নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আশিক। প্রচন্ড স্বপ্নবাজ একজন মানুষ। একাধারে অনেক কিছু হবার ইচ্ছে।খুব আত্মকেন্দ্রিক একজন । অনেক কথা কারো সাথে তাই বলা হয়ে ওঠেনা। তাই এখানে আসা। যা কিছু মনে আসে, তার মধ্য থেকেই সবার সাথে শেয়ার করা.. এইতো.. আর কিছু বলার নেই...

আশিক সরকার শুভ (আবীর)

আমি ছেলেটির সাথে আমার নামের কোন মিল নেই।এমনকি আমার লিখার সাথেও নেই।আমি আমার মত।আমার লিখারা তাদের মত..

আশিক সরকার শুভ (আবীর) › বিস্তারিত পোস্টঃ

ভাবনা-১

৩০ শে জুন, ২০১৮ সকাল ১১:৫৩

প্রতিটি মানুষের ছোটবেলায় অনেক সঙ্গীসাথীর তালিকা থাকে। উপড়ের তলার ফাহিম থেকে শুরু করে পাশে এলাকায় ঝুপড়ি ঘরে থাকা তাহের পর্যন্ত সে সঙ্গীসাথীর তালিকায় থেকে যায়।

মানুষ যখন কিছুটা বড় হতে শুরু করে, ধীরে ধীরে তার সঙ্গীসাথী কমে যাবার সূচনা হয়। উপড়ের তলার ফাহিমদের বাবারা হঠাতই পোস্টিং নিয়ে চলে যান রাজশাহী কিংবা রাঙ্গামাটির মত প্রত্যন্ত কোন জায়গায়। সারাদিন রোদের মাঝে ক্রিকেটখেলা পাগল পাশের ফ্লাটের সায়েমরাও হঠাত করেই বন্দী হয়ে যায় কোন এক বয়েজ হোস্টেলে । আর তাহেরদের মত রুপোর চামচ নিয়ে জন্মানো সন্তানের বাবারা পুরো পরিবার নিয়ে হুট করেই কোথায় যেন লাপাত্তা হয়ে যায়।

সঙ্গীসাথীর পুরো তালিকা থেকে নামগুলো বিয়োগ হতে শুরু করে এমনি করেই।

নিঃসঙ্গ হবার এই খেলাটি প্রতিটি মানুষের জীবনেই শুরু হয়। যে শুরুর শেষ হয় মৃত্যুর ঠিক আগ মূহুর্তে। এই ভয়াবহ খেলাটির এক পর্যায়ে প্রতিটি মানুষের পরিবারের সদস্যও হঠাত করেই জড়িয়ে যায়। একই পুতুলকে কাগজের শাড়ি পড়িয়ে জুতোর বাক্সকে বাসর ঘর বানিয়ে সকল ভাইবোন মিলে একই পুতুলকে অজস্রবার বিয়ে দেয়ার মত বাচ্চামিগুলো একটি সময়ে আর থাকে না। তার বদলে জায়গা করে নেয় যার যার সীমাহীন ব্যস্ততার একটি না এড়িয়ে যেতে পারা জগত।

চোখের সামনে বছরের পর বছর দেখা মানুষগুলো হঠাতই ঝাপসা হতে শুরু করে...

চার্লি চ্যাপলিন একটি কথা বলেছিলেন... "তুমি যদি কখনো আয়নায় সামনে দাঁড়িয়ে হাসো, সেও হাসবে। যদি কখনো কাঁদো, তবে তা দেখে সে কখনো হাসবেনা.. সেও কাঁদবে"।

আমরা সবাই একাই আসি পৃথিবীতে... একাই থাকি.. একটি সময়ে একা একাই ধুম করে চলে যাই। মাঝখানে যাদের সাথে দেখা হয়, তারাও প্রত্যেকে একা। কেউ বুঝতে পারে.. কেউ পারে না...

যারা পারেনা, তারা শুধুমাত্র মাথার চুল ঠিকঠাক আছে কিনা দেখার জন্যেই কেবল আয়নার সামনে দাঁড়িয়েছে। কান্না করার সময়ে কখনো দাড়ায়নি, যতদিনে নিঃসঙ্গ হবার ভয়াবহ খেলাটির সে একজন বড় রকমের শিকার.....

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৮ দুপুর ১২:০০

কৃষ্ণ কমল দাস বলেছেন: এর থেকে মুক্তির কোন উপাই ?

২| ৩০ শে জুন, ২০১৮ দুপুর ১২:০৪

লিট্রিমিসটিক বলেছেন: কিছু নিয়েও আসিনি; কিছু নিয়েও যাবনা। এই দুই এর মাঝখানে শুধুই মায়া.।।

৩| ৩০ শে জুন, ২০১৮ দুপুর ১২:১১

সিগন্যাস বলেছেন: কেউ এইসব বিষয় নিয়ে ভাবে না
আফসোস

৪| ৩০ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪২

রাজীব নুর বলেছেন: ছোটবেলার বন্ধু বান্ধব এর নাম ঠিকামা চেহারা কিছুই মনে নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.