নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে বদলায়, অকারণেও বদলায় । তবে আমি মনে হয় আগের মতই আছি , কখনও বদলাবওনা মনে হয় ! !
আমেরিকার সানফ্রানসিসকোর গোল্ডেন গেট ব্রিজ।
ছবিটি কয়েক বছর আগে ক্যামেরা বন্ধী করেছিলাম। তখন ডেনমার্কে থাকি, আমেরিকার সানফ্রানসিসকো এসেছিলাম কোন একটা কনফারেন্সে যোগ দিতে। নিয়ম মাফিক নিজের প্রেজেন্টেশন দিয়ে চম্পট মেরেছিলাম সানফ্রানসিসকোর অলিগলি ঘুরতে। একটি টুরিস্ট বাসে উঠে সারাদিন শহরটা ঘুরেছিলাম। বাসটি বিভিন্ন টুরিস্ট স্পটে থামত আর পর্যটক যারা আছে তারা নেমে দেখত। গোল্ডেন গেট ব্রিজ পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় বস্তু। সান সানফ্রানসিসকো এসে এই জায়গাটা না ঘুরে গেলে গুনাহ হয়ে যাবে তাই প্লান মাফিক এসেছিলুম।
সুইজারল্যান্ডের জলপ্রপাত।
ছবিটি সুইজারল্যান্ডের পাশের শহরের এক জলপ্রপাত থেকে তোলা। সুইজারল্যান্ডের জুরিখ থেকে বাসে করে গিয়েছিলাম এক টুরিস্ট বাস দিয়ে, আমাদের সারাদিন বিভিন্ন জায়গায় ঘুরিয়েছিল বাসটি। এই জায়গাটায় এসে বোটে চরেছিল, পানির স্রোত ছিল প্রচুর। দেখার মত একটি জায়গা।
দক্ষিণ কোরিয়াতে স্নোফল।
দক্ষিণ কোরিয়াতে প্রচুর স্নোফল হয়। সেখানে যেমন গরমের দিনে গরম, ঠিক তেমনি শিতের দিনে ব্যাপক হারে স্নোফল হয়। দক্ষিণ কোরিয়া গোয়াংজুর চননাম ন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে তোলা কোন এক শীতের দিনের ছবি।
ডেনমার্কে পুরনো দিনের ট্রেন।
ট্রেনটি সম্ভবত ৮০-৯০ বছর আগের! এই ধরনের ট্রেন যাত্রী নেবার জন্য ব্যাবহার হয় না, ডেনমার্কে বিশেষ দিনে ওরা এই ট্রেন ছাড়ে মানুষের মনোরঞ্জন করার জন্য। ডেনমার্কে যখন ছিলাম তখন প্রায় এই ট্রেন দেখতাম, ট্রেনটি কাছ দিয়ে গেলে অনেকেই ছবি তুলত এর।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কোন এক টেম্পলে সম্ভবত।
আমি যত জায়গার এই পর্যন্ত সফর করেছি, থাইল্যান্ডের আমার কাছে তার মধ্যে অন্যতম। টেম্পল, স্ট্রিট ফুড এবং ব্যাংককের মাঝে বয়ে যাওয়া নদী ভ্রমণ এই ভ্রমণটাকে পূর্ণতা দিয়েছিল। থাই খাবারের স্বাদ যেন এখনো আমার মুখে লেগে আছে।
সুইডেনের রাজধানীর Castle
এটি সুইডেনের রাজধানী স্টকহোমের কোন এক Castle এর ছবি। অনেক পর্যটক আসে এখানে দেখতে।
জার্মানির একটি খ্রিস্টমাস মার্কেটে।
কোন এক ডিসেম্বরে গিয়েছিলাম জার্মানির একটি শহরে কোন এক কনফারেন্সে যোগ দেবার জন্য । শহরটির নাম এই মূহুর্তে মনে পরছে না। কনফারেন্স ভেনুর পাশে বিশাল বড় খ্রিস্টমাস মার্কেট।
লাউসের টুরিস্ট স্পটে। জায়গাটির নাম মনে নেই।
