নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্তর মাশঊদ

সুখের পিছনে ছুটতে ছুটতে মানুষ অসুখে আক্রান্ত হচ্ছে। সেখানে আমি সত্যের সন্ধানে ছুটছি

অন্তর মাশঊদ

সুখের আশায় ছুটতে ছুটতে মানুষ অসুখে পড়ছে। আর আমি তখন সত্যের সন্ধানে ছুটছি।

অন্তর মাশঊদ › বিস্তারিত পোস্টঃ

সোয়েটার

২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:১২

।। সোয়েটার ।।

তুমি বলেছিলে আমাকে একটা সোয়েটার বুনে দেবে,
লাল, নীল, সবুজ অথবা গেরুয়া যেকোন রঙের গোলায়,
তুমি পছন্দ কর হালকা রঙ,
যদিও আমার অভিলাষ গাঢ় রঙের গভীরতায়...

আমি অবশ্য জানিনা,
তুমি কোন রঙের উষ্ণতায় চেয়েছ আমাকে ঢাকতে?
লাল তো বিপ্লবের রঙ, প্রেমেরও কি?
নীল কি শুধুই বেদনার?
সবুজ নিয়ে আসে কোন সজীবতা?
অথবা গেরুয়া কি শুধুই বৈরাগেরই রঙ?

তুমি বলেছিলে আমাকে একটা সোয়েটার বুনে দেবে,
আমি অনেক শীত পেরিয়ে আজও আছি
সেই শীতের প্রতীক্ষায়।

যে শীতের প্রাক্কালে
পোষা কুকুরের মত তোমার কোলে, পায়ে পায়ে
ঘুরঘুর করবে রঙের গোলা,
আর তোমার আঙ্গুলের নিপুন ছোঁয়ায় ঘটাবে
এক আশ্চর্য নির্মান।

আমার শীতের প্রার্থনা -- একটা সোয়েটার
শুধুই একটা সোয়েটার।






মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:২১

মামুন ইসলাম বলেছেন: চমৎকার লেখেছেন

২| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৪

দৃষ্টিসীমানা বলেছেন: খুব সুন্দর লিখেছেন ,ভাল লাগল ।

৩| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৯

অন্তর মাশঊদ বলেছেন: ধন্যবাদ মামুন ইসলাম এবং দৃষ্টির সীমানা।

৪| ২৭ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩২

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা । :)

৫| ২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৩

রুমি৯৯ বলেছেন: ভালো হয়েছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.