![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুখের আশায় ছুটতে ছুটতে মানুষ অসুখে পড়ছে। আর আমি তখন সত্যের সন্ধানে ছুটছি।
।। সোয়েটার ।।
তুমি বলেছিলে আমাকে একটা সোয়েটার বুনে দেবে,
লাল, নীল, সবুজ অথবা গেরুয়া যেকোন রঙের গোলায়,
তুমি পছন্দ কর হালকা রঙ,
যদিও আমার অভিলাষ গাঢ় রঙের গভীরতায়...
আমি অবশ্য জানিনা,
তুমি কোন রঙের উষ্ণতায় চেয়েছ আমাকে ঢাকতে?
লাল তো বিপ্লবের রঙ, প্রেমেরও কি?
নীল কি শুধুই বেদনার?
সবুজ নিয়ে আসে কোন সজীবতা?
অথবা গেরুয়া কি শুধুই বৈরাগেরই রঙ?
তুমি বলেছিলে আমাকে একটা সোয়েটার বুনে দেবে,
আমি অনেক শীত পেরিয়ে আজও আছি
সেই শীতের প্রতীক্ষায়।
যে শীতের প্রাক্কালে
পোষা কুকুরের মত তোমার কোলে, পায়ে পায়ে
ঘুরঘুর করবে রঙের গোলা,
আর তোমার আঙ্গুলের নিপুন ছোঁয়ায় ঘটাবে
এক আশ্চর্য নির্মান।
আমার শীতের প্রার্থনা -- একটা সোয়েটার
শুধুই একটা সোয়েটার।
২| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৪
দৃষ্টিসীমানা বলেছেন: খুব সুন্দর লিখেছেন ,ভাল লাগল ।
৩| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৯
অন্তর মাশঊদ বলেছেন: ধন্যবাদ মামুন ইসলাম এবং দৃষ্টির সীমানা।
৪| ২৭ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩২
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা ।
৫| ২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৩
রুমি৯৯ বলেছেন: ভালো হয়েছে
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:২১
মামুন ইসলাম বলেছেন: চমৎকার লেখেছেন