| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৫ ধরনের মৃত্যু শহীদের দরজা পাবে, ১) মহামারী মারা গেলে ২) পেটের পিড়াই মারা গেলে ৩) পানিতে ডুবে মারা গেলে ৮) ধ্বংসস্তূপের নিচে চাপা পরে ৫) আল্লাহ্ রাস্তায় মারা গেলে
আশা করি মহান আল্লাহ্ রাব্বুল আলামিন, সাভার ট্রাজেডিতে যারা মারা গেছেন তাদের সবাইকে শহীদের দরজা দান করবেন।
২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:১৬
২|
২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন: সকলের আত্মা জান্নাত লাভ করুক।
৩|
২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৬
ফারজানা শিরিন বলেছেন: আল্লাহ তাদের মাগফেরাত দান করুক ।
৪|
২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১৬
ব্লগ ৪১৬ বলেছেন: "যারা মরে গেলো তারা না হয় মরে বাঁচলো শহীদী মৃত্যু পেয়ে কিন্তু যারা আহত হয়ে পঙ্গু হয়ে বেঁচে রইলো তাদের কী হবে। উত্তরের দরকার নাই... আমি আর কিছু জানতে চাই না... এই বীভৎসতা আমি মেনে নিতে পারি নাই... মেনে নিতে পারবো না... আমি আমৃত্যু শুধু এই নিষ্ঠুরতার উত্তর জানতে চাইবো পরম করুণাময়ের কাছ থেকে... তিনি তো পরম করুণাময়!! তবে তাঁর সেই করুণা কাদের জন্য? শুধুই কী দূর্নীতিবাজ খারাপ লোকদের জন্য? এই প্রশ্নটা আমার আজকের নয়... অনেক অনেক আগ থেকেই দেখে আসছি "ইনোসেন্ট ওলওয়েজ ডু সাফার" এর উত্তর আমি অনেকের কাছে শুনেছি... "আল্লাহ যাকে ভালোবাসেন তাকে সর্বদা পরীক্ষা করেন... দুঃখ কষ্টে রাখেন... এবং তাঁর গুনাহ মাফ করেন" আমি জানি না... আমি কিচ্ছু জানি না... আমি শুধু হিসাব মেলাতে পারি না..
©somewhere in net ltd.
১|
২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২৯
মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন:
এমন একটি খবরের জন্য অপেক্ষা করছিলাম, যে সাভারে যারা মারা গিয়েছেন তারা কি শহীদ কি না। যাই হোক খবরটি দেয়ার জন্য ধন্যবাদ।
তবে, হাদিসের লিংকটি দিলে আরো ভালো হতো।