লাউস ভ্রমণ আমার জন্য বিশেষ কিছু ছিল। থাইল্যান্ডে একটি কনফারেন্সে গিয়েছিলাম সেবার, কনফারেন্স থেকে লাউস ভ্রমণের আয়োজন করেছিল কনফারেন্স কর্তৃপক্ষ। লাউস হল থাইল্যান্ডের প্রতিবেশী দেশ। কনফারেন্সে সবাই হেভি-ওয়েট দেশ থেকে এসেছে বিদায় কারোরই ভিসা লাগবে না, কিন্তু হতভাগা আমি পরলাম ফান্দে, ভিসা নাই বলে যাওয়া হবে না ভেবে মুষড়ে পরলাম। অবশেষে কনফারেন্সের কর্তৃপক্ষের একজন এসে আমাকে অভয় দিয়ে বলল তোমাকে থাই বলে চালিয়ে দেব সীমান্তে, কিছু মালপানি ছাড়লে তোমার ভ্রমণের সব বালা মসিবত দূর হয়ে যাবে। অবশেষে কিছু দিরহাম দিয়ে লাউস সীমান্ত পারি দিয়ে ঘুরেছিলুম।
জাপানের কোন এক শপিং মলের সামনে।
তখন দক্ষিন কোরিয়াতে থাকি, জাপানে গিয়েছিলাম কোন এক কনফারেন্সে যোগ দেবার জন্য। আফসোস এই টুরের খুব বেশী একটা ছবি নেই আমার কাছে।
বাংলাদেশের কক্সবাজার।
কক্সবাজারের গিয়েছিলাম কয়েক বছর আগে। কোন এক পাহারে উঠেছিলাম, সেখান থেকে তোলা ছবিটি। এই পর্যন্ত যত সি বিচে গেছি, সত্যিকার অর্থে কক্সবাজারের মত কোথাও এত ভাল লাগেনি, নিজের দেশে আত্মার একটি টান আছে সবসময়।
২৩ শে জুন, ২০২১ সকাল ৯:৫৮
কাছের-মানুষ বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে। ছবি ব্লগ আমার ভাল লাগে, যদিও সেভাবে ছবি দেওয়া হয়না আমার ব্লগে।
ইউরোপের দেশগুলো খুবই সুন্দর, মানুষজন কম, রাস্তাঘাট প্রসস্থ, সুন্দর ট্রান্সপোর্টেশন ব্যাবস্থা দেশগুলোকে আরো আকর্ষনীয় করেছে। সুইজারল্যান্ড, জার্মানি দেশগুলোতে পর্যটকও আসে অনেক, দেখার মত অনেক কিছু আছে এখানে।
২| ২৩ শে জুন, ২০২১ সকাল ৭:৪৪
হাবিব বলেছেন: খুবই সুন্দর সব ছবি। শুভকামনা রইলো।
২৩ শে জুন, ২০২১ সকাল ৯:৫৮
কাছের-মানুষ বলেছেন: ধন্যবাদ স্যার মন্তব্যের জন্য।
৩| ২৩ শে জুন, ২০২১ সকাল ৮:০৭
ইফতেখার ভূইয়া বলেছেন: প্রথম, পঞ্চম আর দশম ছবিগুলো ভীষণ সুন্দর হয়েছে। শুভ কামনা থাকলো।
২৩ শে জুন, ২০২১ সকাল ৯:৫৯
কাছের-মানুষ বলেছেন: মন্তব্যের জন্য কৃতজ্ঞতা রইল। আপনার ভাল লেগেছে দেখে ভাল লাগল।
৪| ২৩ শে জুন, ২০২১ সকাল ৮:৪৪
নিয়াজ সুমন বলেছেন: চমৎকার পোস্ট..।
২৩ শে জুন, ২০২১ সকাল ১০:০০
কাছের-মানুষ বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন সবসময়।
৫| ২৩ শে জুন, ২০২১ সকাল ১০:০০
সামিয়া বলেছেন: অনেক দেশ দেখা হয়ে গেলো এই পোস্টে এসে, অসাধারণ।
২৩ শে জুন, ২০২১ সকাল ১০:০৭
কাছের-মানুষ বলেছেন: ধন্যবাদ আপনাকে। চেষ্টা করলাম কিছু ছবি দিতে, আপনার ভাল লেগেছে দেখে ভাল লাগল।
৬| ২৩ শে জুন, ২০২১ সকাল ১০:৩০
নুরহোসেন নুর বলেছেন: অসাধারণ কিছু ছবি!
