নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্তর মাশঊদ

সুখের পিছনে ছুটতে ছুটতে মানুষ অসুখে আক্রান্ত হচ্ছে। সেখানে আমি সত্যের সন্ধানে ছুটছি

অন্তর মাশঊদ

সুখের আশায় ছুটতে ছুটতে মানুষ অসুখে পড়ছে। আর আমি তখন সত্যের সন্ধানে ছুটছি।

অন্তর মাশঊদ › বিস্তারিত পোস্টঃ

বাবার দু'গাল

২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৪


ঘুম থেকে উঠেই বাবার দু'গালে
প্রান-মন ভরে যেত আচ্ছা করে চুমা'লে।
বড্ড সুখে যাচ্ছিল আসিফদের সংসার,
হিংসুটে দুখ গর্জে মারলো, অগ্নির হুঙ্কার।

বার্ন ইউনিটে ছুটলো খোকা,
চোখ যে তাঁর দিচ্ছে ধোঁকা!
কোথায় বাবা? কোথায় বাবার ঝলমলে দু'গাল?
পেট্রোল বোমায় ঝলসে গেছে মুখের সব ছাল!

কাঁদছে বাবা, কাঁদছি আমি, কাঁদছে আমার মা,
আন্দোলনের নামে হিংস্রতা, আমরা চাইনা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৯

খেলাঘর বলেছেন:



বোমাবাজ ও তাদের সর্দারদের বাংলা থকে তাড়াবো, যেভাবে তাড়িয়েছি তাদের বাবা পাকীদের।

২| ২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:৪০

মুকতোআকাশ বলেছেন: বোমাবাজ ও তাঁদের সর্দারদের বাংলা থেকে তাড়াবো, যেভাবে তাড়িয়েছি তাঁদের বাবা পাকীদের। আর কোলে বসে গালে চুমো খাব দাদাদের।
বোমাবাজ মানুষ শখ করে হয়নি। দেশের সচেতন মানুষ চায় তাঁদের দ্বারা নির্বাচিত মানুষ রা দেশ শাসন করবে।অথচ অনির্বাচিত সরকার পাথরের মত দেশের বুকের উপর বসে আছে। কোন মিছিল করা যাবেনা, মিটিং করা যাবেনা, বক্তব্য দেওয়া যাবেনা, আন্দোলন করা যাবেনা তো মানুষ কি বসে বসে আঙ্গুল চুষবে?
পাকিস্তান আমলে এর চেয়ে কঠিন আন্দোলন হয়েছে- এই ভাবে তো জনগণ কে গুলি করে মারেনি? যুদ্ধের সময় মেরেছে। এখন কি যুদ্ধ চলছে? আমার দেওয়া ট্যক্সের টাকায় পিপার স্প্রে কিনে আমাদের উপর মারে! আমাদের টাকায় কেনা গুলি বন্দুক আমাদেরি বুকে মারে !জনগণের সরকার কখনই এ কাজ করতে পারে না।এই সহিংস আন্দোলনের দিকে দাদাঁ দের সমুন্ধি রাই ঠেলে দিয়েছে। ছাত্রলীগ আর পুলিশ যদি অস্ত্র হাতে না নামতো তাহলে দেখতেন জনগণ কি চায় !
আপনাদের আগুনে পোড়া এইসব নিরীহ মানুষ দের জন্য সত্যি মায়া থাকলে সরকার কে বলেন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে। তা বলতে পারবেন না জানি। কেননা তাহলে এত আস্ফালন আর থকবে না। দেশটা কারো বাবার না যে কথায় কথায় তাড়িয়ে দিতে পারবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.