![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বিখ্যাত কেউ নই তাই আমার সম্পর্কে লিখার প্রয়োজন মনে করিনা। সামহোয়্যার ইন ব্লগে আসার প্রায় ১বছর আগে আমার লিখালিখির জীবন শুরু। এর আগে আমি অন্যান্য ব্লগে নিয়মিত লেখালেখি করতাম।এখন একটা দৈনিক পত্রিকায় জেলা প্রতিনিধি আশা করি লেখনি জীবন সম্পর্কে আপনাদের পুরোপুরি ধারনা হয়ে গেছে।যদি না হয়ে থাকে, ছেড়ে দিন না, আমি তো আছিই আমার লেখালেখির মাধ্যমেই দেশটাকে আপনাদের কাছে তুলে ধরবো,no tension আমি তো আছিই।আমি ব্লগার নীল পথিক :-)।
হবি কি আমার,
স্বপ্নছেড়া কোনো গাঙচিল,
হবি কি আমার,
রোদেগরমে তৃষ্ণা মেটা ঝিল।
হবি কি আমার,
অপেক্ষার প্রহরে হালকা একটু বিষাদ,
হবি কি আমার,
কথার বেড়িতে জরিয়ে পড়া বিবাদ।
অথবা আমার,
রংমহলের মিশিয়ে দেয়া নেশায়,
নতুবা হবি,
যাত্রী অামার স্রোতোবহা নৌকায়।
হবি কি তুই,
মূহুর্তগুলো ছন্দময় গান।
হবি কি তুই,
শব্দজালে একটি মায়াময় টান।
হবি কি আমার,
ছেঁড়া ডায়েরীর অপ্সরী চরিত্র,
হবি কি তুই,
আমার জন্য আমার ধরিত্র।
হবি কি আমার,
বিশাল সমুদ্রে প্রশান্তি ঘেরা দ্বীপ,
হবি কি তুই,
আলোর বিপরীতে জ্বলে ওঠা প্রদীপ।
আমার সকল ইচ্ছে গুলো
তোর মাঝেই বাঁধা,
তোর মাঝেই হারিয়ে খুঁজি,
আমার জীবন ধাঁধা।
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৬
ব্লগার পথিক বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৩ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫৪
বাড্ডা ঢাকা বলেছেন: আমার সকল ইচ্ছে গুলো
তোর মাঝেই বাঁধা,
তোর মাঝেই হারিয়ে খুঁজি,
আমার জীবন ধাঁধা
অনেক সুন্দর লাগলো পড়ে