![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুখের আশায় ছুটতে ছুটতে মানুষ অসুখে পড়ছে। আর আমি তখন সত্যের সন্ধানে ছুটছি।
ক্লান্তিতে বেশ মাথাটা ধরেছে - করছে যে শুধু ঝিমঝিম,
অন্ধকারে খাটে শরীর শুয়েছে - ডিম লাইটটা জ্বলছে যে টিমটিম।
বিষাদে আমার চঞ্চল এই মন - করছে কেন ছটফট?
ভুতুড়ে যন্ত্রনা প্রতিটি শিরায় - কামড়াছে যেন কটকট।
বিছানা ছেড়ে পা বাড়ালাম - চিলেকোঠার উন্মুক্ত ছাদে,
বাতাস হয়ে স্পর্শ করলে আমায় - হাত রাখলে তুমি এই কাঁধে।
হ্যালুসিনেসন হয়ে প্রতিরাতে তুমি - দাঁড়াও আমার পাশে,
একলা আমাকে বকতে দেখে ভাড়াটিয়ারা - পাগল ভেবে হাসে।
সারারাত ছাদে গল্প করে - ক্লান্ত হই যখন আমরা,
হাতটি ধরে বিছানায় শুইয়ে - বনধ করে দাও কামরা।
ঘুম পাড়াতে চুলে হাত বুলিয়ে বলো,- "ভাবো দূরে যেন ছুটছে কোন ট্রেন"!
ঘুমিয়ে পড়লে আমি প্লীজ দেওয়ালে লিখো - এটা নয় কোন হ্যালুসিনেসন প্রেম!
©somewhere in net ltd.