![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধর্ষণ যখন নিশ্চিত, তখন তা উপভোগ করাই শ্রেয়
হাই মায়াবতী কেমন আছো? চিনতে পেরেছো আমি কে ? হ্যা তোমার ধারণা ঠিক আমি সেই। তোমার
"প্রিয়"। অনেক সময় পর তোমার কাছে লিখছি! কি করবো বলো, এই দুনিয়টা যে এত্ত খারাফ ওরা আমাকে
তোমার কাছে লিখতেই দেয় না!! তোমার কাছে লিখার জন্য কাগজ চাইলে সবাই বলে "পাগলে আবার কি
লিখবে!" আমাকে এসব বলে উপহাস করে!আচ্ছা যাক এসব বাদ দাও!
আচ্ছা তুমি কি জানো তোমাকে ছাড়া আমি আর কাউকে মায়াবতী বলে ডাকি না। হ্যা একলাবতী বলে
যদিও কাউকে ডাকি তা শুধু দুষ্টমি করি। আচ্ছা তোমার আমার একসাথে কাটানো স্মরণীয় দিনগুলো কি
মনে পড়ে? তুমি আমি পার্কে হাতে হাত ধরে বসে থাকতাম, বাদাম খেতাম ! তুমি বাদামগুলোর খোসা
আমার শার্টে ঢুকিয়ে দিতে আর আমি তাতে খুব স্বাচ্ছন্দবোধ করতাম।
মনে আছে তোমার সর্দি হলে তুমি তোমার নাকের ইয়ে গুলো ঘ-রর-ত করে টেনে গিলে পেলতে আর আমি
অনুভব করতাম ওগুলোর স্বাদ কেমন হতে পারে!!! আসলেই দিন গুলো খুব মজাদার ছিলো!
তোমার মনে পড়ে তুমি আমাকে প্রতিদিন ভোর বেলায় তোমার নরম হাতের স্পর্শে ঘুম ভাঙিয়ে দিতে
আমি কখনো তোমার আচল , কখনো তোমার নরম হাত ধরে তোমাকে আমার কাছে নিয়ে আসতাম!!! খুব মনে
পড়ে তোমার উষ্মতাসম্পূর্ণ নিস্বাশ যখন আমার ঠোট ছুয়ে যেত আমার ঠোটগুলো তোমার ঠোটের স্পর্শ
পাওয়ার জন্য কেমন তিড়িংবিড়িং করতো !!! আসলেই মুহূর্ত গুলো মনে রাখার মতো।
মনে পড়ে তোমার , যে কিভাবে দোলনায় বসে একসাথে আমরা একটি হ্যাডফোন ভাগাভাগি করে
রোমান্টিক গান শুনতাম! মৃদু বাতাসে তোমার ঘন কালো রেশমী চুলগুলো আমার অবয়ওব স্পর্শ করলে আমি
কামড় দিয়ে তোমার চুলের স্বাদ নেয়ার চেষ্টা করতাম! এটাও কি মনে পড়ে না তোমার, ২০১০ সালে
শীতের শুরুতে আমি যখন রুমে এসি অন করে রেখেছিলাম তোমার নাকটা লাল টমেটোর মত হয়ে
গিয়েছিলো ! আমি তোমার টমেটো নাকে কামড় বসাতে গিয়ে কামড়টা তোমার ঠোট ছুয়ে গিয়েছিলো!!!
আসলে দিনগুলো আমার খুব মনে পড়ে! তোমার মনে পড়ে না? মনে না পড়ার কারণটাই স্বাভাবিক কারণ
এগুলো তো আমার স্বপ্নের জগতের কিছু কথা! আসলে কখনো সুযোগ হয়ে ওঠেনি মুখ ফুটে বলে ওঠার যে
তোমাকে অনেক ভালোবাসি! যদি আবার তুমি পিট্টি লাগাও আমাকে! ৫ বছর ধরে তোমাকে দেখছি না,
অনেক মনে পড়ছে তোমাকে! জানো ৫ বছর আগে যখন সবাই আমাকে পাগল বলে ডাকা শুরু করেছিলো,
রাস্তার ছেলেগুলো যখন আমাকে পাগল বলে চেতাইতো তখন আব্বু আমাকে নতুন স্কুলের কথা বলে পাবনায়
নিয়ে আসে ! স্কুলটির নাম হলো "পাবনা মেন্টাল হসপিটাল" এখানকার শিক্ষকগুলো না অনেক পচা !
লিখার জন্য খাতা কলম কিছুই দেয় না। মাঝে মাঝে আম্মু আমাকে দেখতে আসে, আর বলে যে আমি যদি
মায়াবতীর মায়াজালে না আটকাইতাম তাহলে নাকি এ স্কুলে ভর্তি হওয়া লাগতো না!
আমার না জ্বর হয়েছে! নাক দিয়া পানি পড়তেছে! একটা কাজ করছি আমার একটা আঙুল নাকে দিয়ে
তারপর মুখে দিছি অনেক স্বাদ তবে লবণ একটু বেশী! গার্ড আঙ্কেল টা না অনেক ভালো । ওনার কাছ
থেকে একটা টিসু চেয়ে নিয়েছি , তবে নাক মুছার জন্য নয় তোমাকে চিঠি লিখার জন্য! কি করবো এখানে
কাগজ দেয় না তো! কিন্তু আঙ্কেল কে বলিনি যে টিসু দিয়ে কি করবো,বললে তো উনি আমাকে পাগল
বলবে! তবে লিখার জন্য টিসু পেলেও কলম নাই! দেওয়াল ভাঙা ইটের টুকরো দিয়ে কোনমতে লিখার
চেষ্টা চালাচ্ছি! টিসুর পাতায় লিখা না গেলেও মনের পাতায় ঠিকই লিখা যাচ্ছে! জানি না এ লিখা
তোমার নিকট পৌছাবে কি না!
আচ্ছা আমার কথা শুনে তোমার কি মনে হচ্ছে আমি পাগল???
©somewhere in net ltd.