নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীল পথিকের ব্লগ।

হঠাৎ নীল পথিকের ব্লগে।

ব্লগার পথিক

আমি বিখ্যাত কেউ নই তাই আমার সম্পর্কে লিখার প্রয়োজন মনে করিনা। সামহোয়্যার ইন ব্লগে আসার প্রায় ১বছর আগে আমার লিখালিখির জীবন শুরু। এর আগে আমি অন্যান্য ব্লগে নিয়মিত লেখালেখি করতাম।এখন একটা দৈনিক পত্রিকায় জেলা প্রতিনিধি আশা করি লেখনি জীবন সম্পর্কে আপনাদের পুরোপুরি ধারনা হয়ে গেছে।যদি না হয়ে থাকে, ছেড়ে দিন না, আমি তো আছিই আমার লেখালেখির মাধ্যমেই দেশটাকে আপনাদের কাছে তুলে ধরবো,no tension আমি তো আছিই।আমি ব্লগার নীল পথিক :-)।

ব্লগার পথিক › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন বাঙ্গালীরাই করতে পারে....

৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৩৯

কিছুদিন আগে আরিফ ভাইয়ের একটা পোস্ট দেখেছিলাম, যা কিছুটা ঠিক এরকম,
একবার তিনি কোন কারনে একটা ব্রীজের নিচে উঁকি দিয়েছিলেন,সাথে সাথে সেখানে মানুষের ভীড় জমে গেল।
কাহিনী কি?
কেউ কেউ তো বলা ই শুরু করে দিসে যে ব্রীজের
নিচে কি জানি দেখা যাইতাসে.....অবাক!

এরপর আসেন বাকি কথায়.....
আমরা মানে
বাঙ্গালীরা আসলেই ফলোয়ার....

যদি দেখি কেউ কিছু একটা করা শুরু করসে....
আমাদের তখন সেটাই করতে ইচ্ছা করে....
আমাদের আসলে ক্রিয়েটিভিটি আছে কিন্তু কাজে লাগাইনা,..
কারন আমরা আরামপ্রিয় জাতি.....
আলস্যই আমাদের সঙ্গী....

কাল যদি আপনি একটা অনাথ শিশুকে স্কুলে ভর্তি করে দেন
তাহলে আপনার নামে হৈ হৈ রব পড়ে যাবে,,
আপনার যদি কোন প্রতিদ্বন্দ্বী থাকে তাহলে সে দুটো অনাথ শিশুকে এনে ভর্তি করবে....

আপনাদের দেখায় তখন আরেকজন কেউ এগিয়ে আসবে....
এভাবে আস্তে আস্তে দেখা যাবে যে এটা একটা চ্যালেন্জ হয়ে দাড়িয়েছে.....
ইউরোপে শুরু হয়েছিল Ice bucket challenge,
এশিয়াতে এসে দাড়িয়েছিল Rice bucket challenge.
আর ইউক্রেনে তো trash bucket challenge,

চলুন আমরাও না হয় আরেকটা শুরু করি Orphan school challenge.....

হয়তো দেশে সত্যিই কোনো অশিক্ষিত থাকবেনা....
করেই দেখুননা........।



নীল পথিক।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.