নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ইলুসন! কোন লেখা শেয়ার করলে দয়া করে আমার আইডি উল্লেখপূর্বক শেয়ার করবেন।

ইলুসন

Sometimes people dont want to hear the truth because they dont want their illusions destroyed. Friedrich Nietzsche

ইলুসন › বিস্তারিত পোস্টঃ

দাঁড়ি সমাচার!

০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০০

আমি যখন স্কুলে ছিলাম তখন একটা কোচিংয়ে পড়তাম। কোচিংয়ে একজন স্যার আমাদের ইংরেজি পড়াত। ইয়া লম্বা স্যার আর পড়াত গালিভার'স ট্রাভেলস, তাই আমরা সবাই তাকে গালিভার স্যার বলেই ডাকতাম। স্যার খুবই ফ্রেন্ডলি ছিলেন আমাদের সাথে, আমরা যে কোন সমস্যা তার সাথে শেয়ার করতে পারতাম। ক্লাসে কোনদিনই বোরিং লাগত না। তার কিছু ডায়লগ ছিল, খুব মজা করে বলতেন। "কথা কম কাজ বেশি।" "শুকাইলেই পাউডার, ভিজাইলেই আঠা!" "এটা হইল, ভাআআব!" "এইটা কী? ভাআআব!" আমরা অনেকেই তাকে অনুকরণ করতাম। সব কিছু অনুকরণ করতে পারলেও একটা জিনিষ অনুকরণ করতে পারতাম না। সেটা হল স্যারের দাঁড়ি! এখন যেমন চাপ দাঁড়ি রাখা স্ট্যাইল তখন কিন্তু ক্লিন শেভ করে থাকা স্ট্যাইল ছিল। তো ওই সময় স্যার চাপ দাঁড়ি রাখতেন। তিনি অনেকদিন পর পর শেভ করতেন। এটা ছিল তার ভাব। তো আমরাও চাইতাম তার মত ভাব ধরতে কিন্তু পারতাম না। পারুম কেমনে? ঐ সময় তো আমাদের দাঁড়িই উঠে নাই! =p~



ইন্টারে পড়ার সময় মোটামুটি ভালই দাঁড়ি উঠল। প্রথম যখন শেভ করলাম ওইদিন অনেক ভাব নিয়া স্যারের বাসায় গেলাম। আমার এক ফ্রেন্ড এমন চিক্কুর পাড়ল, আমি ভয়ে শেষ। "ওই দেখ দেখ ইলুসন শেভ করছে!" হা হা হা কইরা পুরা ক্লাস মাথায় তুলল। সবাই আমারে দেখতে আসল যেন আমি একটা চিড়িয়া। আমার ভাবটাব তখন সব উধাও, আমি কোন মতে শক্ত হইয়া বইসা আছি। :| ইন্টারে উঠছি, কলেজে পড়ি, মনে বাতাস লাগছে সবার, রঙ্গিন লাগে সব কিছু। আমাদের অনেকে তখন রেগুলার শেভ করত, মাইয়া পটাইত। কিন্তু আমরা ছিলাম আলাদা। আমরা তখন চাপ দাঁড়ি রাখি, ভাব নেই! :P সবাই ধইরা নিসে এই পোলাপানগুলা ভাল না, মস্তান। আর আমরা তো সেই পার্টে চলি! মজাটা হয় তখন যখন শেভ করি। কেউ পাত্তা দিতে চায় না, অনেকে বাবু বলে ডাকে। এত বড় হইছি, এখন বাবু ডাক শুনতে কেমনটা লাগে! X((



যাইহোক, একবার আমার ডেঙ্গু জ্বর হল। অনেক জ্বর, হাসপাতালে ভর্তি হওয়া লাগছিল। ওই সময় আমাদের পাশের ফ্লাটের আন্টি বাসা চেঞ্জ করছেন। ওনার জায়গাতে আরেকটা ফ্যামেলি আসছে। আমি ১৫-১৬দিন হাসপাতালে কাটায় বাসায় আসলাম, তখনও দুর্বল, মুখভর্তি দাঁড়ি নিয়ে বাসায় সারাদিন শুয়ে থাকি। পাশের বাসার নতুন আন্টি মাঝে মাঝে বাসায় আসে আম্মুর সাথে গল্প করতে, আর আমাকে দেখে আহা উহু করে। আর কত শুয়ে বসে থাকা যায়, শরীরটা একটু ভাল হতেই গা ঝাড়া দিয়ে উঠলাম। ভালমত গোসল করে, শেভ করে বাইরে একটু হেটে আসলাম। ঘরে ঢুকে দেখি আন্টি বসে আছে, আম্মুর সাথে গল্প করে। আমাকে দেখে আন্টি আম্মুকে জিগেস করে, এটা কে? আম্মু বলল, এটা আমার ছেলে। আন্টি বলে, ও আচ্ছা আপনার ছোট ছেলে, আগে দেখি নাই। আপনার বড়ো ছেলে কই গেছে, ওকে আজকে দেখলাম না! এই কথা শুনে আমার আম্মুর হাসি আর থামে না, হাসতে হাসতে বলে, ভাবি, আমার এই একটাই ছেলে। ওইদিকে আমি বেকুব কিছিমের একটা হাসি দিয়ে দাঁড়ায় থাকলাম। :#>







