![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসেন দুইটা কথা কই ।
Happiness is something that we can only pursue and maybe we can actually never have it । মধ্যবিত্ত জীবনের শুরু এবং শেষ কথা ।আমাদের কাছে সুখ এমন একটা জিনিস যা আমরা শুধু চাইতেই পারি ,কিন্তু কখনোই সুখী হতে পারব না । এটাই হচ্ছে মধ্যবিত্ত জীবনের সেরা সীমাবদ্ধতা ।ঠিক সীমাবদ্ধতাও না ,সুখের পিছনে ছুটছি বলেই হয়ত আমরা বেঁচে আছি । যেদিন প্রকৃত সুখ খুঁজে পাব ,সেদিন হয়ত আমরা জীবনের উপর থেকেই আগ্রহ হারিয়ে ফেলব । তাই স্রষ্টাও আমাদের কপালে সুখ রাখেন নাই । এ নিয়ে কিন্তু কারো অভিযোগও নাই । যাই হোক আমরা মধ্যবিত্ত । তাই আমাদের সীমাবদ্ধতাও অনেক বেশী । ছোট্ট একটা তালিকা দিয়ে কি আর সেটা বুঝানো যাবে?তাও বাংলাদেশের অধিকাংশ মানুষ যেহেতু মধ্যবিত্ত ,আর আমি নিজেও তাদের একজন তাই আমাদের সীমাবদ্ধতা আর বৈশিষ্ট্যের একটা তালিকা তৈরির ক্ষুদ্র প্রয়াস চালাইলাম ।
১ মধ্যবিত্ত জীবনে ''গরীবের ঘোড়া রোগ'' জাতীয় কোন বিষয়ের ঠাই নাই । আমরাই সবচাইতে বেশী বাস্তবতার সঙ্গে যুক্ত থাকি ।স্বপ্ন দেখি না তাও না । কিন্তু অলীক স্বপ্ন গুলো আমরা বিশ্বাস করি না ।
২ মধ্যবিত্ত শ্রেনীর বেশির ভাগ মানুষ হয় ফ্রেন্ডলি । যেচে পড়ে আরেকজনের সাথে বকবক করতে আমাদের ভালই লাগে। তবে কেউ কেউ আছেন যারা এসব পছন্দ করেন না ।
৩ বাড়ি গাড়ি! হুম এগুলার স্বপ্ন দেখি বলেই আমরা কাজ করতে ভরসা পাই ।
৪ এসি কিন্তু লাগানো যায় বাসায় । তবে সপ্তাহে একবারের বেশি ছাড়া যাবে না । তাও দুই ঘন্টার বেশি না ।
৫ কষ্টে শিষ্টে গাড়ী কিনতে পারলে সাথে সাথেই সি এন জি করে ফেলতে হবে । কোন কথা চলবে না এখানে ।
৬ ঠিক কি কারণ জানি না , তবে আমার মনে হয় বেশির ভাগ ব্লগারই মধ্যবিত্ত । তারা কিন্তু আর যেকোন ব্লগারের চেয়ে সামুতে বেশী টাইম দেয় ।
৭ ফেইসবুকেও মধ্যবিত্তরা টাইম দেয় বেশি ।(আমার সারা দিন কাইটা যায় ফেইসবুকে ।)
৮ ৬ ও ৭ থেকেই বুঝা যাচ্ছে হুজুগে বাঙ্গালী বলতে কিন্তু মধ্যবিত্তদেরকেই বুঝায় ।
৯ মধ্যবিত্তদের ভিতরে ধর্ম ভয় ও অনেক বেশি । আমরা ভালই ধর্ম কর্ম করি কিন্তু ।
১০ যেকোন জায়গায় একা যাবার সময় আমরা কিন্তু বাসই প্রেফার করি ।
১১ গাড়ি না থাকুক বাড়ি না থাকুক এসি না থাকুক । মোবাইল নিয়া কিন্তু ফুটানিটা আমরা ঠিকই করি ।সাধারণত সবারই অনেকগুলা মোবাইল অনেকগুলা করে সিম থাকে ।
১২ টাঙ্কিও কিন্তু বেশী মধ্যবিত্তরাই মারে । তবে একটা জিনিস যেইটা মধ্যবিত্তদের বখে যাওয়ার সম্ভাবনা নাই । সামান্য সিগারেট টিগারেট হয়ত চলে। তবে এর বেশী কিছু কিন্তু না ।
