![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বিখ্যাত কেউ নই তাই আমার সম্পর্কে লিখার প্রয়োজন মনে করিনা। সামহোয়্যার ইন ব্লগে আসার প্রায় ১বছর আগে আমার লিখালিখির জীবন শুরু। এর আগে আমি অন্যান্য ব্লগে নিয়মিত লেখালেখি করতাম।এখন একটা দৈনিক পত্রিকায় জেলা প্রতিনিধি আশা করি লেখনি জীবন সম্পর্কে আপনাদের পুরোপুরি ধারনা হয়ে গেছে।যদি না হয়ে থাকে, ছেড়ে দিন না, আমি তো আছিই আমার লেখালেখির মাধ্যমেই দেশটাকে আপনাদের কাছে তুলে ধরবো,no tension আমি তো আছিই।আমি ব্লগার নীল পথিক :-)।
বিদ্যুৎ বিহীন"
নীল পথিক।
"একটি বিদ্যুৎ তুমি ঘুমন্ত জনতার
সারা দেশের বিস্ময় তুমি জাতির
অহংকার"
"বিদ্যুৎ তুমি মোরে করিয়াছ নাদান
সারাদেশে লোডশেডিং দিয়া মোদের
দিয়াছ ডিজিটাল সম্মান"
"বিদ্যুৎ তুমি কার ঘরে আলো জ্বালো
তার ঘর কি আমার চেয়ে ভালো"?
"একেলা প্রহর কাটেনা আর, বিদ্যুৎ
তোমার অপেক্ষায়।
অভিমানী বিদ্যুৎ তুমি, রয়েছো কোন দূর
অজানায়"
©somewhere in net ltd.