![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসেন দুইটা কথা কই ।
তুমি হয়ত চোখের কোণে,
জমে ওঠা বৃষ্টির ছাঁট,
তুমি দরিদ্র মনে-ভেসে উঠা গরম ভাত ,
তুমি রোদ ভেজা দিনে-এক ফোঁটা শীতল আশা,
তুমি অর্থহীন জীবনে-অসীম ভালবাসা,
তুমি বৃষ্টি ভেজা-বরষায়,
রোদের স্পষ্ট ছায়া,
তুমি মমতার চোখের-অন্য রকম মায়া ,
তুমি বাস্তবতার-নিষ্ঠুর কাল ছায়া,
তুমি পথ শিশুদের-দু মুঠো ভাল খাওয়া,
তুমি শিশির ভেজা-ঘাসের উপর পা,
তুমি কষ্টের তীব্রতায়-নুয়ে পড়া মা,
তুমি দেশাদ্রোহির অশ্লিল অপছায়া,
তুমি লোভের চাপে-হারিয়ে যাওয়া মায়া,
তুমি হয়ত কোলাহল রুদ্ধস্বর,অসুস্থ দেহের-হাড়কাপানো জ্বর,
তুমি সঙ্ঘাতের রাজপথে,
এক চিলতে নীরবতা,
তুমি কুমড়োর ফুল,গাছে জরানো স্বর্ণলতা,
তুমি অভিমানি শিশুর-এক ফোটা মিথ্যে রাগ ,
তুমি হাজার হাজার উদ্বাস্তুদের -শুন্য থালার ভাগ,
তুমি কারোর চোখে-আধার তিমির রাত,
তুমি কারোর মনে,সূর্য উঠা প্রভাত,
তুমি চাদের বুকে-জেগে উঠা পূর্ণিমা,
তুমি ভালবাসার মমতাময়ী মা,
তুমিই তো ভাললাগার,ভালবাসার-প্রথম কোমল ছোঁয়া,
তুমি ছোট্ট শিশুর-কোমল হাতের মোয়া,
তুমি রক্তরাঙ্গা-মিছিলের বুকে-এক পশলা বুলেট,
তুমি বরনমালা-লেখার জন্য,হারিয়ে যাওয়া সিলেট,
তুমি সাগরের বুকে,পদ্মা নদীর ভাঙ্গন,
তুমি কিশোরের মনে-ভেঙ্গে যাওয়া ছোট্ট সপন,
তুমি সকাল বেলার-রক্তিম লাল আভা,
তুমি জ্বলজ্বল বুকে,প্রতিজ্ঞার প্রভা......
তুমি রক্তের নাম-বুকে নিয়ে জেগে উঠা ক্ষুদ্র দেশ...
তুমিই আমার মাতৃভূমি,আমার বাংলাদেশ
২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৬
অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: ধন্যবাদ
২| ২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ব্রাদার চমত্কার লিখছেন. আবার আসবো .লাইক মেরে গেলাম
২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: ধন্যবাদ ব্রাদার,আবার আইসেন
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১০
বোকামন বলেছেন:
চমৎকার ...
খুব সুন্দর !