![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাস্টমার কেয়ারে কথা বলেই ১৪৯৯ টাকা ১২ তারিখে রিচার্জ করেছি। রিচার্জের পরও কাস্টমার কেয়ারে কথা বলেছি, তারা কনফার্মেশন দিয়েছিল মোবাইল সেট পাবো। কিন্তু আজ কাস্টমার কেয়ারে কথা বলে জানলাম যে আমি সেটা পাচ্ছি না। আমার নাম্বারটি নাকি ১৪৯৯ টাকা রিচার্জের জন্য প্রযোজ্য না, আমার নাম্বারটি বন্ধ নাম্বার হিসাবে ৯৯৯ টাকা রিচার্জের জন্য প্রয়োজ্য।
এটাকে কি বলবো ? এটা কি কাস্টমারদের সাথে চিটিং না ?
তাই সিদ্ধান্ত নিয়েছি বাংলালিংকের চিটিং এর বিরুদ্ধে মামলা করবো, বাংলালিংকের চিটিং-এর শিকার হয়েছেন এমন আরও কেউ আছেন ?
১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৯
ব্লগার ভাই বলেছেন: না, এখনও মরে নাই।
২| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৫
অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: I too participate on the contest after confirming from their. But no response yet. the message I kept as prove against them. and waitng what they do.
৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৬
গেন্না বয় বলেছেন: বাংলালিংক চিটিং এই প্রথম না। রানা প্লাজা ধ্বংসের সময় ১০ টাকা করে বাংলালিংক সংগ্রহ করেছিল। পরে সরকার বলেছিল সেই টাকা গ্রাহকদের ফেরত দিতে কিন্তু বাংলালিংক আর সে টাকা ফেরত দেয় নাই।
আমিও টাকা দিয়েছিলাম কিন্তু ফেরত পাই নাই
৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৬
স্যার ... বলেছেন: আমার সাথে চিটিং করে gp.
৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৭
মোঃ আনারুল ইসলাম বলেছেন:
৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৯
ভোরের সূর্য বলেছেন: যদি আপনার কাছে প্রমাণ থাকে তাহলে ভোক্তা অধিকার সংরক্ষন আইনের আশ্রয় নিতে পারেন।লিঙ্কটি দেখুন।কাজে লাগতে পারে।দেখুন
১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫০
ব্লগার ভাই বলেছেন: জ্বি, মেইল দিয়েছি। দেখি কি হয়।
৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৫
পাঠক১৯৭১ বলেছেন: ছাগল,
'শিকার' আর 'স্বীকার' এক নয়!
১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৯
ব্লগার ভাই বলেছেন: 'শিকার' আর 'স্বীকার' যে এক না সেটা তো সবাই জানে।
ভদ্র ভাবে বলতে তো টাকা খরচ হয় না।
৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৫
আকাশদেখি বলেছেন: তবে আমি কিন্তু পাইছি...
১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫১
ব্লগার ভাই বলেছেন: আপনি পাইছেন ভাল হয়ছে। কিন্তু যারা যারা রিচার্জ করেছিল তাদের সবাই কে পেতে হবে।
৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৬
রেন বলেছেন: ভাই পারবেননা ওদের সাথে।
আমি তাদের গ্রান্ডমাষ্টার কনটেস্টে অংশ নিয়েছিলাম, আমাকে না জানিয়ে কিছুদিন পর তারা আমার আইডিয়া ইউজ করতে থাকে।
এমনকি নির্লজ্জের মত টিভিতে বাংলালিংক পিন রিচার্জের (এটা আমি সাবমিট করেছিলাম) এড দিতে থাকে।
আমি প্রতিবাদ করলে তারা বলে এই সার্ভিসটা তারা আগে থেকেই করবে বলে ভাবছিল (মিথ্যাটাও ভাল করে বলতে শিখেনি
)
১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪০
ব্লগার ভাই বলেছেন: এটাতো জাস্ট প্রতারণা।
১০| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩২
রেন বলেছেন:
আজকের ২টি পুলিশ রম্য
১১| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০১
নীল ভোমরা বলেছেন:
গুড ডিসিশন!...মামলা ঠুকে দেন!......বাংলালিংক খাইছে,.....উকিলরাও কিছু খাক!
১২| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩১
এম আবু জাফর বলেছেন: আমি তাদের এ ধরনের ফাদে পা দিইনা।
১৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৭
ভোরের সূর্য বলেছেন: ধন্যবাদ।আইনের সুবিধা পান বা না পান অন্তত অভিযোগ করবেন। সচেতনতার অভাব এবং না জানার ফলে বিক্রেতারা প্রতিনিয়ত আমাদের ঠকান। চেসটা করতে সমস্যাতো নাই। আপনি কালকে বরং ফ্যাক্স করুন: ৮৮-০২-৮১৮৯৪২৫, ৮৮-০২-৮১৮৯০৪৫, ৮৮-০২-০১৭১৩-৪৩৬৩৬০। কারন ভোক্তা অধিকার বিরোধী কোনো কাজ সংঘটিত হওয়ার ৩০ দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত ভোক্তাকে অধিদপ্তরের মহাপরিচালক (১ কারওয়ান বাজার) অথবা প্রতিটি জেলা ম্যাজিস্ট্রেটের বরাবর অভিযোগ করতে হবে। এ অভিযোগ অবশ্যই লিখিত হতে হবে। এ ক্ষেত্রে মুঠোফোনে খুদে বার্তা (এসএমএস), ফ্যাক্স, ই-মেইল বা অন্য কোনো উপায়ে অভিযোগকারীর পূর্ণাঙ্গ নাম, বাবা ও মায়ের নাম, ঠিকানা, ফোন, ই-মেইল, ফ্যাক্স (যদি থাকে) এবং পেশা উল্লেখ করে আবেদন করতে পারেন প্রতারিত ক্রেতারা।
১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪১
ব্লগার ভাই বলেছেন: ধন্যবাদ, আপনার পরামর্শের জন্য।
১৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৪
হেডস্যার বলেছেন:
আমি বুঝি না আপনার এইসব আজেবাজে অফার কেন গ্রহন করেন।
এরকম ও দেখছি...মোবাইল পাইছে ঠিকই কিন্তু কালেকশন করতে বলছে সিলেট থেকে....এখন আপনেই বলেন ৫ টাকার মোবাইলের জন্য আপনি ২০ টাকা খরচ করে সিলেট যাবেন?
আর মামলা করে এদের বত বেনিয়াদের কিছুই করতে পারবেন না।
দেখেন কি করতে পারেন।
২১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
ব্লগার ভাই বলেছেন: কিছু করতে না পারি, ওদের প্রতারণার ব্যাপাটা সবাইকে জানাতে তো পারবো।
১৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪
পাঠক মোস্তাফিজ বলেছেন: সেদিন GP,AIRTEl,BANGLALINK,ROBI কেয়ার এ গিয়ে যা দেখতাম, সব গুলকে ধিসুম দিতে হবে :-)
১৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩
পাঠক মোস্তাফিজ বলেছেন: সবগুলকে ঢিসুম দিতে হবে :-) ঢিসুম দিতে হবে :-)
১৭| ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৪০
েবনিটগ বলেছেন: যঘন্ন
©somewhere in net ltd.
১|
১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১২
বাগসবানি বলেছেন: বাংলালিংক্স মরে নাই এখনও