নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীল পথিকের ব্লগ।

হঠাৎ নীল পথিকের ব্লগে।

ব্লগার পথিক

আমি বিখ্যাত কেউ নই তাই আমার সম্পর্কে লিখার প্রয়োজন মনে করিনা। সামহোয়্যার ইন ব্লগে আসার প্রায় ১বছর আগে আমার লিখালিখির জীবন শুরু। এর আগে আমি অন্যান্য ব্লগে নিয়মিত লেখালেখি করতাম।এখন একটা দৈনিক পত্রিকায় জেলা প্রতিনিধি আশা করি লেখনি জীবন সম্পর্কে আপনাদের পুরোপুরি ধারনা হয়ে গেছে।যদি না হয়ে থাকে, ছেড়ে দিন না, আমি তো আছিই আমার লেখালেখির মাধ্যমেই দেশটাকে আপনাদের কাছে তুলে ধরবো,no tension আমি তো আছিই।আমি ব্লগার নীল পথিক :-)।

ব্লগার পথিক › বিস্তারিত পোস্টঃ

সমাজ আমাকে যেভাবে চায়।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৩

বাসার সবাই চায় আমি বিসিএসদিয়ে প্রশাসনে যাই। কিন্তু কেও চায়না আমি সরকারের চামচামী করি।

আমার বন্ধুরা চায়আমি লেখাপড়া করে নিজের জীবনগড়ে দেশকে সাহায্য করি। কিন্তু কেওচায় না আমি রাজনীতি করি।

আমার এলাকাবাসী চায় যে আমি ভদ্রছেলে হিসেবে সারা জীবনবেচে থাকি। কিন্তু কেও চায়না এলাকায় অভদ্রেরবিরুদ্ধে মাথা তুলে দাড়াই।

আমার দেশের সরকার চায়আমি অন্যায়ের বিরুদ্ধে অবস্থান করি,কিন্তু তিনি চান না আমি তাদেরদুর্নীতি ও অন্যায়েরবিরুদ্ধে কথা বলি।

প্রশাসন চায়আমি তাদেরকে অপরাধী ধরতে সাহায্যকরি, কিন্তু চায় না আমি তাদেরআপরাধী ধরে ছেড়ে দেয়ারবিরুদ্ধে প্রতিবাদ করি।

প্রিন্সিপাল স্যার চান যে আমি ফুলস্পিডে মোটর সাইকেলচালিয়ে ক্যাম্পাসে না ঢুকি, কিন্তুতিনি চান না যে ফুলস্পিডে মোটরসাইকেলনিয়ে ক্যাম্পাসে ঢোকা কাউকে বাধা দেই।

কলেজের বড় ভাই চান যে আমি তারনীতি কথার পক্ষে থাকি, কিন্তুতিনি চান না যে আমি তার অনৈতিককথার বিপক্ষে থাকি।
ব্যাপারগুলা কেমন আত্মবিরোধী !

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১২

আজমান আন্দালিব বলেছেন: এই বৈপরীত্য আছে বলেই পৃথিবী এত ঘটনা, দুর্ঘটনায় পরিপূর্ণ। কেউ বৈপরীত্য ভাঙতে চায় আর কেউ জিইয়ে রাখতে চায়। প্রতিটি মানুষের মনই বৈপরীত্য ধারণ করে। ধরুন, আপনি ১ লক্ষ টাকা কুড়িয়ে পেয়েছেন। কেউ দেখেনি। এক মন বলবে রেখে দেই, আরেক মন বলবে দিয়ে দেই। এক মন অন্যায় করবে আরেক মন প্রতিরোধ করবে।

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৪

ব্লগার পথিক বলেছেন: ভালো বলেছেন।মন্তব্য করার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.