![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুখের আশায় ছুটতে ছুটতে মানুষ অসুখে পড়ছে। আর আমি তখন সত্যের সন্ধানে ছুটছি।
ফোনে তুমি বললে আমায় – তোমার সময় গিয়েছে থমকে,
গগনে তোমার হর হামেশাই – কেন আজ বিজলী চমকে?
পুরনো দিনের সকল কথা- ভুলে কি গিয়েছ তুমি?
প্রেমিক ছেলেটি মরেছিল সেদিন – আর তুমি ছিলে তাঁর সেই খুনি।
অনাহারে আর নিদ্রাহীনতায় – জপেছিল তোমার নাম,
মনে করতো! দিয়েছ কি সেদিন – ছেলেটির অশ্রুর দাম?
সময়ের স্রোতে ছেলেটি তাঁর – ভুলেছে সকল শোক,
প্রকৃতি সেদিন করেছিল শপথ – তোমায় শাস্তি দেওয়া হোক।
এতদিন পর প্রকৃতির জেগেছে – পুরনো শপথের ক্রোধ,
সময়কে তোমার থমকে আর বিজলী চমকিয়ে – নিচ্ছে সে প্রতিশোধ।
#অন্তর_মাশঊদ
©somewhere in net ltd.