নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওয়েব ব্লগ

আপনার প্রতিভা তুলে ধরার এ এক অনন্য মাধ্যম।

ব্লগার সুফি

ব্লগিং করাই আমার সখ।

ব্লগার সুফি › বিস্তারিত পোস্টঃ

3D অ্যানিমেশন মুভি তৈরি খুব সহজে

১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৫

অ্যানিমেশন মুভি তৈরি করতে চান ? গ্রাফিক্স ডিজাইন পারেন না ? তাহলে কি করে সম্ভব !



এবার সম্ভব !! যদি আগের প্রশ্ন গুলোর উত্তর হ্যাঁ হয় তাহলে এই টিউনটি আপনার জন্যই । আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব এমন একটি সফটওয়্যার এর যার মাধ্যমে



কোন স্কিল ছাড়াই বানাত পারবেন অ্যানিমেশন মুভি । সহজ ইন্টারফেস দিয়ে তৈরি সফটওয়্যার টি সবার সহজে বোঝার মত ।



সফটওয়্যারটির নামঃ মুভিজু



সফটওয়্যার টি সম্পূর্ণ বিনামূল্যে অর্থাৎ ওপেন সোর্স ।

ডাউনলোড করুন



ডাউনলোড করতে , ওদের সাইট এ রেজিস্টার করে নিতে হবে।



অন্যান্য সফটওয়্যার এর মতই ইন্সটল করুন । এই সফটওয়্যার ব্যাবহারে কয়েকটি এক্সট্রা সফটওয়্যার লাগে। নিচের স্ক্রীন শটের মত আসবে ,



যদি সফটওয়্যার গুলো পিসি তে আগে থেকে না থাকে । টিক চিনহ দিয়ে ইন্সটল করে নিন ।



Download



ফিনিশ বাটন দিলেই হয়ে গেল । :)



অনেকেরই অভিযোগ থাকে তাদের কম্পিউটারে মুভিজু ইন্সটল দিলে নিচের মত এরর আসে।



এটার মুল কারণ আপনার গ্রাফিক্স কার্ড টি ভাল মানের হতে হবে। প্রসেসর স্পীড ভাল থাকতে হবে ( 2-3 GHz ) । র‍্যাম থাকা উচিত কম পক্ষে 2 GB ।



ইন্সটল শেষ হলে এরকম একটা আইকন দেখতে পাবেনঃ

এটাতে ক্লিক করলেই সফটওয়্যারটি ওপেন হবে ।



ছবিসহ পুরো টিউন

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

সত্যযুগের মানুষ বলেছেন: দেখবো সময় করে। ধন্যবাদ।

২| ১৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

তুষার মানব বলেছেন: কাজের পোস্ট ।

৩| ১৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

তুষার মানব বলেছেন: কাজের পোস্ট

৪| ১৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

িসয়াদ বস বলেছেন: ও আচ্ছা, লাইফ অফ পাই তাইলে আপনিই বানাইছেন? B:-)

৫| ১৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

িসয়াদ বস বলেছেন: ও আচ্ছা ,লাইফ অফ পাই তাইলে আপনিই বানাইছেন ?? B:-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.