নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রযুক্তির উৎকর্ষে অনুজদের এগিয়ে নিতে ও হতাশার চাদর থেকে বের করে আনতে আমিই সেই নীল বর্তনী।

নীল বর্তনী

আমি এহসান সানি । তড়িৎ প্রকৌশল শেষ বর্ষে পড়ছি । সর্বস্তরের ছাত্রছাত্রীদের মাঝে বিজ্ঞান শিক্ষা জনপ্রিয়করণ ও প্রযুক্তি নিয়ে আগ্রহ তৈরী করার জন্যেই আমার এই সামান্য প্রচেষ্টা।

নীল বর্তনী › বিস্তারিত পোস্টঃ

আত্মছবি

১১ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:২০

সেদিন তুমি বলেছিলে,
অক্লান্ত পরিশ্রমে কিংবা আয়েশে
ঘামে ভেজা আপনার একখানা আত্মছবি দিতে।

পারিনি আমি সেদিন,
ছিলনা এমন তপ্ত দিন --
ছিলনা তপ্ত সূর্য,
ছিলনা ক্লান্তি,
ছিলনা বুকভরা কষ্ট ---
পারিনি আমি পারিনি _কেননা,
ডুবে ছিলেম যে তোমারই ভালবাসায়।

কখনও বা ছিল বর্ষার রিমিঝিমি ঝংকারে,
কিংবা পাংশুটে মেঘের আনাগোনায়

যেদিন তুমি বলেছিলে --
দূরে দূরে থেকেও মনটাকে কাছে আনা যায়।

কখনও বা ছিল শরতের শুভ্র মেঘের হাসি,
কিংবা নদীর পাড়ে বসে --
তোমার আমার মৃদ্যু ভাললাগা অনুভূতিতে
জড়িয়ে ছিল সুখ রাশি রাশি ।

হেমন্তের নবান্নেও পাশে ছিলে,
প্রকৃতির অপার সৌন্দর্য দুহারে বাঁধিয়া দিয়েছিল
পরম ভালবাসার বাহুডোরে। ।

শীতের তীব্র কাঁপুনিতেও
তোমার কোলে আমি উম পেয়েছি,
পরম আলিঙ্গনে বলেছিলে ---

তোমার সবটুকু ক্লান্তি -জরা -রোগ -শোক
বিধাতা আমায় দিয়েও যেন --
ফিরে পাই তোমার হাসিমুখ। ।

আজ গ্রীষ্মের তীব্র দাবদাহ,
ঘেমে নেয়ে ক্লান্তিতে আমি একাকার।
টপটপ করে ঝরে পড়া ঘাম মিশছে,
আপনার আঁখিজলে বারংবার।
আত্মছবি তুলে বসে আছি -----
নেই,
আজ আর তুমি পাশে নেই ।।।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৩৪

একান্ত আমি (আর জে) বলেছেন: আত্মছবি তুলে বসে আছি -----
নেই,
আজ আর তুমি পাশে নেই

ভালো লাগলো।

২| ২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:২৭

নীল বর্তনী বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.