নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে বদলায়, অকারণেও বদলায় । তবে আমি মনে হয় আগের মতই আছি , কখনও বদলাবওনা মনে হয় ! !
প্যারানরমাল ব্যাপারগুলোর প্রতি আমার আগ্রহ সেই অনেক আগে থেকেই। তবে কথাশিল্পী হুমায়ুন আহমেদের লেখার সাথে পরিচিত হবার পর আগ্রহটা বহুগুণে বেড়ে যায়।তার অনেক লেখাই প্যারানরমাল ব্যাপারগুলো বিশেষ করে টেলিপ্যাথি বা ইএসপি(এক্সটা সেনসরি পারসেপশন) এর উপর ভিত্তি করে লেখা।টেলিপ্যাথি বিশেষ করে ইএসপি এর ধারনাটা সম্পর্কে একটু সংক্ষেপে বলে নেয়া যাক।ইএসপি হল এক ধরনের বিশেষ ক্ষমতা যা ইন্দ্রিয়ের সাহায্য ছাড়া আরেকজনের অনুভূতি বা মনকে দ্রুত বুঝে নেবার ক্ষমতাকে বুঝায়।
ইএসপি বেশ জনপ্রিয় বিজ্ঞান মহলে বিশেষ করে প্যারা-সাইকোলজি নিয়ে যারা গবেষণা করেন তাদের কাছে।এই ধারনাগুলো নিয়ে অনেক সাইন্স-ফিকশন,গল্প-উপন্যাস এবং মুভিও তৈরি হয়েছে অনেক। বর্তমান সময়ের জনপ্রিয় সাইন্স-ফিকশন বিশেষ করে সুপার হিরো ভিত্তিক সিনেমা এক্স-ম্যান সিরিজে টেলিপ্যাথি বা ইএসপি ক্ষমতাসম্পূর্ণ চরিত্রগুলো বেশ জনপ্রিয়। তবে এখানে একটা কথা বলে নেয়া যাক ইএসপি বা টেলিপ্যাথির কোন বৈজ্ঞানিক ভিত্তি বিজ্ঞানীরা এখনও খুঁজে পায়নি।
যাইহোক ইএসপি নিয়ে অনেক বকবক করলাম এবার মূল বিষয়ে আসা যাক।আমি তখন তাগরা বালক, ক্লাস সিক্স বা সেভেনে পড়ি।সেই দুরন্ত শৈশবে আমি প্রথম বুঝতে পারি আমি নিজেও একজন ইএসপি ক্ষমতাধর বালক!এই পর্যন্ত পড়েই যারা জায়গায়ই ব্রেক কষেছেন তাদের বলব একটু অপেক্ষা করুণ আমি পুরো ব্যাপারটা ব্যাখ্যা করছি। শৈশবের সেই সময়টাতে আমাদের এলাকায় একটা খেলা খুব জনপ্রিয় ছিল।এটাকে খেলা না বলে ম্যাজিক বলা যায়, ম্যাজিকটা হল এমন যে একজন মনে মনে একটা নাম্বার ধরবে অপরজন কিছু সংখ্যা যোগ বিয়োগ করে তা বলে দিবে ! এখানে বলে নেয়া প্রয়োজন এখানে একটা ট্রিক্স আছে।আমার বেশ কয়েকজন বন্ধুবান্ধব এই ট্রিক্সটা জেনে ফেলেছিল , কেউ একবার শিখলে কাউকে সহজে শিখাতো না।ট্রিক্সটা কি আমি জানতাম না , আমি ভাবতাম সত্যিই বুঝি এক জন আরেক জনের মনের সংখ্যাটি অলৌকিকভাবে বলে দিতে পারে।আমিও প্রচণ্ড চেষ্টা চালালাম অন্যের মনে প্রবেশ করে সংখ্যা বলে দিতে!আশ্চর্য-ভাবে একদিন আবিষ্কার করলাম আমি নিজেও কেউ মনে মনে কোন সংখ্যা ধরলে তা বলে দিতে পারি । এরপর থেকে যেই মনে মনে কোন সংখ্যা ধরত, আমি বলে দিতাম, কোন ভুল হত না! বেশ কয়েক মাস পরে আমি জেনে ছিলাম এই ম্যাজিকের রহস্য তখন সত্যিই অবাক হয়েছিলাম, আমি এতদিন তাহলে কিভাবে বলে দিতে পারতাম ! এই ব্যাপারটার কোন লৌকিক ব্যাখ্যা আমি আজও বের করতে পারি নাই।
