নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্তর মাশঊদ

সুখের পিছনে ছুটতে ছুটতে মানুষ অসুখে আক্রান্ত হচ্ছে। সেখানে আমি সত্যের সন্ধানে ছুটছি

অন্তর মাশঊদ

সুখের আশায় ছুটতে ছুটতে মানুষ অসুখে পড়ছে। আর আমি তখন সত্যের সন্ধানে ছুটছি।

অন্তর মাশঊদ › বিস্তারিত পোস্টঃ

Clash of Clans একটি সংক্রামক ব্যাধি

২৬ শে জুন, ২০১৫ দুপুর ১:২২


এই কি কর? [বান্ধবীকে]
- COC খেলি!
এটা আবার কি?
- Clash of Clans অনেক মজার গেমস!
ওহ।

এই কি করিস? [ছোট ভাইকে]
- COC খেলি!

এই কি করিস?
- COC খেলি [বন্ধুকে]

স্যার কি করেন? [স্যারকে]
- ফ্রি আছিতো বসে বসে গেমস খেলি!
কি গেমস?
- Clash of Clans

বুঝেন অবস্থা! যাকেই জিজ্ঞেস করি একই উত্তর! খুব বিরক্ত হয়ে প্রথমজনের সরনাপন্ন হলাম। উনি আমাকে সৈন্য সামন্ত, যুদ্ধ এট্যাক, ভিলেজ সাজানো ইত্যাদি যত্ন সহকারে বুঝালেও আমি নির্বোধ কিছুই বুঝিনি। ডাউনলোড করে খেলা শুরু করলাম। যাই আপডেট করি টাইমিং উঠে এত ঘন্টা লাগবে স্বাভাবিক প্রকিয়ায় তবে Instantly করতে চাইলে এত জেমস খরচ হবে। দ্রুত গেম ওভার করার আশায় ইচ্ছেমত জেমস, সোনা, সব খরচ করলাম। শেষ মেশ আমি ফকির! মেজাজ গেলো আরও বিগড়ে কচুর গেমস। এটা মানুষ খেলে?
তবে ইনস্টল করার আগে বান্ধবীকে বলেছিলাম আমি বেশ ভালো গেমার। খুব দ্রুত এই গেমস গেম ওভার করব! সে মিটমিট করে হেসেছিলো এটা শোনার পর। তখন বুঝিনি পড়ে বুঝেছি কারন।
গুগলে সার্চ দিয়ে গেমসটার উপর বিস্তারিত রিভিউ পড়লাম। আবার গেমসটা নতুনভাবে শুরু করি এবং মজার বিষয় হলো এবার বোরিং কাটিয়ে মজা পেতে শুরু করলাম। অন্যের গ্রামে সেনাদের নিয়ে গিয়ে এট্যাক করে সোনাদানা লুট করে আনি। বাহ! কি মজা! আবার নিজের গ্রামকে ধীরে ধীরে সীমানা প্রাচীর শক্ত করে বানাচ্ছি যাতে অন্য কেউ আবার আমার গ্রামকে লুট করতে না পারে। এই হলো মুলত গেমসটার মজা। আসলে গেমসটা অনেক ধীর প্রকৃতির তবে টানটান উত্তেজনাপুর্ন। এখন বুঝছি যখনই ওদের নক করি তখনই কেন এই খেলার কথা বলতো। তারা পুরোপুরিভাবে আসক্ত! সেই সাথে আমিও আসক্ত হয়ে গেলাম গত দুদিনে।
কষ্টের বিষয় হলো নতুন আর গরীব হওয়াতে আমার গ্রামের সীমানা প্রাচীর খুব ঠুনকো। তাই এ পর্যন্ত কিছুক্ষন আগে মিলিয়ে ৭ বার ডাকাতেরা হামলা করে সোনাদানা লুট করে নিয়ে গেছে। :(
যাইহোক, আসলে এটা একটি লং প্রসেস গেমস। যার গেম ওভার নেই। হামলা পাল্টা হামলা নিয়েই এই খেলা। অনেককে শুনেছি টানা এক বছর ধরে খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে তবে বিরক্তবোধ নেই।
তাই বলতেই হচ্ছে -
Clash of Clans (COC) একটি সংক্রামক ব্যাধির নাম। যা একজনকে আক্রান্ত করলে অন্যদেরকেও করে। তাই আপনার সন্তানদের এ থেকে দূরে রাখুন।

#অন্তর_মাশঊদ

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৫ দুপুর ১:৫১

কাবিল বলেছেন:


একটা সময় ছিল রাতভর গেমস খেলতাম।
আই জি আই ওয়ান ও টু গেমসটা অভার দেয়ার পরে আর খেলি না।
৪-৫ বছর হল কোনও গেমস খেলি না, নতুন নতুন কি গেমস বেড়িয়েছে তাও জানি না।

২| ২৬ শে জুন, ২০১৫ দুপুর ১:৫৩

হাসান মাহবুব বলেছেন: আমার একসময় নেশা ছিলো Castlevill এ। অনেক কষ্টে নেশা ছাড়াইসি। এখন ভুলেও কোন নতুন গেম খেলি না।

৩| ২৬ শে জুন, ২০১৫ দুপুর ২:১০

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: Clash of Clans সত্যি বললেন ভাই। আমি তো হাটতে বসতে খাইতে ঘুমাতে গেমটি খেলি। এমনকি এই কমেন্টটি লেখার সময়ও খেলছি।। বিরাট নেশা হয়ে গেছে।।

৪| ২৬ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৩০

সুমন কর বলেছেন: আমিও সময় পেলে গেম খেলি। কারণ আমার ভাগ্নে আমার মোবাইল দিয়ে খেলে, তাই আমার মোবাইলে গেম থাকে, কি করা করা ওকে দেখাতে গিয়ে আমিও খেলি !!! Clash of Clans টাও কি নামিয়ে নেমো ???

৫| ২৬ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭

জাতির গ্রান্ডপা বলেছেন: এওই খেলেন দাদা, এইসবের চেয়ে ঢের ভাল।

৬| ২৬ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৭:১৮

সুমন কর বলেছেন: আমি ইনস্টল দিলে unable to connect with the server. ......আসে !! নেট সংযোগ ছাড়া খেলা যায় না।

৭| ২৬ শে জুন, ২০১৫ রাত ১১:৫৫

নতুন বলেছেন: আমার দুই কলিগ দেশে ছুটিতে যাবার সময় আরেক জনকে তার ফোন দিয়ে যায় Clash of Clans খেলার জন্য।

বিরাট নেশায় ধরছে সবাইরে এই গেম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.