![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুখের আশায় ছুটতে ছুটতে মানুষ অসুখে পড়ছে। আর আমি তখন সত্যের সন্ধানে ছুটছি।
সেদিন বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ঠিক আজকের মতই বাংলাদেশের কাছে নাস্তানুবুদ হয়ে হেরে যেত ভারতীয় ক্রিকেট টিম।
শুধুমাত্র ইন্ডিয়াদের সাথে আম্পায়ারের আঁতাতের ফলে আমাদের দেশ সেদিন সেমিফাইনালে উঠতে পারেনি।
যদি উঠত! আমার মনে হয়, আমাদের ফাইনালে যাওয়ার মত সামর্থ ছিলো এবং কাপ জয়ের একটা সুযোগ ছিলো।
কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের নোংরা রাজনীতির স্বীকার হয়ে সেদিন আমাদের দেশের কোটি ভক্তকে কাঁদতে হয়েছিল।
আজকে দাদাদের ঠিক আমরা আদাজল খাইয়ে ব্যাম্বু বাঁশ প্রতিদানসরূপ দিয়েছি। আমাদের ক্রিকেট টিম এখন বেশ উন্নত। বিশ্বের যেকোন দেশকে হারানো মত যোগ্যতা রাখে আমাদের দল।
আমরা চোরামী করে নয় আমাদের যোগ্যতা দিয়েই প্রতিটি ম্যাচে জয়লাভ করে থাকি। আশা করি আজকের এই শিক্ষা ভারতীয় ক্রিকেট টিম আজীবন মনে থাকবে।
অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিম। অভিনন্দন তোমাদের সবাইকে। ইনশাল্লাহ! এই জয়ের ধারাবাহিকতা তোমরা বজায় রাখবে।
১৬ কোটি বাংলাদেশী সবসময় তোমাদের সাথে আছে। তোমাদের পাশে আছে।
জয় বাংলা! জয় বাংলাদেশ ক্রিকেট টিম।
২| ১৯ শে জুন, ২০১৫ রাত ১২:২৪
প্রামানিক বলেছেন: চমৎকার কথা বলেছেন।
©somewhere in net ltd.
১|
১৯ শে জুন, ২০১৫ রাত ১২:১৭
মোহাম্মদ জামিল বলেছেন: বাম্বু ইজ অন...বাম্বু ইজ অন