২৩ শে জুন, ২০২১ সকাল ১০:৪০
কাছের-মানুষ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৭| ২৩ শে জুন, ২০২১ সকাল ১১:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর ফটো ব্লগ
২৩ শে জুন, ২০২১ রাত ৯:৩৩
কাছের-মানুষ বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন।
৮| ২৩ শে জুন, ২০২১ সকাল ১১:৩০
জুন বলেছেন: আমি তো আপনার ব্লগে এসে মুগ্ধ হয়ে গেলাম কাছের মানুষ।
আপনাকে খুব কম দেখি তো লেখালেখিতে নাকি আমার নজরই এড়িয়ে যায় !
ব্যাংককের ছবিটি আমার ধারনা রয়েল প্যালেস, আর সেখানে অনেকগুলো স্থাপনার সাথে রাজকীয় মন্দিরও আছে ।
থাই সীমান্তবর্তী লাওসের শহর ডনসাও গিয়েছিলেন কি ? নাকি অসাধারন লুয়াং প্রবাং এ ?
পোস্টে অনেক অনেক ভালোলাগা +
২৩ শে জুন, ২০২১ রাত ৯:৪৭
কাছের-মানুষ বলেছেন: পাঠ ও মন্তব্যের ধন্য অসংখ্য ধন্যবাদ।
ইদানীং ব্লগে কম আসি। আমি অবশ্য ব্লগিং এর শুরু থেকেই অনিয়মিতভাবে নিয়মিত। মাঝে মাঝে একটানা ব্লগিং করি আবার মাঝখানে হাওয়া হয়ে যাই, এভাবেই চলছে আমার ব্লগিং।
ব্যাংককে অনেক ঘুরেছি, হতে পারে এটা রয়েল প্যালেস, আরও কিছু বৌদ্ধ মন্দিরেও গিয়েছিলাম, একটা মন্দিরে গৌতম বুদ্ধের অনেক বড় একটা মূর্তি দেখছিলাম।
আমার গিয়েছিলাম নোংকাই শহরে (জানিনা আমার বাংলা উচ্চারণ ঠিক আছে কিনা) সেখানে ছিলাম ৩ দিন, আর ৪ দিন ছিলাম ব্যাংককে। নোংকাই শহরের পাশেই মেকং নদী, সেই নদীর পার ইয়েই লাউস গিয়েছিলাম, গাড়ি দিয়ে খুব সম্ভবত লাউসের শহরে গিয়েছিলাম। আর সীমাঙ্গবর্তী এক শহরেও ঘুরেছিলাম, সেখানে থাই-লাউস এর সীমান্ত বাজার বসে! জায়গাটার নাম আমার মনে নেই ঠিক।
৯| ২৩ শে জুন, ২০২১ দুপুর ১:১৭
ভুয়া মফিজ বলেছেন: বিভিন্ন দেশে ঘোরার একটা করে ছবি নিয়ে ছবি ব্লগ দেয়ার ইচ্ছা একবার আমারও হয়েছিল। ভাগ্যিস দেই নাই। আপনার আর জুন আপার পোষ্টের তুলনায় সেটা একেবারেই ম্যাড়ম্যাড়ে হয়ে যেতো।
চমৎকার লাগলো আপনার পোষ্ট।
২৩ শে জুন, ২০২১ রাত ৯:৫০
কাছের-মানুষ বলেছেন: আপনি দিয়ে দিন বিভিন্ন দেশ নিয়ে একটি ছবি ব্লগ। পরাজয়ে ডরে না বীর!
সুন্দর একটি ছবি ব্লগ থেকে আমাদের বঞ্চিত করা ঠিক হবে না। আপনার বিলাতী বুন সৌন্দর্যও কিন্তু কম না।
১০| ২৩ শে জুন, ২০২১ দুপুর ২:৪৭
আখেনাটেন বলেছেন: আহা! বেশ! বেশ!
