![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বিখ্যাত কেউ নই তাই আমার সম্পর্কে লিখার প্রয়োজন মনে করিনা। সামহোয়্যার ইন ব্লগে আসার প্রায় ১বছর আগে আমার লিখালিখির জীবন শুরু। এর আগে আমি অন্যান্য ব্লগে নিয়মিত লেখালেখি করতাম।এখন একটা দৈনিক পত্রিকায় জেলা প্রতিনিধি আশা করি লেখনি জীবন সম্পর্কে আপনাদের পুরোপুরি ধারনা হয়ে গেছে।যদি না হয়ে থাকে, ছেড়ে দিন না, আমি তো আছিই আমার লেখালেখির মাধ্যমেই দেশটাকে আপনাদের কাছে তুলে ধরবো,no tension আমি তো আছিই।আমি ব্লগার নীল পথিক :-)।
খবর আসে....
খবর আসে ইথারের তারে ভেসে ভেসে
টিভির পর্দায় ভেসে ওঠে লাশের ছবি
নদীতে ভাসছে লাশ যেন "৭১" এর প্রতিচ্ছবি।
খবর আসে......
খবর আসে,বড় জ্বালাময়ী সে খবর
শোনা যায় চারিদিকে শকুনের হুল্লোড়
পিলে চমকানো অট্টহাসি হাসে ওরা
ব্যবচ্ছেদ করে তখনো রক্তে চুপচুপ মড়া।
আজ ধর্ম কোথায়? নৈতিকতাকে তো দেখিনা
সত্যতাও তো মরে গেছে,। আর ভালোবাসা?
ভালোবাসা আজ রক্তাক্ত, মূমুর্ষ, মানুষরূপী
ঐ শকুনদের খাবলায়! সত্যতাকে করেছে ওরা গুম!
মনুষ্যত্বকে গুড়ো গুড়ো করেছে এটম বোমারর আঘাতে!!
ধর্মকে জিম্মি করেছে চাইনিজ রাইফেলের নলের মুখে..!!!
আজ কি দেখছি প্রথম প্রহরে
বাবা-মায়ের অকৃত্রিম ভালোবাসা! ভাইয়ের স্নেহ সেখানের করেছে ওরা ছুরিকাঘাত,ছেলের হাতে বাবা খুন,বাবার হাতে ছেলে খুন
মায়ের বিষ খেয়ে আত্মহত্যা!!!!
তাহলে?
সভ্যতা আজ কোথায়?
সবাই বলে,এগিয়ে যাচ্ছে সভ্যতা,সংস্কৃতি
আমি তো তা দেখিনা--
আমি তো দেখি সভ্যতা পিছিয়ে গেছে অনেক
এক যুগ এক শতাব্দী নয়,লক্ষ শতাব্দী আগে
সম্ভ্রমহীন,নগ্নতার আদিম যুগেরও অনেক আগে
ম্যমথ, ক্রোমাগনন,ডাইনোসোর তাদেরও আগে
'আইয়্যামে জাহিলিয়া' হার মেনেছে আজকের সভ্যতার প্রহরে
খবর আসে.......
খবর আসে, বড় জ্বালাময়ী সে খবর,
চারিদিকে শোনা যায় শকুনের হুল্লোড়।
২| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪০
সুমন কর বলেছেন: প্রথমটুকু বেশ।
৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৫
ব্লগার পথিক বলেছেন: ধন্যবাদ পরিবেশ বন্ধু
৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৬
ব্লগার পথিক বলেছেন: শেষটুকু কি খারাপ লেগেছে.....?? সুমন
©somewhere in net ltd.
১|
০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২০
পরিবেশ বন্ধু বলেছেন: কবিতায় ভাললাগা +