নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীল পথিকের ব্লগ।

হঠাৎ নীল পথিকের ব্লগে।

ব্লগার পথিক

আমি বিখ্যাত কেউ নই তাই আমার সম্পর্কে লিখার প্রয়োজন মনে করিনা। সামহোয়্যার ইন ব্লগে আসার প্রায় ১বছর আগে আমার লিখালিখির জীবন শুরু। এর আগে আমি অন্যান্য ব্লগে নিয়মিত লেখালেখি করতাম।এখন একটা দৈনিক পত্রিকায় জেলা প্রতিনিধি আশা করি লেখনি জীবন সম্পর্কে আপনাদের পুরোপুরি ধারনা হয়ে গেছে।যদি না হয়ে থাকে, ছেড়ে দিন না, আমি তো আছিই আমার লেখালেখির মাধ্যমেই দেশটাকে আপনাদের কাছে তুলে ধরবো,no tension আমি তো আছিই।আমি ব্লগার নীল পথিক :-)।

ব্লগার পথিক › বিস্তারিত পোস্টঃ

এক হওয়ার আহবান ।

২৭ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩

কলকাতার বিখ্যাত সেলিেব্রটিরা বাংলাদেশকে বিভিন্ন ভাবে রীতিমত ছোট করে চলেছে। তাদের পেইজ থেকে বিভিন্ন ভাবে গালি দিয়ে... বাঙালীদের ছোট করছেন। অপমান করছে....,কিন্তু এদের বিরূদ্ধে কোন ব্যবস্থাই নেওয়া হচ্ছেনা, হবে কিভাবে? এদের অধিকাংশ ফ্যানই তো বাংলাদেশী।
এদিকে আমাদের জয়া আহসান আপু ইন্ডিয়াকে সাপোর্ট করে নিজের স্বার্থ রক্ষা করে চলেছেন, একজন কুলাঙ্গার বাঙালী হয়ে উনি ইন্ডিয়াকে সাপোর্ট করছেন, তাতেও আমাদের কিছু আসে যায় না।
না ইন্ডিয়াকে সাপোর্ট করা ভুল কিছু নয়। তবে যখন তা পাবলিশ করে বাঙালীদের অপমান করা হয়,সেটাই ভুলের।

কস্ট হয় যখন দেখি,বিশ্বের বিখ্যাত খেলোয়াররা আম্পায়ারের ভুল সিদ্বান্তের বিরোধিতা করে,কিন্তু একজন বাঙ্গালী হয়ে জয়া আহসানের মত কুলাঙ্গাররা ভারতীয় চলচিত্রে কাজ করার দরূন তাদের পক্ষেই সাফাই গায়।
সারা বিশ্ব এই খেলা দেখেছে। কিভাবে বাংলাদেশকে চিপায় ফেলে তাদেরকে হারতে বাধ্য করেছে। তারপরেও রুপম,প্রসেন্জিতরা তাদের বুলি আওড়িয়ে যায়। থেমে নেই জয়া ও।
আমরা তো শুধু জয়ার বুলিই শুনতে পেলাম,কারণ সে একজন তারকা। কিন্তু এমন কোটি বাঙালীর ভেতরে আরো কিছু কুলাঙ্গারও রয়েছে। এরা ও মাঝেমধ্যে ফেসবুকে পোস্ট দিয়ে একটু-আধটু বাঙালীদের কে গালি দিয়ে নিজেদের বংশ পরিচয় প্রকাশ করে। না এরাও বাঙালী,তবে বাংলাদেশী নয়।
আমরাইতো এদের সাপোর্ট দেই,
না মুখে বলি না।

এদেরকে শক্তভাবে প্রতিরোধ করার মত কি কেউ নেই???
ইন্ডিয়ার বিপক্ষে কথা বললেই তো মনে করে নিশ্চয়ই পাকিস্তানের পক্ষেই হবে। তার মানে রাজাকার। তাই বলার মতও কেউ নেই। কিন্তু এখন সময় এসেছে। এখন ইন্ডিয়ানরাই আমাদের সাথে শত্রুতা শুরু করেছে। এখন কারো পক্ষে কথা বলার সময় নয়। আগে নিজেদের সম্মান রক্ষা করুন,নিজেদের প্রতিরোধ দেয়াল গড়ে তুলুন। আজ পর্যন্ত বাঙালীরা এক হততে পারলোনা।

একটা জিনিস লক্ষ্য করুন, বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ার যেইদিন একসাথে ভালো খেলে সেইদিন বাংলাদেশ জিতে। কেউ হয়তো ২০-২৫ রানের বেশি করতেই পারেনা,কিন্তু সবাই যখন ২০-২৫ রান করে ওইদিন তাদেরকে ঠেকানো দায়।
কথা বলেই একহতে পারি আমরা সবাই,তাই সবাইকে আগে এক করুন।
অনলাইনে নয় শুধু অফলাইনেও নিজেদের শক্ত অবস্থান গড়ে তুলুন।

অামি মাঝেমধ্যে বলি,বাঙ্গালীরা একাই একশ,কিন্তু একশজন মিলে এক হতে পারেনা। ৭১ এর দিকে লক্ষ্য করুন,৭৫ % একছিল, কিন্তু ২৫% এর বিরোধিতা করেছে। তাই আমাদের ৩০ লক্ষ প্রাণ দিতে হয়েছে।
তাই এবার আর ভুল করবোনা,দাদার শত্রুদের দাদারাই মেরেছে। বাবার শত্রুদের আমাদের বাবারাই প্রতিশোধ নিয়েছে। আমাদের শত্রুদের বিষদাঁত আমরাই ভাঙবো।

আয় শালা,গায়ে শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত তোদের প্রতিটি কথার জবাব দেব। প্রতিটি শোধ এক এক করে তুলবো। মৃত্যু এলেও মাথা নোয়াবোনা।। মনো রাখিস,আমরা শুধুই বাঙালী নই, বাংলাদেশিও বটে.....

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কুকুরের কাজ ককুর করেছে
কামড় দিয়েছে পায়
তাই বলে কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায় ----------

সব ঠিক হয়ে যাবে, নো টেনশন -----

৩১ শে মার্চ, ২০১৫ রাত ৯:৫০

ব্লগার পথিক বলেছেন: কুকুর কামড়ালে কুকুরকে ছেড়ে দেওয়া উচিৎ না,তাতে পরবর্তী কামড়টা আপনার পায়ে না পড়লেও অন্য কারো পায়ে পড়বে।
ওরা কুকুর না,কুকুর বললে কুকুরজাতীর অপমান হবে।

২| ২৭ শে মার্চ, ২০১৫ রাত ৮:৩৪

মতিউর রহমান মিঠু বলেছেন: ''যেমন কুকুর তেমন মুগুর'' লাগবে, চলেন আমি আছি আপনার সাথে। বিনা যুদ্ধে নাহি দেব.....................

৩১ শে মার্চ, ২০১৫ রাত ৯:৫২

ব্লগার পথিক বলেছেন: প্রেরণা পেলাম, বৈকি শক্তি পেলাম না।ভাবতেছি অফলাইনে লিফলেট বিতরণ করবো....

৩| ১৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:২০

রোদেলা বলেছেন: সবাই সত্যিটা এক সময় বুঝে ফেলবে ,যুদ্ধ চাই না ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.