মেডিকেলে ভর্তি হবার পরে আমার ভাব আরও বেড়ে গেল! এখন আরো দেরিতে শেভ করি। বান্ধবীদের টিম্পনি, কিরে লেডি কিলার, শেভ করিস না কেন? আর আমি এমন ভাব করি, এগুলা তোদের বুঝার বাইরে, এইসব ভাব তোদের এন্টেনায় ধরবে না। এক স্যার আমাকে বলল, কি দেবু দা! ছেকা টেকা খাইছ নাকি? কিন্তু কোন কিছুই আমাকে ভাব ধরা থেকে বিরত রাখতে পারল না। দেখতে দেখতে প্রথম প্রফেশনাল পরীক্ষার সময় চলে আসল। শেষ দিকে সবাই খুব ভদ্র হয়ে গেল। আমিও একদিন চুল দাঁড়ি কেটে ভদ্র সেজে বায়োকেমিস্ট্রি আইটেম দিতে গেলাম। আমাদের ব্যাচ টিচার আমার ভাইভার সময় আইটেম কার্ড হাতে নিয়ে বলল, তোমাকে তো কোনদিন দেখি নাই। তুমি এই আইটেমগুলা কার কাছে দিস? এগুলা কি আমার সাইন নাকি? আমি তো পুরা থ! আমি বললাম, জ্বি ম্যাডাম, এগুলা আমি আপনার কাছেই দিসি। ম্যাডাম মানতে রাজি না। না, তোমাকে আমি কোনদিন ক্লাসে দেখি নাই। এগুলা তুমি নিজে সাইন করে আনছ। আমি যতই ম্যাডামকে বুঝাতে চাই, ম্যাডাম শুনতে রাজি না। আমি বুঝলাম এটা আমার দেবদাস ইফেক্ট! চুল, দাঁড়ি কাটছি তাই ম্যাডাম চিনে নাই। তখন আশেপাশের পোলাপান আমার পক্ষে সাক্ষ্যি দিল যে আমি ক্লাসে আসি, আইটেম দেই। আমিও বললাম, ম্যাডাম আমি যদি নিজে সাইন করি তাহলে শেষ আইটেম তো আপনার কাছে আসার দরকার ছিল না, নিজেই সাইন করে নিতাম! অবশেষে ম্যাডাম বুঝল। বেঁচে গেলাম সে যাত্রা। :)



দাঁড়ি নিয়ে এমন অনেক কাহিনী আছে। এখন অবশ্য আগের মত হয় না। বেশি বড় হয়ে গেছি! দাঁড়ি রাখি বা কাটি, চেহারা খুব বেশি পরিবর্তন হয় না। আর আগের মত ওমন দাঁড়ি রাখতেও পারি না। স্যাররা অনেক ধরে এসব। হয় ক্লিন শেভ থাকবা নাহলে বড় ইসলাম মাফিক দাঁড়ি রাখবা, দেবদাস হওয়া চলবে না!

মন্তব্য ৪২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৪

সাঈফ শেরিফ বলেছেন: বাংলাদেশের মত দেশে কম বয়সে দাড়ি রাখাটা এক প্রকার অভিশাপই। মা-বাবা, আত্মীয়-স্বজন, পুলিশ-গোয়েন্দা সর্বত্র সন্দেহ নজরদারি। সে তুলনায় পশ্চিমা দেশগুলো ভীষণ উদার ।

০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৭

ইলুসন বলেছেন: ধন্যবাদ ভাই।

২| ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৫

বটের ফল বলেছেন: হাহাহাহাহাহাহাহাাহাহাহাহাহা। বেশ মজার।

০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৭

ইলুসন বলেছেন: ধন্যবাদ ভাই।

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২০

সাদা মনের মানুষ বলেছেন: মজা পাইলাম বেশ :-B

০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৮

ইলুসন বলেছেন: ধন্যবাদ ভাই।

৪| ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৪

আহলান বলেছেন: জোসসসসসসসসসস

০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৮

ইলুসন বলেছেন: ধন্যবাদ ভাই।

৫| ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৯

অপ্রতীয়মান বলেছেন: =p~ =p~
মজা পেলাম। এমন কাছাকাছি ঘটনা আছে। ডিপার্টমেন্ট হেডের কাছে একবার গিয়েছি আর ঐদিনই শেভ করেছিলাম। স্যার প্রথমে চিনতেই পারে নাই :P মনে করেছিল আমি ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট :P =p~ =p~