এবার আমার জীবনে ঘটা বেশ কয়েকটা প্যারানরমাল ঘটনা এখানে সেটা শেয়ার করছি।
১। আমি তখন দেশের বাহিরে আন্ডার-গ্রাজুয়েট করছি, থাকি ইউনিভার্সিটির হোস্টেলের দ্বিতীয় তলায়, দুজন মিলে শেয়ার করতাম একটা রুম। যেই রুমে থাকি তার সামনের রুমেই একজন ছাত্র আত্বহত্যা করেছিল। আত্মহত্যার কারণ ছিল এই ছাত্রের গাল-ফ্রেন্ড গর্ভবতী হয়েছিল তারই বন্ধু দ্বারা। ছেলেটি তাই রাগে ক্ষোভে নিজেই নিজের ভবলীলা সাঙ্গ করেছিল। ঘটনার সূত্রপাত এখানেই, এর পর থেকেই আমার সাথে বিভিন্ন রকমের প্যারানরমাল ব্যাপারগুলো ঘটতে থাকে।আমি একদিন সন্ধ্যায় ক্লান্ত শরীরে রুমে এসে শরীরটা ছেরে দিয়েছি বিছানায়, রুমমেট নেই আমি একা রুমে । তখন দিনের আলো প্রায় নিভো নিভো অবস্থায়, আলো আধার খেলা করছে । চোখটা মাত্র লেগে এসেছে, কি মনে করে জানি চোখটা হালকা খুললাম । তারপর যা দেখলাম তাতে পুরো শরীর আমার ভয়ে শীতল হয়ে গেল, বুকের ভিতরটা কেমন জানি হঠাৎ ধরাস করে উঠল ! একটা লম্বা লোক, পরনে কালো কাপর দিয়ে পা থেকে মাথা পর্যন্ত মোড়ানো , হাতে মোটা একটা তরবারি, লোকটা আমার মাথা থেকে একটু দূরে । ধীরে ধীরে আমার আরও কাছে আসছে, ঘটনার আকস্মিকতায় আমি স্তব্ধ হয়ে গেলাম । আমি ভয়ে ভয়ে চোখটা হাত দিয়ে ভালভাবে মলে আবার তাকালাম । অবাক ব্যাপার এবার জিনিষটাকে আর দেখতে পেলাম না ! আমি আর দেরি না করে, দৌড়ে রুম থেকে বেরিয়ে পরলাম হোস্টেলের বারান্দায় । তখনও ভয়ে আমার বুকটা ধুক ধুক করে কাঁপছে , এই ভয়কে কিভাবে অল্প কথায় প্রকাশ করতে হয় তা আমার জানা নাই ।
আরেকদিন রাতে রুমে এসেছি ঘুমোতে , পাশে আমার রুমমেট । আমি বিছানায় শুয়ে চোখের জানালাটা মাত্র বন্ধ করেছি, মনে হচ্ছে কেউ একজন আমার মাথা চেপে ধরেছে যেন উঠতে না পারি, আমি প্রাণপণ উঠার চেষ্টা করছি কিন্তু পারছি না । এর পর থেকে প্রায়ই এই ধরনের ঘটনা ঘটত , আমি রুমে একা ঘুমাতে গেলে ভয় লাগত।
এই ঘটনা গুলোর একটা লৌকিক ব্যাখ্যা আমি দার করেছি ।হতে পারে সেটা ছিল এক ধরনের হেলুসিনেশন, তখন এমনিতেই পড়াশুনা নিয়ে অনেক প্রেশারে ছিলাম, ল্যাবের কাজ নিয়েও ঝামেলায় ছিলাম তার উপর আমার পাশের রুমেই একজন ছাত্রের আত্মহত্যার ঘটনাটা আমার মস্তিষ্কের উপর দারুণ প্রভাব ফেলেছিল।এই মানসিক প্রেশার থেকেই হেলুসিনেশনের উৎপত্তি হয়েছিল হয়ত। যাইহোক পরের সেমিস্টারে আমি হোস্টেল পাল্টে ফেলেছিলাম, তারপর থেকে আর কোন সমস্যা হয়নি ।
