নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/mahimul.islamakash

হারব বলে আসিনি,কাঁদব বলে হাসিনি

অন্ধকারের আলোকিত বাসিন্দা

আসেন দুইটা কথা কই ।

অন্ধকারের আলোকিত বাসিন্দা › বিস্তারিত পোস্টঃ

দুই দিন আগের কথা কিন্তু (রাত দশটার সময় লেখা)

২২ শে মে, ২০১৩ দুপুর ১:৫৮

ল্যাব এইডের সামনে দাঁড়িয়ে ছিলাম ।রাত ৯ টার কিছু সময় পরে হবে হয়ত । রিকশার জন্য অপেক্ষা করছিলাম ।

-এই খালি যাবেন?একটু থেমে বললাম বাংলা মটর

রিক্সা ওয়ালা মাথা নেড়ে চলে গেল।

এমন সময় এক লোক আসল । লোক না বলে ছেলে বলাই ভাল , বয়স কম । যাই হোক সে আমাকে বলল

-আপনি কি বাংলামটর যাবেন?

-হুম

-আমিও যাব ।

তার মানে হচ্ছে যে আমাদেরকে এক সাথে যেতে হবে

রাজি হয়ে গেলাম । আমার কাছে যথেষ্ট ভাড়া ছিল । তাও উনার অনুরোধ রাখতে রাজি হয়ে গেলাম । আসলে তখন বিশ্বাস বা অবিশ্বাসের কথা মাথায় আসে নাই ,

পরে রিক্সা তে উঠার পর বিষয়টা মাথায় আসল । পকেটে আমার জীবনে কেনা সবচাইতে দামি সেট (গরীব মানুষের সন্তান ভাই,যা কিনব তাই দামি মনে হয় ।)এবং এটা আজকেই কেনা।হাতেও আবার বেশ দামি একটা ঘড়ি । তখন বেশ ভয় পেলাম । এদিকে রাস্তা নিরিবিলি । অন্ধকার ও ব্যাপক । অবিশ্বাস আর বিশ্বাসের দোলাচলে দুলতে লাগলাম । বিপদে পড়লে কি কি করব সব ঠিক করে নিলাম । রিক্সা থেকে লাফ দিব । তারপর একটা দৌড় দিব ,সবই ঠিক করে ফেললাম ।হাইট আর চেহারা দেখে কিন্তু বিপদজনক লাগল না । বরং দেখেই মনে হয় বিশ্বাস করা যায় । যাই হোক আমি ই কথা শুরু করলাম টুকটাক । কথাবার্তায় ভদ্রই মনে হল । অবশ্য দিনকাল এমন পড়সে যে কাউকে বিশ্বাস করা যায় না।

জানতে পারলাম উনি জগন্নাথ এ অনার্সে পড়েন । মনে আবার অবিশ্বাস একটা ধাক্কা দিয়ে গেল । যাই হোক অনেক কথা বার্তা

বললাম , জানতে পারলাম উনি ল্যাব এইডে একটা পার্ট টাইম জব করেন । নিজের সম্পর্কে কিছু তথ্য দিলাম । তখনো অবিশ্বাস কাটে নাই । এহ যে ভয়টা করছিলাম সেইটাই হইল । আম্মা বাসা থেকে ফোন দিলেন । কিছুই হয় নাই এমন ভান করে চুপচাপ বসে ছিলাম ।উনিই বললেন ভাই ফোন মনে হয় বাজতেসে । ধরলাম ফোন ।

যাই হোক তার কিছুক্ষন পর বাংলামটর এসে পড়লাম ।পরে দেখলাম নাহ নিরাপদেই আসছি । উলটা উনি ই আমার থেকে বেশি ভাড়া দিলেন ।মনে মনে লজ্জিত হলাম । নিজেকে ছোটলোক মনে হইল । অজুহাত দিব না ।নিজের তুচ্ছতা ঢাকার চেষ্টাও করছিনা ।শুধু একটা কথাই বলব । এখনো অনেক মানুষ আছেন যাদের বিশ্বাস করা যায় ।

মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০১৩ দুপুর ২:০৯

টিঙ্কু জিয়া বলেছেন: নিজের নাম রাখছেন " অন্ধকারের আলোকিত বাসিন্দা"
আপনার যদি এই অবস্থা হয়ে থাকে আমরা তো অন্ধকারেরই বাসিন্দা।

২৩ শে মে, ২০১৩ সকাল ১০:১৩

অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: :P :P :P :P

২| ২২ শে মে, ২০১৩ দুপুর ২:২০

বাধা মানিনা বলেছেন: আপনে মিয়া বাইচ্চা গেসেন বইলা মনে কইরেন না যে সবাই বাচবো। আমি বাচি নাই। সেইম ঘটনাতেই আমার জীবনের প্রথম ছিনতাই হইসে গুলিস্তান আন্ডার পাসের উপরেই।

২৩ শে মে, ২০১৩ সকাল ১০:১২

অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: আহারে ভাই। আপনার জন্য সমবেদনা রইল । এই আমাকেও কিন্তু এক সময় ছিনতাই কারী ধরসিলো,কিন্তু মানুষ এমনই এক জীব যে খুব সহজেই বিশ্বাস বা অবিশ্বাস করে ফেলে । এবং এ ধারাটিও ক্রমাগত পরিবর্তনশীল ।

৩| ২২ শে মে, ২০১৩ দুপুর ২:৩৬

বাংলাদেশী দালাল বলেছেন:
আপনার দোষ নয় ভাই এমনই হয়। সাবধান থাকাই ভালো।

২৩ শে মে, ২০১৩ সকাল ১০:১৩

অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: ধন্যবাদ মূল্যবান উপদেশের জন্য

৪| ২২ শে মে, ২০১৩ দুপুর ২:৪৬

নিরত্যয় বলেছেন: টিঙ্কু জিয়া বলেছেন: নিজের নাম রাখছেন " অন্ধকারের আলোকিত বাসিন্দা"
আপনার যদি এই অবস্থা হয়ে থাকে আমরা তো অন্ধকারেরই বাসিন্দা।

২৩ শে মে, ২০১৩ সকাল ১০:১৪

অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: :P :P

৫| ২২ শে মে, ২০১৩ বিকাল ৩:২৭

গোবর গণেশ বলেছেন: আরে ভাই, এই জাতীয় ঘটনায় গতকাল পড়েছিলাম। আমার ঘটনাটা একটু ভিন্ন হলেও দূর্ঘটনার সম্ভাবনা কম না।

এসব বিষয়ে সাবধানতাই উত্তম। বিশেষ করে রিক্সায়, সিএনজিতে, মাইক্রোবাসে ,,,,,,,,,, ইত্যাদিতে অপরিচিত কারো ওঠা একদম ঠিক না।

২৩ শে মে, ২০১৩ সকাল ১০:১৪

অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: ভাইরে কাউকে যদি বিশ্বাসই করতে না পারি তাহলে এদেশে থেকে কি লাভ?

৬| ২২ শে মে, ২০১৩ বিকাল ৩:৩৩

C/O D!pu... বলেছেন: আপনারা দুজনই খুব দূর্লভ...

একজন বিশ্বাস করেছেন, আর একজন বিশ্বাস ভাঙেননি...

ভালো, এরকমই তো সবার কাম্য...

২৩ শে মে, ২০১৩ সকাল ১০:১৫

অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: ধন্যবাদ ভাই।হুম এটাই আসলে কাম্য

৭| ২২ শে মে, ২০১৩ বিকাল ৪:১৩

বোকাসোকাবেস্ট বলেছেন: যখন আপনি ভাববেনও না ছিনতাই হতে পারে...!
তখনই এর কবলে পড়বেন..

২৩ শে মে, ২০১৩ সকাল ১০:১৫

অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: সেইটা অবশ্য ঠিক ।আমার একবার হয়েছিল ।

৮| ২৩ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

কালোপরী বলেছেন: হুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.