নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে বদলায়, অকারণেও বদলায় । তবে আমি মনে হয় আগের মতই আছি , কখনও বদলাবওনা মনে হয় ! !
মার্চের মাঝামাঝি থেকে এবার বইমেলা হচ্ছে। এই বই মেলায় আমার প্রথম সায়েন্স ফিকশন উপন্যাস "নিউক" বের হচ্ছে। বইটি এখন রকমারিতে পাওয়া যাচ্ছে। এর আগে এটা নিয়ে আরেকটি পোষ্ট দিয়েছিলাম, তখন অনেকটা সন্দিহান ছিলাম আসলেই এবার বইমেলা হবে কিনা! সত্যিকার অর্থেই এখন বই প্রকাশ হয়ে গেছে মেলা কেন্দ্রিক, মেলা না হলে বই মলাট বদ্ধ হবে কিনা সেটা নিয়ে অনেকটা সন্দিহান ছিলাম! তবে এখন অনেকটাই নিশ্চিন্ত মেলা হচ্ছে। আমার বইটি প্রিন্ট হয়ে হয়ে গেছে এবং মেলায় পাওয়া যাবে। এই উপন্যাস ছাড়াও "এলিয়েন ও সায়েন্স ফিকশনের গল্প" নামে আমার আরেকটি সায়েন্স ফিকশন গল্প গ্রন্থ বের হচ্ছে যৌথভাবে পশ্চিম বঙ্গের লেখক তাপস কিরণ রায়ের সাথে। গল্পগ্রন্থটিতে আমার পাচটি সায়েন্স ফিকশনের গল্প রয়েছে। বই দুটি প্রকাশ করছে জলছবি প্রকাশনী।
জীবন জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে বাহিরে থাকি! এক যুগ হয়ে গেল প্রবাস জীবনের, মাঝখানে অবশ্য বছর দুয়েকের মত দেশে ছিলাম, সেই কোরিয়া থেকে যাত্রা শুরু তারপর ডেনমার্ক হয়ে আমেরিকা - যাযাবরের মত দৌড়ের উপরই আছি! প্রতিটি বই মেলায় এই আক্ষেপ আমার থাকেই, তবে এবার থাকতে পারলে হয়ত বেশী ভাল লাগত। শেষ মনে হয় ২০১৫তে বই মেলায় গিয়েছিলাম! তারপর দীর্ঘ বিরতিতে আর যাইয়া হয়নি! যাইহোক নিজের আত্মজীবনি বলা এখানেই শেষ করি।
উপন্যাসটি এখন জলছবির নিজস্ব ই-কমার্স সাইট এবং রকমারিতে পাওয়া যাচ্ছে, মলাটে দাম ২৬০ টাকা তবে এখন পাওয়া যাচ্ছে ১৯৫ টাকায়।
রকমারি: https://rokomari.com/book/209739/newk
জলছবি ইকমার্স: https://jalchhabi.org/product/নিউক
উপন্যাসটির ছবি।
সায়েন্স ফিকশন গল্পগন্থের ছবি।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৫৪
কাছের-মানুষ বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন।
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:০৮
চাঁদগাজী বলেছেন:
সুখবর, অভিনন্দন।
এই যাবত আপনার কয়টি বই বের হয়েছে?
১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:১২
কাছের-মানুষ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
এবারই প্রথম বের হচ্ছে বলা যায়! তবে আগে বিচ্ছিন্ন ভাবে কিছু গল্প বই মেলায় বিভিন্ন সংকলনের সাথে বের হয়েছিল, তাঁর মধ্যে সামুর সংকলনে আমার একটা সায়েন্স ফিকশন ছিল! নিজেকে তৈরি না করে বই প্রকাশের কোন ইচ্ছে আমার ছিল না!
৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:২৮
নীল আকাশ বলেছেন: অভিনন্দন আপনাকে, শুভেচ্ছা সহ!