০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৮

ইলুসন বলেছেন: বুঝেন অবস্থা! :P


ধন্যবাদ ভাই।

৬| ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০৬

কাবিল বলেছেন: টুকরো টুকরো মজার ঘটনা
খুব ভাল লাগল


ভাল থাকবেন

০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৯

ইলুসন বলেছেন: ধন্যবাদ ভাই।

৭| ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৯

আবু শাকিল বলেছেন: মজা পাইলাম :)

০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৯

ইলুসন বলেছেন: ধন্যবাদ ভাই।

৮| ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫২

তাশমিন নূর বলেছেন: মজা পেলাম। :D =p~ |-)

০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৩

ইলুসন বলেছেন: ধন্যবাদ আপু।

৯| ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১২

সুমন কর বলেছেন: আপনার স্মৃতিচারণ ভাল লাগল। হাসি..............

০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৭

ইলুসন বলেছেন: ধন্যবাদ ভাই।

১০| ০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনার স্মৃতিচারণ মূলক লেখাটি পড়ে মজা পেলাম।

০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৭

ইলুসন বলেছেন: ধন্যবাদ ভাই।

১১| ০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৩

হামিদ আহসান বলেছেন: হা হা হা ........................মজার কাহিনী।

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৫৫

ইলুসন বলেছেন: ধন্যবাদ ভাই।

১২| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:০০

জাবের তুহিন বলেছেন: আমিও ঘন ঘন শেভ করতে অপছন্দ করি কিন্তু আপনার মতো কাউকে ফলো করে না ।
শীতের সময় শাল পড়ি । তো দাড়ি থাকে চাপা আর চুলও একটু বড় । দোকানে গেলে সবাই ভয়ে ভয়ে থাকে । আমার দিকে একটু বেশিই দৃষ্টি দেয় :D

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৫৬

ইলুসন বলেছেন: ব্যাপারটা ঠিক ফলো করা না। ঐটা বিশাল ভাবের কাজ মনে হইত তাই করতাম।

ধন্যবাদ ভাই।

১৩| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৩

কলমের কালি শেষ বলেছেন: আপনার দাঁড়ি বিভ্রাটের স্মৃতির পাতা বেশ লাগলো ।

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৫৭

ইলুসন বলেছেন: ধন্যবাদ ভাই।

১৪| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:৩৩

অঘটনঘটনপটীয়সী বলেছেন: মজা পেলাম। :)

০৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০৯

ইলুসন বলেছেন: ধন্যবাদ আপু।

১৫| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:৫৪

প্রামানিক বলেছেন: ভাল লাগল

০৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০৯

ইলুসন বলেছেন: ধন্যবাদ ভাই।

১৬| ০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

চমৎকার স্মৃতিচারণামূলক লেখায় দারুন মজা পেলাম।++++

০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৬

ইলুসন বলেছেন: ধন্যবাদ ভাই।

১৭| ০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩০

হাসান মাহবুব বলেছেন: আসলেই দাঁড়ি থাকার ভাবই আলাদা। দাঁড়ি রাখলে ক্যাসুয়াল ড্রেসেও ভালো মানায় যায়। মাকুন্দা অবস্থা হেব্বি পোজপাজ মারলেও চাইনিজ হোটেলের ওয়েটারদের মত লাগে।

০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৪

ইলুসন বলেছেন: হা হা হা! =p~ মজার কথা বলছেন।


ধন্যবাদ ভাই।

১৮| ০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:২২

তাহসিনুল ইসলাম বলেছেন: হা হা হা
মজা পাইলাম।

০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫৮

ইলুসন বলেছেন: ধন্যবাদ ভাই।

১৯| ১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:০২

মহান অতন্দ্র বলেছেন: হা হা হা। মজা পেলাম ।

১২ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২০

ইলুসন বলেছেন: ধন্যবাদ আপু।

২০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১২

চাঁদগাজী বলেছেন:


ওকে

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪০

ইলুসন বলেছেন: ধন্যবাদ।

২১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: হাহাহা দাড়ি নিয়ে দৌড়াদৌড়ি :)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২২

ইলুসন বলেছেন: হা হা হা! :P

ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.