![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুরে এলাম পদ্মা রিসর্ট থেকে ওখানকার কিছু ছবিই এই পোস্টে শেয়ার করব।
পদ্মা রিসর্টে ঢাকার গুলিস্তান থেকে গাংচিল বাসে যাওয়া যায়, গাংচিল বাস রিসর্টের অপর পাড়ে নামিয়ে দেবে, ভাড়া নেবে ৬০ টাকা। এছাড়া যে কোন বাসে মাওয়া নেমে সিএনজি বা অটোতে যাওয়া যায়, ভাড়া ১০০ টাকার মত নেবে। বাস বা অটো থেকে রিসর্টের অপর পাড়ে নেমে একটু সামনে ঘাটের কাছে গেলেই পাওয়া যাবে রিসর্টের নিজস্ব ট্রলার। আমরা গিয়ে অবশ্য এটাকে অপরপাড়ে দেখেছি, তখন ফোন করে এ পাড়ে ডেকে আনি। আর এই নদীটা আসলে মূল পদ্মা না মাওয়া থেকে একটা অংশ লৌহজংয়ের ভেতর চলে গেছে তার একটু ভেতরে লৌহজং থানার অপরপাড়ে এই রিসর্ট, তবে নদীর ঢেউ কিন্তু পদ্মার চেয়ে কম না।
ট্রলারে কয়েকমিনিটের পথ যাবার পথে, দূরে রিসর্ট দেখা যাচ্ছে
ট্রলার থেকে ঘাটে নামার সময়
রিসর্টের গেটে
রিসর্টের গেট থেকেই রিসর্টের অফিস দেখা যাচ্ছে
আমরা যে কটেজটিতে উঠেছিলাম
কটেজের দরজার সাথেও আছে একটি বারান্দা
কটেজের ভেতরে ঢুকেই ড্রয়িং রুম
ড্রয়িং রুমে একটি বেডও আছে, পাশে কটেজের দোতলায় যাবার সিড়ি
দোতলায় বসার জায়গা আর ওয়াশ রুম ছাড়াও আছে একটি খোলা বারান্দা যেখান থেকে পদ্মা নদী দেখা যায়
দোতলায় কয়েকটি চেয়ার রাখা, বারান্দায় নিয়ে বসার জন্য
দোতলা
দোতলা থেকে তৃতীয় তলার ভেতরদিকের জানালা দেখা যাচ্ছে
তৃতীয় তলায় ওঠার সিড়ি
তৃতীয় তলার বেডরুমটির দরজা
বেডরুমের আসবাবপত্র
তৃতীয় তলার বেডরুমের দুটো বেড
দোতলার বারান্দা থেকে দেখা যাচ্ছে রিসর্টে ঢোকার গেট
দোতলার বারান্দা
বারান্দা থেকে দেখা যাচ্ছে অন্য কটেজগুলো
অপরপাশের কটেজগুলো, দূরে রিসর্টের একমাত্র রেস্টুরেন্টটিও দেখা যাচ্ছে
কটেজের মত ওটাই রিসর্টের অফিস
বারান্দা থেকে দেখা যাচ্ছে পদ্মা
বেডরুমের জানালা দিয়ে দেখা যাচ্ছে রিসর্টের পেছনে বিস্তীর্ন সবুজ
রিসর্টের সামনের খোলা জায়গা
সামনের খোলা জায়গার পরই দেখা যাচ্ছে পদ্মা
রিসর্টের আশপাশেও ঘুড়ে বেড়ানোর মত আছে এমন অনেক জায়গা যা সামনের পদ্মার পাড় ঘেষে
©somewhere in net ltd.