![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুখের আশায় ছুটতে ছুটতে মানুষ অসুখে পড়ছে। আর আমি তখন সত্যের সন্ধানে ছুটছি।
আমিতো আসতে চাইনি এই মৃত্যুকূপে,
তবুও আমাকে বারবার এই কূপে বলি হতে হয়।
ওদের লোভ যে আমারই রক্তে!!
আমার রক্তে উছলে পড়ে ওদের পেয়ালা,
তারপরও ওদের আরও রক্ত চাই, আরও চাই।।
যুগের পর যুগ রক্তের বন্যা দিয়ে আসছি,
তবুও আমি ওদের রাক্ষুসে পিপাাসা মেটাতে পারিনি।
বেশি কিছুতো আমি চাইনি!!
পরিবারকে নিয়ে বেঁচে থাকার জন্য
দু’বেলা দু’মুঠো ভাত, লজ্জা ঢাকার জন্য কাপড়…
মাথার ওপর একটা নিরাপদ ছাদ।
তবুও ওরা আমায় খুন করে…খুন করে…।।
চারিদিকে কত বুলি ছাড়ে বুদ্ধিজীবির দল,
রাজনীতি, গণতন্ত্র, সমাজতন্ত্রের জটিল বুলি,
তারপর হঠাত নিশ্চুপ…
ওদের এই চরিত্র আমার বোধগম্য নয়!!
তবুও বারবার আমাকে কেন আগুনে পুড়িয়ে, ভবন ধসিয়ে,
বিকৃত মৃত্যু পেতে হয়??
কেন বাঁচার জন্য আমাকেই কাঁদতে হয়??
আহাজারি করতে হয় আমার স্বজনকে ??
এভাবেই বহুবার আমাকে ডেকে এনে ওরা খুন করে!!
অতীতেও করেছে!! ভবিষ্যতেও করবে!!
©somewhere in net ltd.