নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্তর মাশঊদ

সুখের পিছনে ছুটতে ছুটতে মানুষ অসুখে আক্রান্ত হচ্ছে। সেখানে আমি সত্যের সন্ধানে ছুটছি

অন্তর মাশঊদ

সুখের আশায় ছুটতে ছুটতে মানুষ অসুখে পড়ছে। আর আমি তখন সত্যের সন্ধানে ছুটছি।

অন্তর মাশঊদ › বিস্তারিত পোস্টঃ

সিরিয়াল ব্যাধি

২৫ শে মে, ২০১৫ রাত ৮:৫৯

"ভাইয়া আজ থেকে তোমার নাম "আদি" আর আমার নাম "ইশা"।

৪ বছর বয়সী পিচ্চি খালাতো বোনটার এই কথা শুনে আমি হেসে বললাম -
- " আপু আমার নামতো মাশঊদ! আদি তো না। আর তুমিতো রাইশা ; ইশা না"! আর এগুলো কারা?"
"উফ এত কথা বলে কেন ছেলেটা? বলছিনা তুমি আদি আর আমি রাইশা"। এখন আমার সাথে গাও...

"ঠিক ঠিক ঠিক! ঠিক যেন লাভ স্টোরি"। [আমি তাঁর নাচানাচি দেখচি আর গান শুনছি]

আমার মা আসতেই সেই বলতেছে -
"খালামনি! আমি ভালো মেয়ে আর ভাইয়া খারাপ ছেলে! আমি ইশা ও আদি"।
বলেই আবার গান গাইতে শুরু করলো- "ঠিক! ঠিক! ঠিক! ঠিক যেন লাভ স্টোরি!"

আমি আম্মুর দিকে তাকিয়ে আছি। আম্মু হাসছেন। আমি জিজ্ঞেস করলাম এরা কারা?
- স্টার জলসার নতুন নাটক! [আম্মু বললেন]
শুনেই আমার মেজাজটা বিগড়ে গেলো। রেগে গিয়ে বললাম -
"এই দুধ খাওয়া পিচ্চি মেয়েটাকে অন্তত তোমাদের এই গজব হতে রক্ষা কর! প্লীজ! এগুলো কি? এই বয়সেই সিরিয়াল দেখে। মাথায় কিছু থাকবে পড়াশুনার জন্য? আমি আজই খালার সাথে কথা বলছি দাঁড়াও।
"আর খবরদার তুই আমাকে আদি বলে ডাকবি না! ডাকলে এক থাপ্পড়ে তোর দাঁত ফেলে দিবো।"

রাইশা আম্মুর কোলে লুকিয়ে কাঁদতে কাঁদতে -
"তুমি আসলেই খারাপ ছেলে। তুমি পচা। "

রাইশাকে কাছে টেনে বুঝালাম আপু এগুলো দেখতে হয়না। এর চেয়ে বরং ভালো ভালো এনিমেটেড কার্টুন দেখবে। কে শুনে কার কথা। যেই লাউ সেই কদু।

খালাকে ফোন দিয়ে সব জানালাম।
খালা বললো, "তুই তো জানিস আমি আর তোর খালু দুজনেই অফিসে যাই আর সন্ধায় আসি। ওর দেখাশুনা করার জন্য বাসায় শুধু ওর চাচী। সে স্টার জলসা, জী বাংলা দেখে। আর উনার সাথে সাথে আমার মেয়েও দেখে। কোন সময় কোন সিরিয়াল। প্রতিটি সিরিয়ালের নাম আর চরিত্র সব ওর মুখস্ত হয়ে গিয়েছে। এগুলো না দেখে ভাতও খায়না।"

আমি শুধু এতটুকুই বললাম, একজন সুস্থ মহিলা এই সকল ছাইপাস সিরিয়াল দেখে অসুস্থ হয়ে যায়। আর আপনার মেয়ে মাত্র ৪ বছর বয়স। এখনই যদি এগুলোর প্রতি এডিক্টেড হয়ে যায়। তাহলে বড় হয়ে কি হবে আপনি ধারনাও করতে পারবেন না। মেয়েকে বাঁচাতে হলে আল্লাহর ওয়াস্তে ডিশের লাইন কেটে দিন নয়তো এই চ্যানেল দেখায় ওর চাচীকে নিষেধ করুন।

আমার সেদিনের কথায় কোন কাজ হয়নি বুঝতে পেরেছিলাম পড়েই। যেদিন রাইশা আমাদের বাসায় এসে আমাকে বললো,
- " ভাইয়া আজ থেকে তুমি "বিটকেল" আর আমি "কটকটি"।

আমি আম্মুর দিকে তাকিয়ে বললাম "এটা আবার কোন গজবের নাম"?
- কিরণমালা! [আম্মু হেসে বললো]

বিঃদ্রঃ জানিনা এই ভারতীয় সিরিয়ালের ভাইরাস হতে আমাদের দেশের পরিবারগুলো রক্ষা পাবে কিনা। তবে আমার পরিবার এই ভাইরাসে মারাত্মকভাবে আক্রান্ত। আপনার পরিবার সুরক্ষিত তো?

#অন্তর_মাশঊদ

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৫ রাত ৯:২৩

কামরুল_নুমান বলেছেন: আমি নেট থেকে প্রচুর নাটক মুভি নামাই । দেখা শেষে যেই গুলাকে ভাল মনে হয় বা ছোট বোনের / আম্মুর দেখা উচিত বলে মনে হয় সেই গুলো ডিবিডি বার্ন করে ২/৩ মাস পর পর ছোট বোন ও আম্মুর কাছে পাঠাই। তারা দেখে।

মাঝে মাজে আমি আবার পরিক্ষাও নেই কি শিখল এটা জানতে চেয়ে।

এ ছাড়া অন্য কিছু দেখার কোনোই সুযোগ নাই। তাছারা আমার পছন্দের উপর ইতিমধ্যে তাদের একটা আস্থা তৈরি হইছে।

তাই আমি এই দিক নিয়া খুব খোশমেজাজ এ আছি। আলহামদুলিল্লাহ।

২| ২৫ শে মে, ২০১৫ রাত ১০:০২

অন্তর মাশঊদ বলেছেন: শুনে ভালো লাগলো। শুভ কামনা আপনার এবং আপনার পরিবারের প্রতি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.