্টিকর্তার নিকট সাহায্য চাওয়া।



তাই আমি বলি, ইনশাল্লাহ্‌ আমারা জিতবই ও আল্লাহ্‌তায়ালা আমাদের মানুষকে হেদায়েত করবেন ও এই কঠিন সময় থেকে আমাদের রক্ষা করবেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.