২। আমার নানা বাড়ীর পাশে হিজল গাছের একটি বাগান ছিল, এই হিজল গাছের বাগান নিয়ে অনেক অলৌকিক ঘটনা এলাকায় প্রচলিত ছিল।গাছগুলো নাকি এক রাতেই হয়েছিল , তাই সবাই এই গাছগুলো কাটতে ভয় পেত । অদ্ভুত ব্যাপার হল, এখানে কতগুলো গাছ আছে সেটাও কেউ জানত না, গুনতে গেলে হিসেব উলটপালট হয়ে যায়! গাছ গণনা করা নাকি অসাধ্য কর্ম, আমি একদিন সিদ্ধান্ত নিলাম এই অসাধ্য কর্মটি সাধন করব । আমি তখন কলেজে পড়ি একজন বন্ধুকে সাথে নিয়ে নানা বাড়ি গেলাম গাছ গণনা করতে । অবাক ব্যাপার হল আমি আর আমার বন্ধু মিলে অনেক চেষ্টা করেও গাছগুলো গণনা করতে পেলাম না, বারবারই গণনা ভুল হয়ে যায় । পরে সিদ্ধান্ত নিলাম প্রতিটি গাছ গণনা করে সাধা চক দিয়ে দাগ দিয়ে দিব যাতে হিসেব করতে সুবিধা হয়। আমরা পঁচিশ বা ত্রিশটি গাছ গণনা করতেই অদ্ভুত এক ঘটনা ঘটল, একটা সাপ দেখলাম আমাদের দিকে তেড়ে আসছে!আমিও পিছু হটার পাত্র নই আবারও কয়েক দফা চেষ্টা চালালাম গাছ গননা করতে কিন্তু আশ্চর্য ব্যাপার প্রতিবারই সাপটি আমাদের দিকে তেড়ে আসছিল। আমরা সবাই ঘাবড়ে গেলাম, পরে আর আমাদের গাছ গণনা করা হল না ! যাইহোক এর ব্যাখ্যায় আমি এতটুকুই বলতে পারি পুরো ব্যাপারটিই ছিল কাকতালীয় !
এবার অন্যরকম একটা ঘটনা বলে আমার লেখার ইতি টানা যাক। তখন বিদেশে আন্ডার-গ্রাজুয়েট শেষ করে মাস খানেকের জন্য দেশে ঘুরতে এসেছি। একদিন রাতে আমি আমার এক বন্ধুকে নিয়ে কবর জিয়ারত করতে গিয়েছিলাম। রাত তখন নয়টা বা দশটা হবে, আমাদের কবরস্থানটা অনেকটাই নিঝুম, জনমানব শূন্য ছিল। আমরা দুজন ওজু করে কবরস্থানের দিকে যাচ্ছি, হঠাৎ কবরস্থানের মাঝে অদ্ভুত একটা জিনিষ লক্ষ করলাম, একটা লম্বা লোক দারিয়ে আছে, উচ্চতা প্রায় আট থেকে দশ ফিট হবে , চেহারাটা অদ্ভুত রকমের!আমি ভরকে গেলাম, তারপরও সাহস করে সামনে এগিয়ে যেতেই দেখলাম জিনিষটা অদৃশ্য হয়ে গেল। প্রথমে ভাবলাম হয়ত এটা আমার দৃষ্ট ভ্রম হবে, আমি আমার পাশে থাকা বন্ধুকে জিজ্ঞেস করলাম “তুই কিছু দেখেছিস ?” ও বলল “হ্যাঁ” । এই ঘটনাটার কোন ধরনের ব্যাখ্যাই আমি দার করাতে পারি নাই।
আমি বিজ্ঞানমনস্ক মানুষ,প্যারানরমাল ব্যাপারগুলোর একটা ব্যাখ্যা সবসময়ে দাড় করাতে চেষ্টা করি।আমার জীবনে ঘটে যাওয়া বেশ কয়েকটা ঘটনার ব্যাখ্যা আমি আমার-মত করে দার করেছি তার মাঝে মাইন্ড ট্রিক্স ট্রিক্স এবং শেষের ঘটনাটার কোন ব্যাখ্যা আমার কাছে নেই।পৃথিবীটা অদ্ভুত তার মাঝে ব্যাখ্যা-বিহীন অনেক ঘটনাই আছে যার ব্যাখ্যা হয়ত আমরা কখনই করতে পারব না।
১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:১৫
কাছের-মানুষ বলেছেন: অস্বীকার করার কোন উপায় নেই ৪ বা ৫ মাত্রায় দাড়িয়ে দেখলে হয়তবা স্বাভাবিক !
