নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীল পথিকের ব্লগ।

হঠাৎ নীল পথিকের ব্লগে।

ব্লগার পথিক

আমি বিখ্যাত কেউ নই তাই আমার সম্পর্কে লিখার প্রয়োজন মনে করিনা। সামহোয়্যার ইন ব্লগে আসার প্রায় ১বছর আগে আমার লিখালিখির জীবন শুরু। এর আগে আমি অন্যান্য ব্লগে নিয়মিত লেখালেখি করতাম।এখন একটা দৈনিক পত্রিকায় জেলা প্রতিনিধি আশা করি লেখনি জীবন সম্পর্কে আপনাদের পুরোপুরি ধারনা হয়ে গেছে।যদি না হয়ে থাকে, ছেড়ে দিন না, আমি তো আছিই আমার লেখালেখির মাধ্যমেই দেশটাকে আপনাদের কাছে তুলে ধরবো,no tension আমি তো আছিই।আমি ব্লগার নীল পথিক :-)।

ব্লগার পথিক › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষার রজনী

১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩৬

উঠোনে পড়ে থাকা উনুনে,
রোদ এসে হেসে যায়,
নিয়ে নেয় আশ্রয়।
বারান্দায়
খেলতে থাকা রোদে বসে,
মেহেদীর আলপনা আঁকা হাতে,
হাতটা আপন মনেই খুঁজতে যায়
তোমাকে।
ঘন মেঘকালো চুলের ঘ্রাণ নিয়েই
বিকেল কেটে যাবে।
দুজনে মিলে চড়ুইভাতি খেলতে গিয়েই,
কাছে আসবো দুজনে।
তোমার ঠোঁটের উপর
জমে থাকা বিন্দু বিন্দু ঘামে,
লুকিয়ে থাকে আমার সুখগুলো।।
শরীরের প্রতিটি শিরায়
বয়ে চলা গানগুলো শুনতে চাইলে,
কান পাতো বুকে, শুনতে পাবে বহু
গভীর থেকে ভেসে আসা,
অনেক ভোরের গান।
অন্ধকার নামবে তবু হবেনা আধাঁর,
ভয় পাবেনা তুমি,
তোমার প্রতিটা লোমকুপে সাহস
হয়ে থাকবে আমার কল্পনাগুলো।
ছদ্মবেশে পাখি হবো,
ঘুড়ি হবো, উড়বো আকাশে।
ঠোঁট ফুলিয়ে অভিমান করবে তুমি,
মান ভাঙ্গাবো আনকোরা গল্প
শুনিয়ে।
তোমার কল্পনার রাজ্যে, মনের
বাড়িতে পৌঁছে যাবো,
সেখানে হাতে হাত রেখে চাঁদ
উঠবে আকাশে,
আমার
কাধে মাথা রেখে তুমি দেখবে জোছনা,
আমরা দুজন করবো জোছনাস্নান।
পাতার ভেলায়
চড়ে উড়ে যাবো দুজন ,
শুধু আমি আর তুমি থাকবো সেই রাতে,
গল্পের আদেশে হবো দুজন পাখি।
অধীর
আগ্রহে আমি অপেক্ষা করছি সেই
রাতের জন্য।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩৮

কারুিণক বলেছেন: ধীর
আগ্রহে আমি অপেক্ষা করছি সেই
রাতের জন্য।

২| ১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১০

নিলু বলেছেন: অনেক ভালো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.