তুষারে আবৃত শ্বেতশুভ্র ছবি মনে হয় মানুষকে সহজেই আকৃষ্ট করে। চমৎকার।
ডেনমার্কের শতরর্ষীয় ট্রেন আমাদের দেখে এখনও নিয়মিতই চলছে.......। বাঙালি জাতি ঐতিহ্য ধরে রেখেছে।
২৩ শে জুন, ২০২১ রাত ৯:৫৩
কাছের-মানুষ বলেছেন: পুরোনো সব কিছুর ভিতরই কেমন জানি একটি রাজকিয় ভাব আছে। হ্যা আপনি ঠিক বলেছেন আমাদের ট্রেনগুলোও কম পুরোনো নয়! হা হা বাঙালি বলে কথা।
ধন্যবাদ মন্তব্যের জন্য।
১১| ২৩ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:০৭
সিগনেচার নসিব বলেছেন: মুগ্ধ হয়ে বর্ণনা পড়লাম ছবিগুলো বেশ সুন্দর।
২৩ শে জুন, ২০২১ রাত ৯:৫৩
কাছের-মানুষ বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য কৃতজ্ঞতা রইল।
১২| ২৩ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:১০
শেরজা তপন বলেছেন: ছবির সাথে ছবির গল্পগুলো বেশ ভাল। কিছু ছবি চমৎকার
২৩ শে জুন, ২০২১ রাত ৯:৫৪
কাছের-মানুষ বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য। ভাল থাকুন।
১৩| ২৩ শে জুন, ২০২১ রাত ১১:২২
ঢুকিচেপা বলেছেন: চমৎকার একটি আয়োজন।
সব ছবি ভালো লেগেছে।
শুভকামনা রইল।
২৪ শে জুন, ২০২১ রাত ২:৩৮
কাছের-মানুষ বলেছেন: আপনার ভাল লেগেছে দেখে ভাল লাগল। ভাল থাকুন সবসময়।
১৪| ২৪ শে জুন, ২০২১ রাত ১২:২৫
কাওসার চৌধুরী বলেছেন:
আপনার এক একটি ছবি এক একটি দেশকে রিপ্রেজেন্ট করেছে। আপনি নিজে কাছের মানুষ হলেও ছবিগুলো দূরদূরান্ত থেকে তোলা। এসব ছবির সাথে কতশত স্মৃতি জড়িত। আপনি ভ্রমণ প্রিয় মানুষ। বাকি জীবনে আরো অনেক ভ্রমণ করবেন, স্মৃতির পাতায় সেগুলো মলাট বন্দী হবে। আশা করি, এসব ছবির একটি অংশ ব্লগে প্রকাশ করবেন।
ভালো থাকুন।
২৪ শে জুন, ২০২১ রাত ২:৩৮
কাছের-মানুষ বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
প্রতিটি ছবিই স্মৃতি বিজড়িত। আমি প্রায় ভ্রমণ করি, শেষ গত মাসে ফ্লোরিডা গিয়েছিলাম প্রায় ৬-৭ ঘণ্টা টানা ড্রাইভিং করে ভ্রমণের উদ্দেশ্য, ৩-৪ দিন একটি এর-আর-বিএনবিতে ছিলাম, তাছাড়া প্রতি উইকেন্ডেই আশেপাশের কোন না কোন টুরিস্ট স্পটে যাবার চেষ্টা করি! আমার ইচ্ছে আছে ভ্রমণ পোষ্ট লেখব, যদিও সবসময়ই ভাবি তবে কেন জানি আর লেখা হয়ে উঠে না।
১৫| ২৪ শে জুন, ২০২১ রাত ১:২০
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার !
২৪ শে জুন, ২০২১ রাত ২:৩৮
কাছের-মানুষ বলেছেন:
ধন্যবাদ আপনাকে।
১৬| ২৪ শে জুন, ২০২১ রাত ৩:১৪
সোহানী বলেছেন: চমৎকার সব ছবির সমারোহ। মুগ্ধতা জানিয়ে গেলাম।
২৪ শে জুন, ২০২১ রাত ১১:৩৭
কাছের-মানুষ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।
ভাল থাকুন।
১৭| ২৪ শে জুন, ২০২১ বিকাল ৩:৩১
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনার অর্ধবিশ্ব ভ্রমণের ছবি খুবই চমৎকার হয়েছে। ছবিব্লগের গুণমগ্ধ হয়ে ছবিপোস্টটি প্রিয়তে রাখিছি। আপনি জাপানে কতোদিন ছিলেন? জাপান নিয়ে কি আপনার কি কোনো পোস্ট আছে?