আন্তরিক মন্তব্যের ধন্যবাদ রইল।
২| ১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৫৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো আপনার লেখাটা পড়ে, জানা হল কিছু
আপনি ভুত দেখেও ভয় পাইলেন না!! এখানে বিজ্ঞান কি বলে ভাই?
অনেক জনের কাছেই শুনেছি রাতবিরেত এরকম ভুতের সম্মুখীন হওয়ার কথা, আমি নিজে কোনদিন দেখিনি, তবুও অবিশ্বাস করতে পারিনা। বিশ্বাস করতেই হয় যে ভুতপ্রেত আছে কিছু একটা।
১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২২
কাছের-মানুষ বলেছেন: বিজ্ঞানের দর্শন বলে ভূত বলে কিছু নেই তারা প্যারানরমাল ব্যাপারগুলোকে হেলুসিনেশন বলে ব্যাখ্যা করার চেষ্টা করে। হেলুসিনেশোন হল মস্তিস্কের খেলা। হেলুসিনেশোনে একজন মানুষ অদ্ভুদ কিছু দেখতে পারে তবে একাধিক ব্যাক্তি যদি একই সাথে একই জিনিষ দেখে তবে সেটা হেলুসিনেশোন হতে পারে না তাই বিজ্ঞানে এর কোন ব্যাখ্যে নেই। যেমন শেষের ঘটনা যেটা শেয়ার করেছি সেখানে আমি এবং আমার বন্ধু দুজন একই জিনিশ দেখেছিলাম তাই এটা হেলুসিনেশোন নয়! তাই আমার কাছে এর কোন ব্যাখ্যা নেই।
ধন্যবাদ মন্তব্যের জন্য।
১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৬
কাছের-মানুষ বলেছেন: উত্তর মনে ঠিক মত দেয়া হয় না, ভই পাইনি বললে ভুল হবে , প্রথম ঘটনাটায় অনেক ভয় পেয়েছিলাম। আর শেষের ঘটনায় ভয় পাই নি কারন আমার সাথে আরেকজন ছিল বন্ধু ছিল। কবর স্থানে খারাপ কিছু থাকে না আমার অবচেতন মন হয়তবা এই ব্যাপারটায় সাড়া দিয়েছিল।
৩| ১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৫৯
চাঁদগাজী বলেছেন:
"পরে সিদ্ধান্ত নিলাম প্রতিটি গাছ গণনা করে সাধা চক দিয়ে দাগ দিয়ে দিব যাতে হিসেব করতে সুবিধা হয়। "
অদক্ষ পদ্ধতি
১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২২
কাছের-মানুষ বলেছেন: কলেজে লাইফে এর চেয়ে সহজ কোন পদ্ধতি আমার মনে আসছিল না। এখন হলে হয়ত অন্য কোন পদ্ধতি কাজে লাগাতাম।
৪| ১১ ই জুলাই, ২০১৭ রাত ৮:২৫
নাঈমুর রহমান আকাশ বলেছেন: আপনার মতো চিন্তা যদি সব মানুষ করতো তবে আর ব্লগে জ্বীন-পরী নিয়ে এতো লেখা আলোচিত পোস্টে যেত না! অনেকে আবার দাবী করেন এসব ইসলামের মূল বিশ্বাসের অঙ্গ!!!
ESP নিয়ে আমার আগ্রহ ছিলো একসময়, Astral Projection নিয়ে পড়াশোনাও করেছি। আজকাল আর করা হচ্ছে না। ভাবছি আবার শুরু করবো।
লেখাটা ভালো, যুক্তিযুক্ত ব্যাখ্যা দিয়ে লেখা্। ধন্যবাদ
১১ ই জুলাই, ২০১৭ রাত ৯:০০
কাছের-মানুষ বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
ভূত পরিতে আমার কোন বিশ্বাস নেই। আমি ইসলাম ধর্মের বিশ্বাসে বলে জ্বীনে বিশ্বাস করি।
তবে জ্বীন আরেক জনের ঘারে উঠবে, মিষ্টি খাওয়াবে এই ধরনের লোক কথায় আমার বিশ্বাস নেই।
ESP খুবই ইন্টাররেষ্টিং বিষয় আমার কাছে , যত পড়বেন তত জানার আগ্রহ পাবেন এই বিষয় গুলোতে।
৫| ১১ ই জুলাই, ২০১৭ রাত ৯:৫৭
রাজীব নুর বলেছেন: এই বিষয় এর উপর আমারও খুব আগ্রহ।
১২ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৪৫
কাছের-মানুষ বলেছেন: এটা বিষয়গুলো সত্যিই চমৎকার একটা বিষয় রহস্যপ্রিয় মানুষের জন্য।
৬| ১২ ই জুলাই, ২০১৭ সকাল ৯:২৯
লায়ন ইন দ্য ডার্ক উডস্ বলেছেন: There are more things in heaven and earth, Horatio, Than are dreamt of in your philosophy. - Hamlet [Shakespeare]
আপনি কি "ইপিএস" দিয়ে "ইএসপি" বুঝাতে চেয়েছেন?
