![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুখের আশায় ছুটতে ছুটতে মানুষ অসুখে পড়ছে। আর আমি তখন সত্যের সন্ধানে ছুটছি।
বান্ধবী কোলে চড়িয়ে দিল - ফুটফুটে ওর শিশু,
অনেক কষ্টে রাগ থামালাম - করল যখন হিসু।
হেসে আমি বললাম তাকে - ''কি করলে এটা বাবা''?
রেগে গিয়ে মারলো আমায় - গালে ছোট্ট হাতে থাবা।
বান্ধবী তখন হেসে বললো - "ও হতে পারতো তোর পোলা",
তোর মনেতে থাকতাম যদি আমি - অন্য কেউ না দিতো দোলা!
বললাম আমি, "চুপ কর ফাজিল" - ''আমায় দিচ্ছিস এখনও নজর''?
''তুইতো তখন পাগল ছিলি'' - ''বুঝতিস না বন্ধুত্বের কদর''।
বন্ধুত্ব হলো এমন বন্ধন - যেকোন সময়ে পাশে,
সুখেও যেমন , দুঃখেও তেমন - হাতটি ধরে হাসে।
যাইহোক -
মাঝে ইচ্ছে করে - যদি পারতাম হতে শিশু !
ভুলগুলো সব শুধরে নিতাম - ধরতাম না চোখে আর টিস্যু।
২| ০৬ ই মার্চ, ২০১৫ রাত ৯:০৬
অন্তর মাশঊদ বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৫ রাত ১১:০৯
এম ডি এস হোসেন বলেছেন: পুরো কবিতাটিই এপিক হয়েছে। বাট " মাঝে ইচ্ছে করে - যদি পারতাম হতে শিশু !
ভুলগুলো সব শুধরে নিতাম - ধরতাম না চোখে আর
টিস্যু।" এই লাইন দুটো অসম্ভব সুন্দর হয়েছে। ক্যারি অন।