১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৪৩
কাছের-মানুষ বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন সবসময়।
৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:২৯
মানিক_চন্দ্র_দাস বলেছেন: অভিনন্দন।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:০৪
কাছের-মানুষ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৫৭
নেওয়াজ আলি বলেছেন:
১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:২৩
কাছের-মানুষ বলেছেন:
৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৫৯
ভুয়া মফিজ বলেছেন: অভিনন্দন। কামনা করছি, প্রতিটা ঘরের শেল্ফে পৌছে যাক আপনার বইটা।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:২৫
কাছের-মানুষ বলেছেন: খাইছে আমারে! ধন্যবাদ আপনাকে৷ ভাল থাকুন।
৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৫৯
রাজীব নুর বলেছেন: গ্রেট।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:২৫
কাছের-মানুষ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২৯
এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: বহির সাফল্য কামনা করি। আমি অবশ্য এই বহি কিনবো না। সায়েন্স ফিকশন ভালো পাই না।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:২৬
কাছের-মানুষ বলেছেন: আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। ধনাবাদ আপনাকে।
৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:১৮
ওমেরা বলেছেন: ভুয়া মফিজ বলেছেন: অভিনন্দন। কামনা করছি, প্রতিটা ঘরের শেল্ফে পৌছে যাক আপনার বইটা। আমিও এই কামনা করছি।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:২৬
কাছের-মানুষ বলেছেন: ধন্যবাদ ওমেরা। ভাক থাকুন।
১০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪১
ঠাকুরমাহমুদ বলেছেন:
ব্লগে আপনার সাইন্স ফিকশন পড়েছি। আপনার লেখার ভাষা প্রাঞ্জল ও দৃষ্টিনন্দন। বইয়ের জন্য শুভ কামনা রইলো।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:৫৭
কাছের-মানুষ বলেছেন: অনুপ্রেরনামূলক মন্তব্যের ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন।
১১| ০৯ ই মার্চ, ২০২১ বিকাল ৪:১৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: ওহ দারুন!
হায় এবার মেলা কবে যে স্বাভাবিক মেলার পরিবেশ নেবে
লেখকের একখান অটোগ্রাফ আর অনেক ফটোগ্রাফ নিতাম
বই দুটির জন্য অনেক আগ্রহ রইল আর রইল অন্তহীন শুভকামনা
১০ ই মার্চ, ২০২১ সকাল ৯:১৭
কাছের-মানুষ বলেছেন: অসংখ্য ধন্যবাদ প্রিয় কবি।
জনজীবন কবে যে স্বাভাবিক হয় কে জানে! মেলা হচ্ছে এটাই সান্তনা এবার। সবার সুস্থতা কামনা করছি।
আপনি এই উপন্যাসটার সাথে ছিলেন প্রথম থেকেই, কৃতজ্ঞতা জানাচ্ছি।
১২| ০৯ ই মার্চ, ২০২১ রাত ১০:১০
মলাসইলমুইনা বলেছেন: নিউক আর এলিয়েনে হামলা মামলা আর মৃত্যুর আশংকা থাকা সত্ব্যেও বইয়ের সর্বাত্মক সাফল্য কামনা করছি ।
১০ ই মার্চ, ২০২১ সকাল ৯:১৮
কাছের-মানুষ বলেছেন: আপনাকে ধন্যবাদ অনেক। ভাল থাকুন সবসময়।
১৩| ১০ ই মার্চ, ২০২১ দুপুর ২:৪৮
রিফাত হোসেন বলেছেন: ডিজিটাল বই থাকলে ভাল হয়। অনেকে দূর-দূরান্তে, দেশ-দেশান্তরে থাকে। শুভ কামনা।
১২ ই মার্চ, ২০২১ রাত ১০:৩৫
কাছের-মানুষ বলেছেন: ধন্যবাদ! আমি এমাজনে দেবার চেষ্টা করব। তাদের সাথে যোগাযোগ করব যদি সম্ভব হয়, অনেক বাংলা বই সেখানে দেখেছি, তাহলে এমাজন কিন্ডেলে পড়া যাবে!!
১৪| ১৮ ই মার্চ, ২০২১ দুপুর ১:২০
করুণাধারা বলেছেন: আমার মনে হচ্ছে এই বই নিয়ে আপনার একটা পোস্টে আমি মন্তব্য করেছি, কিন্তু এখন দেখছি মন্তব্য নেই!! সেটার আপনি কী প্রতিমন্তব্য করেছিলেন সেটাও মনে আছে।
আপনি কি মন্তব্য মুছে দিয়েছেন?
১৮ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৪৪
কাছের-মানুষ বলেছেন: না না আমি কোন মন্তব্য মুছি নি। আপনি অন্য পোষ্টে মন্তব্য করেছিলেন।এই পোষ্টে।
একই রকম একাধিক পোষ্ট হওয়াতে সরি রেখেছিলাম সাময়িক ভাবে।
১৫| ০৮ ই অক্টোবর, ২০২২ সকাল ১১:৫৬
শেরজা তপন বলেছেন: কষ্ট করে আমার ব্লগে গিয়ে লিঙ্কটা দেবার জন্য অনেক ধন্যবাদ।
সময় করে পড়ে নিব আশা রাখছি!
০৮ ই অক্টোবর, ২০২২ রাত ১০:৪৫
কাছের-মানুষ বলেছেন: আপনি এই পোষ্টে এসে আবার মন্তব্য করায় আন্তরিক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৫৩
ফয়সাল রকি বলেছেন: অভিনন্দন ও শুভকামনা।