১২ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৪৪
কাছের-মানুষ বলেছেন: আপনি ঠিক ধরেছেন এটা ইএসপি হবে। লেখার সময় ভুল করে উল্টো লিখে ফেলেছিলাম, এখন ঠিক করা হয়েছে।
পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
৭| ১৩ ই জুলাই, ২০১৭ রাত ৮:৩৬
রাশিদুল ইসলাম লাবলু বলেছেন: শতাধিক মানুষের একসাথে হেলুসিনেশন ঘটতে পারে। সেটা অডিটরি, ভিজ্যুয়াল যে কোন ক্ষেত্রেই্।
হেলুসিনেশন সকল সময় মিথ্যা বলা ঠিক নয়। হেলুসিনেশন প্রকৃতির ম্যাসেজও হয় অনেক ক্ষেত্রে। যেমন ধরেন । যেমন ধরেন অডিটরি হেলুসিনেশন বা গায়েবী কন্ঠস্বর। সেটা একসাথে ১০০ জন মানুষ শুনতে পারে!
স্বপ্ন যেমন কোনটা ম্যাসেজ হয় কোনটা মিথ্যা হতে পারে। হেলুসিনেশন ঠিক তেমন কোনকোন ক্ষেত্রে মিথ্যা হয় আবার কোন কোন ক্ষেত্রে প্রকৃতির ম্যাসেজ হয়।
১৩ ই জুলাই, ২০১৭ রাত ৯:৫৮
কাছের-মানুষ বলেছেন: মানুষ যখন আসন্ন কোন সংকটে মেন্টাল প্রেসারে থাকে তখন আগাম কোন সংবাদ হেলুসিনেশোন আকারে ধরা দিতে পারে!
একসাথে একাধিক মানুষের হেলুসিনেশোনের বিশেষ করে অডিটরি হেলুসিনেশনের ব্যাপারটা আমার তেমন জানা ছিল নাহ। এটা নিয়ে ঘেটে দেখতে হবে।
ধন্যবাদ তথ্যসমৃদ্ধ মন্তব্যের ।
৮| ১৩ ই জুলাই, ২০১৭ রাত ১০:৩৯
কানিজ রিনা বলেছেন: টেলিপ্যাথি তো সব সময় সত্য, আমার মায়ের
জন্য আমার খারাপ লাগলে মাকে টেলিফোন
করলে মা বলেন তোমার জন্য মনের ভিতর
খারাপ লাগছিল। তখন আমিও বলি আমারও
খারাপ লাগছিল।
মায়েরা ছেলেমেয়ের বিপদ আগে থেকেই
টের পায়। হায়হুতাশ করতে থাকেন।
আলৌকিক দেখতে পাওয়া মানুষগুল মনস্তাত্যিক চিন্তাচেতনে মননিবেশে অভ্যাস হলে
এমতিই অনেক কিছু ঘটে যাওয়া দেখতে
পায় যা বিজ্ঞান সমাধান দিতে পারেনা।
ধন্যবাদ।
১৪ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৩১
কাছের-মানুষ বলেছেন: টেলিপ্যেথি ব্যাপারে বৈজ্ঞানিক ভিত্তি না থাকলেও আমি বিশ্বাস করি! অনেক কিছুই হয়ত বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না তাই বলে সেগুলো অস্বীকার করার উপায় নেই।
আপনার অভিজ্ঞতা শেয়ারের জন্য ধন্যবাদ রইল।
৯| ০৫ ই এপ্রিল, ২০২০ রাত ৮:০৬
শের শায়রী বলেছেন: There are more things in heaven and Earth, Horatio আপনার লেখাটা মনোযোগ দিয়ে পড়লাম, যদি সব বিশ্বাস করি তবে ধরে নিতেই হয় আপনি কিছুটা অতিলৌকিক ক্ষমতার অধিকারী। এক নাম্বার ঘটনাটা সাধারন লাগছে ওরকম ঘটনা শারীরিক এবং মানসিক কন্ডিশানে অনেকেরই ঘটে কিন্তু প্রথম মানে, মনে মনে নাম্বার জেনে ফেলা যেটা অনেক শক্তিশালী ই এস পি র লক্ষ্মন আর সাপে তাড়ানোর ব্যাপারটা এরও ব্যাখ্যা আছে, কিছু বিষধর সাপ আছে যারা খুব সাধারন ভাবেই তাড়া করে। কিন্তু নাম্বার অনুমান করার ব্যাপারটা মিলাতে পারছি না।
