নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রযুক্তির উৎকর্ষে অনুজদের এগিয়ে নিতে ও হতাশার চাদর থেকে বের করে আনতে আমিই সেই নীল বর্তনী।

নীল বর্তনী

আমি এহসান সানি । তড়িৎ প্রকৌশল শেষ বর্ষে পড়ছি । সর্বস্তরের ছাত্রছাত্রীদের মাঝে বিজ্ঞান শিক্ষা জনপ্রিয়করণ ও প্রযুক্তি নিয়ে আগ্রহ তৈরী করার জন্যেই আমার এই সামান্য প্রচেষ্টা।

নীল বর্তনী › বিস্তারিত পোস্টঃ

বন্ধন

২৯ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭


ছবিতে ঠিক যেমনটি আছে ,এখনো
দুজনের মনের অবস্হাও ঠিক তেমনি ।
সানি আঁখিকে সর্বাঙ্গে জড়িয়ে আছে ।

লজ্জা পেলে বুঝি ।থাক আর লজ্জা পেতে হবেনা ।যতোই তুমি ব্যাস্ততার মাঝে নিজেকে উজাড় করে দাও ,যতোই তুমি
আমাকে ভুলে থাকার চেষ্টা করো --- কিন্তু পারো না ,ঠিক আমিও তেমনি যতো যাই
কিছু বলিনা কেন ,হাজারো কষ্ট পাওয়ার
পরও তোমার কাছে ফিরে আসি।

লিখতে গিয়েও হাতটা কেমন গুটিয়ে আসছে।
বলতে গিয়েও গলাটা কেমন ধরে আসছে ।
মনের যতো কষ্ট,উজাড় করে কাউকে বলতে
পারছিনা ।নিজেকে যে খুব একা মনে হচ্ছে।
জানিনা কেন ,হয়তোবা একই অনুভূতি তোমারও হচ্ছে ।

কিন্তু কি আর করার বলো। সব সময়ই তো
বলতে - বুঝেও না বোঝার ভান করো কেন ?

আজকের দিনটির কথা মনে আছে ?
অবশ্য থাকবেই বা কি করে ?
তুমি যা ব্যাস্ত ! পরিবারের খবর নেয়ার সময় পাওনা
আমার খবর নেবে কি ।মাঝে মাঝে ভাবি, সেইদিন
যে কেন আমি তোমার কথায় সায় দিতে গেলাম
আর এই পাগলিটার মায়ার বাঁধনে জড়িয়ে
পড়লাম।

কেই বা তোমাকে বলেছিল আমার ভালো করতে
আসতে ?আমার ভালো করতে এসে তুমিও
ফেঁসে গেলা ।

আর আমিও কেন যে বোকার মতো বলছিলাম--
তুমি পাশে থাকলে ভাল হয়ে যাব ।

অবশ্য একদিক থেকে ভালই হয়েছে,
বিপথগামী এহ্সান কে তুমি পথে ফিরিয়ে এনেছ ।
ঐ সময়টাতে তোমাকে কাছে না পেলে কি হতো
জানিনা ,তবে হতাশাগ্রস্থ হতে হতে খুবই ক্লান্ত
হয়ে পড়েছিলাম । ভিনদেশে পাড়ি জমাতে বড্ড
ইচ্ছে করছিল -- যে দেশে থাকবে না কোন গ্লানি,
থাকবে না কোন হতাশা ,থাকবে না কোন আত্মার
বন্ধন ।

সকল বন্ধন ছিন্ন করে আমি ঠিকই পাড়ি জমাতাম
ঐ দূরদেশে ।শেষে তোমাকে পেয়ে চিন্তাধারায় পরিবর্তন
আসে ।জীবন নিয়ে ভাবতে শিখি ,আবেগ কে দূর
করে বাস্তবতায় ভর করে চলতে শিখি ।

যত দূরেই থাকো ,কিংবা ভুলে থাকার চেষ্টা করো-
জানি আমি ,ভুলতে আমায় পারবে না ।আমাদের
প্রেম যে চির অমর ।
দুজন দুজন কে যে কতটা ভালবাসি তা এই
ধরণীর কোন বস্তু দিয়ে , কোন সংখ্যা দিয়ে ,
কোন শব্দ দিয়ে ,কোন বাক্য দিয়ে ,এমনকি কোন
ভাষা দিয়েও প্রকাশ করা যাবে না ।


আজ এই প্রণয়ের বর্ষপূর্তিতে ,
হৃদয়ের অন্তঃস্থল থেকে বলছি ---
অনেক অনেক ভালবাসি তোমায় ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.