![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বিখ্যাত কেউ নই তাই আমার সম্পর্কে লিখার প্রয়োজন মনে করিনা। সামহোয়্যার ইন ব্লগে আসার প্রায় ১বছর আগে আমার লিখালিখির জীবন শুরু। এর আগে আমি অন্যান্য ব্লগে নিয়মিত লেখালেখি করতাম।এখন একটা দৈনিক পত্রিকায় জেলা প্রতিনিধি আশা করি লেখনি জীবন সম্পর্কে আপনাদের পুরোপুরি ধারনা হয়ে গেছে।যদি না হয়ে থাকে, ছেড়ে দিন না, আমি তো আছিই আমার লেখালেখির মাধ্যমেই দেশটাকে আপনাদের কাছে তুলে ধরবো,no tension আমি তো আছিই।আমি ব্লগার নীল পথিক :-)।
হঠাৎ করে পথের মাঝে,
রুদ্রছায়ার হলদে সাজে,
ঝরা ঘাম মুছে দিও,
একটুখানি যত্ন নিও।
কুয়াশার হালকা আলোয়,
কম্পিত স্নিগ্ধ সময়...
লাল চাদরে জড়িয়ে দিও
একটু খানি যত্ন নিও।
নামলে বর্ষা একটুখানি,
সিক্ত চুলের ঝরা পানি,
আঁচল দিয়ে মুছে দিও,
একটু খানি যত্ন নিও।
ট্রাফিকজ্যামে আটকে পড়া,
সন্ধ্যায় ঘরে ফেরা,
সময়গুলোর হিসাব নিও...
একটুখানি সঙ্গ দিও।
শহরের নীলচে আলোয়,
ছাদের কোণে হালকা হাওয়ায়,
সময়গুলোর সঙ্গ দিও,
একটুখানি যত্ন নিও।
শুকনোপাতার শিশির সাজে,
নীল পথিকের পথের মাঝে..
ভালোবাসা ছড়িয়ে দিও,
একটুখানি যত্ন নিও।
এক টুকরো মেঘের সাজে,
গৌধুলীর লগ্ন মাঝে,
নিজেকে রাঙিয়ে নিও,
একটুখানি সময় দিও।
খামখেয়ালী প্রেমের ছায়ায়,
চন্দ্রীমার নীলচে মায়ায়,
একটুখানি পাশে এসো.....
সারাটিক্ষণ ভালোবেসো।
২| ২৩ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০৩
সোহেল আহমেদ পরান বলেছেন: সুন্দর ।।
অনেক ভালো লাগলো
৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৫
ব্লগার পথিক বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৭
নিলু বলেছেন: ভালো , লিখে যান