![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বিখ্যাত কেউ নই তাই আমার সম্পর্কে লিখার প্রয়োজন মনে করিনা। সামহোয়্যার ইন ব্লগে আসার প্রায় ১বছর আগে আমার লিখালিখির জীবন শুরু। এর আগে আমি অন্যান্য ব্লগে নিয়মিত লেখালেখি করতাম।এখন একটা দৈনিক পত্রিকায় জেলা প্রতিনিধি আশা করি লেখনি জীবন সম্পর্কে আপনাদের পুরোপুরি ধারনা হয়ে গেছে।যদি না হয়ে থাকে, ছেড়ে দিন না, আমি তো আছিই আমার লেখালেখির মাধ্যমেই দেশটাকে আপনাদের কাছে তুলে ধরবো,no tension আমি তো আছিই।আমি ব্লগার নীল পথিক :-)।
আমি রক্তপিশাচ,সভ্য পিশাচ
অসভ্যতার রক্ত চুষি,
আমি ঢেউয়ের তালে,গগনতলে
বজ্রপাতেরর অংক কষি।
আমি কালবোশেখির কালো দেয়ায়,
বৃক্ষাগ্র মাড়িয়ে চলি,
আমার শিখর হতে শেকড় তলে,
রক্তজলে মাতে হোলি।
আমি রবীন্দ্র নই,নজরুল নই
নইতো আমি সত্যজিৎ,
আমি মহান থেকেও মহানতর
বিশাল আমার কাব্যপীট।
বাম হাতে মোর দামামা বাজাই
ডান হাতেতে কাব্য সাজাই,
ঘরকুনো এক ডিনামাইট হয়ে,
বিশালদেহী পাহাড় ঝাঁঝাই।
অামি সূর্যস্নানে, তপ্ত বার্নে
বরফ গলে অগ্নি হই,
আমি অশ্বারোহী বীরের বেশে
চন্দ্রালোকের সঙ্গী হই।
আমি অসভ্যতার রক্ত চুষে
সভ্যপথের মশাল হই,
পদতলে মোর তপ্তমরু
ভীতুর বেশে ক্ষান্ত নই।
আমি ধরণী-মাতার অাশীর্বাদী
সূর্যালোকে তপ্ত বীর,
চাঁদের পাহাড় হাতের মুঠোয়,
রক্ত-শিরায়, উর্দ্ধশির।
অন্তিম অামি ধরণী তলে
অগ্নিদাহে শীতল হই,
হিমালয়ের বরফ গলে,
জ্বলন্তশিখার বাহক হই।
আমি সূর্যাস্তে তাকিয়ে দেখি
নতুনত্বের আহবান,
আমি আঘাত হানি মেঘনীলে
বৃষ্টিধারার জয়গান।
আমিই গড়ি,ভেঙ্গে-চূড়ে
মানবতার ইতিহাস,
আমার আমিত্বে, আমি চিরকাল
ফেলবোনা কভু দীর্ঘশ্বাস।
©somewhere in net ltd.