![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুখের আশায় ছুটতে ছুটতে মানুষ অসুখে পড়ছে। আর আমি তখন সত্যের সন্ধানে ছুটছি।
তুমি আমাকে দেখলেই বুঝতে,
এসেছি আমি আজ হেঁটে।
দুপুর গড়িয়ে বিকেল হয়েছে
পড়েনি দানা আমার পেটে।
অশ্রুসিক্ত তুমি টেনে নিয়ে যেতে,
কোন রেস্টুরেন্ট এর গেটে।
ক্ষুধার্ত আমাকে খাইয়ে তুমি,
পার্সেল বেঁধে দিতে নেটে।
আত্ম-অহংকারী আমি কিছুতেই নেবনা,
টাকা গুঁজে দিতে যখন শুন্য পকেটে।
ভালোবাসার দোহাই দিয়ে রাজী করাতে,
তোমার ঠোঁট রেখে চেপে আমার এই ঠোঁটে।
ছাত্রজীবনের দুঃসহ অভাবের কথা,
মনে পড়ছে আজ আমার খুব..
বিবাহ বার্ষিকীতে দেখি প্রিয়তমা যখন,
তোমার মমতাময়ী… এই অপরূপ চাঁদমুখ।
#অন্তর_মাশঊদ
২| ০৩ রা জুন, ২০১৫ সকাল ১১:৫৮
অন্তর মাশঊদ বলেছেন: ধন্যবাদ নয়ন ভাইয়া।
©somewhere in net ltd.
১|
০৩ রা জুন, ২০১৫ সকাল ১১:৫৪
নয়ন বিন বাহার বলেছেন: দারুন অন্তর ভাই, ভাল লাগল....................