২৪ শে জুন, ২০২১ রাত ১১:৪৫
কাছের-মানুষ বলেছেন: আমি জাপানে একটি কনফারেন্সে গিয়েছিলাম। সেখানে সপ্তাহ খানেক ছিলাম। না আমার জাপান নিয়ে কোন আলাদা পোষ্ট নেই।
আপনার ছবিগুলো ভাল লেগেছে দেখে ভাল লাগল।
১৮| ২৪ শে জুন, ২০২১ বিকাল ৩:৪৮
আমি সাজিদ বলেছেন: চমৎকার ছবি৷ চমৎকার জীবন আপনার। প্লাস দিয়ে গেলাম।
২৪ শে জুন, ২০২১ রাত ১১:৩৯
কাছের-মানুষ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
চমৎকার জীবন কিনা জানিনা তবে জীবন জীবিকার তাগিদে ছুটে চলছি প্রতিনিয়ত।
১৯| ২৪ শে জুন, ২০২১ রাত ১০:২৬
করুণাধারা বলেছেন: ছবিগুলো চমৎকার, শিরোনামগুলোও ভালো হয়েছে। সব ছবিতে আলাদাভাবে শিরোনাম দিয়েছেন, কিন্তু দক্ষিণ কোরিয়ার স্নো ফলের দুই ছবি এক শিরোনামে...
এত জায়গায় গেছেন, সেসব নিয়ে ব্লগে আপনার কোন লেখা পাইনি। আশাকরি সময় করে লিখবেন।
প্রতিযোগিতায় ভালো করুন, শুভকামনা।
২৪ শে জুন, ২০২১ রাত ১১:৪০
কাছের-মানুষ বলেছেন: দক্ষিণ কোরিয়ার দুটি ছবি দিয়েছি, যেহেতু দুটোই স্নোফলের তাই আলাদা করে আর শিরোনাম দেইনি। না আমার সেরকম ভ্রমন ব্লগ দেয়া হয় না তবে একেবারেই যে দেইনি তেমন নয়, দুটো মনে হয় দিয়েছিলাম। এখানে দেখতে পারেন। ভ্রমন ব্লগ
আমার ইচ্ছা আছে অনিয়মিতভাবে ভ্রমন নিয়েও লেখব! তবে আমার বউ যেখানেই যাই ও ভিডিও করে ইউটিউবে ছাড়ে, ডেনমার্ক, সুইজারল্যান্ড আমেরিকার অনেক ভিডিও ছেড়েছে, এখনো ভিডিও ছাড়ে প্রতিনিয়ত, আমার আবার এগুলোতে আলসামি লাগে! সমস্যা হল সে আমার ব্লগ জীবনেও দেখেনা আমি তার ইউটিউবও!
পাঠ ও মন্তব্যের জন্য কৃতজ্ঞতা রইল।
২০| ২৬ শে জুন, ২০২১ দুপুর ১২:৫৯
অপু তানভীর বলেছেন: আপনার ছবি ব্লগ দেখে মনের ভেতরে কেবল আফসোস আর আফসোস দেখা দিল ! হায় আমি কবে যাবো এই রকম জায়গায় নাকি আগেই মরে যাবো ! কবে কবে কবে !
পোস্টে প্লাস দিয়ে গেলাম কেবল ! আর কিছু কইলাম না !
২৮ শে জুন, ২০২১ ভোর ৪:১৬
কাছের-মানুষ বলেছেন: আপনার আন্তরিক মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
অনেকদিন আগে ফেইসবুকে একটি ভিডিও দেখেছিলাম, প্রতিটি মানুষই তার নিজস্ব টাইম জোনে আছে। তাই ইচ্ছে থাকলে অবশ্যই আপনিও যেখানে চান ঘুরতে যেতে পারবেন যখন নিজের টাইম আসবে!
ইদানীং ব্লগের বিভিন্ন ছবি-ব্লগ দেখে ভালই সময় কাটছে। সবাই দারুণ সব ছবি শেয়ার করছে, ব্যাপারটা ভাল লাগছে।
২১| ২৭ শে অক্টোবর, ২০২১ রাত ৮:৩৩
খায়রুল আহসান বলেছেন: প্রথমতঃ, ছবি ব্লগ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন!
