নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্তর মাশঊদ

সুখের পিছনে ছুটতে ছুটতে মানুষ অসুখে আক্রান্ত হচ্ছে। সেখানে আমি সত্যের সন্ধানে ছুটছি

অন্তর মাশঊদ

সুখের আশায় ছুটতে ছুটতে মানুষ অসুখে পড়ছে। আর আমি তখন সত্যের সন্ধানে ছুটছি।

অন্তর মাশঊদ › বিস্তারিত পোস্টঃ

বানরের লেজ আর মানুষের বুদ্ধি

১৪ ই জুন, ২০১৫ দুপুর ১:০৯

বয়স আর বুদ্ধি দুইটা লিখতেই 'ব' লাগে। যার বেশি বয়স অভিজ্ঞতা অনুযায়ী বাস্তবিক জীবনে তার বুদ্ধি ততই বেশি।
ছোট বেলায় স্যার রুপক ছলে একটা কথা খুব বলতো,
"ছোট ছোট বানরের বড় বড় লেজ বা বড় বড় বানরের ছোট ছোট বানরের বড় বড় লেজ থাকা বড্ড বেমানান। আকার অনুযায়ী বান্দরের লেজ থাকতে হবে"!
যদি পাকনামি কথাবার্তা বলতাম তাহলে স্যার বলতো - "এই বান্দর! তোর লেজ তো পিচ্চি তাহলে বড় লেজমার্কা কথা বলিস ক্যান?"
একটা গল্প মনে পড়লো - এক পিচ্চি তার বাবার রেজার নিয়ে খেলছিলো, এটা দেখে ওর বাবা ছেলের হাত কাটার ভয়ে ধমক দিয়ে রেজার কেড়ে নিতে চাইলো । ছেলে না দিতে চাইলে থাপ্পড় মেরে কেড়ে নিলো। এরপর হতেই ছেলেটির রেজারের প্রতি খুব কিউরিয়াস। বাবার অবর্তমানে সে ওটা নিয়ে খেলা করে এবং এক পর্যায়ে বেশ বড় ধরনের কেটে যায় পিচ্চিটার।
সেই বাবাটা যদি পিচ্চিটাকে রেজার হাতে দিয়ে বুঝিয়ে বলতো, "আব্বু এটা দিয়ে খেলতে নেই। এই দেখো এখানে ব্লেড আছে। এটা হাতে লাগলে তোমার হাত কেটে যাবে। রক্ত ঝড়বে, অনেক ব্যাথা পাবে। তাহলে ছেলেটি কখনই এটা নিয়ে খেলতে যেতনা। এভাবে একটা পিচ্চি বানরের বড় লেজ গজাতোনা।
পরিবারের দিক দিয়ে কাউকে কোন অপরাধের জন্য শুরুতেই গালীগালাজ, মারধোর করতে নেই। করলে সে এই অপরাধটা অবশ্যই পুনরায় করবেই করবে।
পরিবারের পর বন্ধু-বান্ধবের উপর একটা মানুষের বেড়ে উঠা, মন মানসিকতা, চিন্তাভাবনা নির্ভর করে। পরিবারের পর একজন মানুষ বন্ধুবান্ধবের উপর নির্ভরশীল। ভালো বন্ধুবান্ধব পারে খারাপ বন্ধুকে ভালোতে পরিবর্তন করে।। এখন আপনার কোন বন্ধু যদি কোন অন্যায় বা ভুল করে। এখন আপনি তাকে বুঝানোর পরিবর্তে যদি সেই বন্ধুকে অন্যান্য বন্ধুবান্ধব মিলে রাগারাগি, বকাবকি করে নিচুপ্রকাশ করতে থাকেন। তাহলে সেটা অন্যায় ছাড়া অন্য কিছু নয়। এর ফলে সেই বন্ধুটি ভুল করে ফেললেও সেই ভুল হতে শোধারনোর জন্য আর আপনাদের সামনে আসতে পারবে না। কারন আপনারাতো তাকে আগেই নিচু প্রকাশ করেছেন, আপনাদের কাছে হতে দুরে সরিয়ে দিয়েছেন। একজন ভালো বন্ধু সবসময় বন্ধুর ভুল ত্রুটি লুকিয়ে রাখে এবং তাকে বিপদে আপদে পাশে থেকে বুঝায়।।
ঠিক তখন সেই বর্ধিত বা সংকুচিত লেজওয়ালা বন্ধুর লেজ সঠিক আকার ধারন না করে কি আর পারে?
আল্লাহ আমাদের সকলের লেজ অনুযায়ী চিন্তা ভাবনা করার তৈিফক দান করুন। আমিন।
‪#‎অন্তর_মাশঊদ‬

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.