![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বিখ্যাত কেউ নই তাই আমার সম্পর্কে লিখার প্রয়োজন মনে করিনা। সামহোয়্যার ইন ব্লগে আসার প্রায় ১বছর আগে আমার লিখালিখির জীবন শুরু। এর আগে আমি অন্যান্য ব্লগে নিয়মিত লেখালেখি করতাম।এখন একটা দৈনিক পত্রিকায় জেলা প্রতিনিধি আশা করি লেখনি জীবন সম্পর্কে আপনাদের পুরোপুরি ধারনা হয়ে গেছে।যদি না হয়ে থাকে, ছেড়ে দিন না, আমি তো আছিই আমার লেখালেখির মাধ্যমেই দেশটাকে আপনাদের কাছে তুলে ধরবো,no tension আমি তো আছিই।আমি ব্লগার নীল পথিক :-)।
কিছুটা সময় এই তোমার জন্য ভাসাবো,স্রোত যদি কোথাও গিয়ে থামে,তাহলে আমিও থেমে যাবো।হঠাৎ ই এসেছিলাম এই জনসমুদ্র তীরে , আবার হয়তো আমার নৌকাডুবির পর্বেও আমি বাঁচার জন্য হাহাকার করবো.......
সেই শব্দ মিলিয়ে যাবে তীরে আছরে পড়া হাজারো স্রোতের চিৎকারে।
আমার পথ চেয়ে যদি অপেক্ষার যাত্রীরা বসে থাকে, তো তাদের হয়তো এই অপেক্ষার প্রহর অন্য মাঝীর নৌকায় পা রাখবে....
আমি এখনো মহাকালের কর্ণে একটি ক্ষীন কন্ঠ হয়ে আছি,,নিজের শব্দ নিজেকেই ধিক্কার জানায় কখনো কখনো,
আমি স্রোতের বিপরীতে ভেসে চলা একটি পাতার টুকরো.....
জীবন মানেই ঝড়-ঝাপটায়, লন্ড-ভন্ড কিছু সময়কাল.....
কিন্তু তারপরও পরিতাপের কিছুই নেই......
এরপরও কিছু সময় আসে জীবনপ্রবাহ কে ক্যামেরায় ফ্রেমের মাঝে বন্দী করে রাখার মত.....
সেই সময়টার অপেক্ষার প্রহর গুণতে শুরু করেছি.....
...
রাজপথে যদি কখনো কোনো দুপুরে ক্লান্ত হয়ে রক্তিম কৃষ্ণচূড়ার ছায়ায় শুয়ে পড়ি....
আমাকে উঠিয়ে নেয়ার জন্য কোনো পথিক দাড়াবেনা...
আমি ই হেঁটে যাবো জীবন পথে বাকিটা পথ.....
-
©somewhere in net ltd.