০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৪০
কাছের-মানুষ বলেছেন: না আমি অলৌকিক ক্ষমতার অধিকারী না। আমি লিখেছি নাম্বার অনুমান করার এই খেলাটায় একটা ট্রিক্স ছিল, তবে টিক্সটা আমি জানতাম না। আর যতদিন জানতাম না ততদিন আমি কেউ কোন নাম্বার ধরলে বলে দিতে পারতাম। আমার শৈশবের
খেলা ছিল এটা। টিক্সটা জানার পর আর পারতাম না টিক্স ব্যাবহার না করে বলতে।
তবে এই ব্যাপারটা আমাকে এখনো ভাবায়, আমি কিভাবে পারতাম। আমি নিজেও মিলাতে পারি না এখনো।
আমি এই লেখায় আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করেছি। আপনি মনোযোগ দিয়ে পড়েছেন কৃতজ্ঞরা রইল।
১০| ২২ শে মে, ২০২৩ দুপুর ২:৩৬
রাজীব নুর বলেছেন: আপনার এই লেখা আমি পড়েছি।
২২ শে মে, ২০২৩ রাত ১০:২৩
কাছের-মানুষ বলেছেন: হ্যা আমি লক্ষ্য করলাম আপনি এটা আগেই পড়েছিলেন, উপরে আপনার কমেন্ট আছে।
১১| ২৯ শে মে, ২০২৩ দুপুর ২:৩৮
মুজাহিদুর রহমান বলেছেন: এখন কি ঘটনাগুলোর ব্যাখ্যা সম্পর্কে আপনার আগের ধারনায় কোন পরিবর্তন হয়েছে? নাকি এখনও ধারনা হুবহু আগেরটাই রয়ে গেছে?
২৯ শে মে, ২০২৩ রাত ১০:৩৩
কাছের-মানুষ বলেছেন: এখন আসলে এই ঘটনাগুলো নিয়ে আর নতুন করে ভেবে দেখিনি! ভাবলে হয়ত পরিবর্তন হতে পারত তবে সেটা অবশ্যই লৌকিক ব্যাখ্যাই হত!
মানুষের মস্তিস্ক অদ্ভুদ এক জিনিষ, সে যখন কোন কিছু প্রবলভাবে বিশ্বাস করে মস্তিস্ক তখন তার সাথে গেইম খেলা শুরু করে এবং একটি ইলিউশন তৈরি করে! যেমন শুনবেন ভুত প্রেত দেখছে বেশিরভাগ ভীতু মানুষ, হয়ত দেখা গেল রাতে রাস্তায় একটি সাধা পলিথিন উড়ছে অথচ সে সেটাকে ভুত ভেবে ভয় পেয়ে বসে আছে, কারন সে বিশ্বাস করে ভুত এবং তার মস্তিস্ক সেভাবেই ইলিউশন তৈরি!
©somewhere in net ltd.
১| ১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:০৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: পৃথিবীটা অদ্ভুত তার মাঝে ব্যাখ্যা-বিহীন অনেক ঘটনাই আছে যার ব্যাখ্যা হয়ত আমরা কখনই করতে পারব না।
তারও ব্যাখ্যা আছে- তবে তার মাত্রা উচ্চতর। ৪বা ৫ মাত্রায় যা স্বাভাবিক ৩ মাত্রায় দাড়িয়ে দেখলে তাই অলৌকিক! নয় কি?
++++