দ্বিতীয়তঃ, শিরোনামটা খুব সুন্দর, আর ছবিগুলো আরও সুন্দর।
তারপর ....
পোস্টটা পড়ে খুব ভালো লাগল। তবে এ পোস্টটা আমি এর আগেও একবার পড়েছিলাম বলে মনে পড়ল, কিন্তু তখন হয়তো কোন কারণে আমি মন্তব্য করতে ভুলে গিয়েছিলাম, যা সাধারণতঃ হয় না।
ডেনমার্কের পুরনো ট্রেনের ছবি দেখতে খুব ভালো লাগল।
পোস্টে প্লাস। + +
০৬ ই নভেম্বর, ২০২১ ভোর ৪:২৩
কাছের-মানুষ বলেছেন: দুঃখিত দেরিতে উত্তরের জন্য। কয়েকদিনের জন্য ঘুরতে গিয়েছিলাম, ব্লগে আসা হয়নি।
ধন্যবাদ আপনাকে আন্তরিক মন্তব্যের জন্য। সবাই ছবি দিচ্ছিল তখন তাই ভাবলাম কিছু ছবি দেই। আপনার ভাল লেগেছে দেখে আমি খুবই আনন্দিত। ডেনমার্কে প্রায় এই ধরনের পুরোনো দিনের ট্রেনগুলো ছাড়ে দর্শনার্থীদের জন্য, আমার কাছে ভাল লাগত।
পুনরায় পড়েছেন এবং মন্তব্যের জন্য কৃতজ্ঞতা রইল।
২২| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:২২
মিরোরডডল বলেছেন:
দক্ষিন কোরিয়ায় স্নোফল আর আমাদের কক্সবাজারের ছবি বেশি ভালো লাগলো।
পুরনো ট্রেন ওটাও অনেক ভালো লেগেছে।
আমার ইচ্ছে করে সেই সময়টায় যদি একটু ঘুরে আসতে পারতাম, ওল্ড মুভিতে যেরকম দেখি।
কাছের মানুষের কি মজা!! শুধুই ঘুরে ঘুরে বেড়ায়।
১৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১:৪৭
কাছের-মানুষ বলেছেন: দক্ষিণ কোরিয়া আমার মনে সবসময়ই একটি বিশেষ জায়গা দখল করে আছে এবং থাকবেও! সেখানকার স্নো-ফল সত্যিই অসাধারণ ছিল, সাথে শীতের সাথে মিল রেখে কোরিয়ান রেস্টুরেন্টের মজাদার খাবার কথা মনে পরলে জিবে জল এসে পরে! আমাদের ক্যাম্পাস স্নো-ফলে একেবারে সাধা হয়ে যেত।
ডেনমার্কে এরকম পুরনো দিনের ট্রেন প্রায় ছাড়ত বিশেষদিনে মানুষের মনোরঞ্জনের জন্য। কক্সবাজার আমার প্রিয় একটি ডেসটিনেশন। নিজের দেশ, আর কক্সবাজারের জায়গায় জায়গায় রেস্তোরা আর মজাদার খাবারগুলো এখনো মিস করি!
২৩| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৭:০৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ভ্রমন কাহিনি ছবি আর কবিতায়। দক্ষিণ কোরিয়ার স্নো ফল আর সুইজার ল্যান্ডের দৃশ্যটি বেশ ভালো লেগেছে ।
২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:০৩
কাছের-মানুষ বলেছেন: ধন্যবাদ আপনাকে। এটা অনেকটা ছবি পোষ্ট বলতে পারেন!
সুইজারল্যান্ড এবং কোরিয়া দেখতেও খুবই সুন্দর!
©somewhere in net ltd.
১| ২৩ শে জুন, ২০২১ রাত ২:৩৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন ছবি ব্লগ! আপনার ছবি ব্লগটা দেখে বেশ নষ্টালজিক হলাম। আগে এই ধরনের প্রচুর ছবি ব্লগ আসত। আপনি অংশগ্রহন করেছেন দেখে ভালো লাগল। সুইজারল্যান্ড, জার্মানি এই দেশগুলো অস্বাভাবিক সুন্দর। ইউটিউবে কিছু ভিডিও দেখে আমি অবাক হয়ে যাই।