১৩ মধ্যবিত্তরা তাস বা দাবা খেলায় এক্সপার্ট ।
১৪ সবচাইতে বড় কথা আমরা বড়লোকদের পছন্দ করি না
১৫ মধ্যবিত্ত জীবনে প্রকৃত সুখ বলে কিছু না থাকলেও আনন্দ কিন্তু কম হয় না ।
১৬ বড়লোক দের আর নিম্নবিত্তদের মাঝে কিন্তু অনেক মিল ।যেমন দুই শ্রেনির মানুষই টাকার কাঙ্গাল বা আরো অনেক কিছু । কিন্তু একজন মধ্যবিত্তের সাথে আরেকজন মধ্যবিত্ত ছাড়া কারো সাথে মিল খুঁজে পাবেন না
১৭ আমরা কারো কাছে ঋণী থাকতে পছন্দ করি না । শুধুমাত্র দোকানদার ছাড়া
১৮ সব ধরণের খেলা ধুলায় আর চাপাবাজীতে কিন্তু আমরাই এগিয়ে ।
১৯ মধ্যবিত্তদের চাইতে বেশী সিনেমা কেউ দেখে নাই এইটা গ্যারান্টিড
২০ সবচাইতে বড় কথার চাইতেও বড় কথা আমাদের জীবনটাই একটা সিনেমা ।
(এক্সেপশন যে নাই তা বলছি না । তবে এক্সেপশন কখনোই উদাহরণ হতে পারে না ।)
আরো বহুত কিছুই লেখা যাইত । যাই হোক লেখলাম না । যত কিছুই হোক না কেন , যতই অপূর্ণতা থাকুক না কেন ,মধ্যবিত্ত আছি সুখে আছি । ভাল আছি । আর কি লাগে?
কৃতজ্ঞতাঃ ইদানীং যেসব ব্লগার মধ্যবিত্ত জীবন নিয়ে লেখালেখি করছেন ।
১০ ই জুন, ২০১৩ সকাল ১১:৩৭
অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: চোখ টিপেন কেন ভাই?
২| ০৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:৩২
বাকপটু বলেছেন: আমি গরীব
০৬ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩২
অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: তাইলে তো আমি ভিক্ষুক
৩| ০৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫২
রিমন রনবীর বলেছেন: মধ্যবিত্ত কিন্তু আবার দুই প্রকার। নিন্ম-মধ্যবিত্ত,উচ্চ মধ্যবিত্ত
আশা করি ভবিষ্যতে দুইটা আলাদা করে লিখবেন
++
০৬ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩২
অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: ইনশা আল্লাহ । আপনাকে ধন্যবাদ
৪| ০৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫৮
বড়দাদা বলেছেন:
:-<
০৬ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩৩
অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন:
|
:-<
৫| ০৬ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩৩
আমি অপটিমিস্ট বলেছেন: +++++++
০৬ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩৩
অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: ধন্যবাদ আশাবাদী
৬| ০৬ ই জুন, ২০১৩ রাত ৮:১৩
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সকল আন্দোলনেই মধ্যব্ত্তিরাই সফল ভূমিকা রেখেছে,,,,,,,,,,,পরে আইসা গরম ভাতে ঘি ঢালছে পয়সাওয়ালা পাবলিকরা,,,,,,,,,,,,,,
০৬ ই জুন, ২০১৩ রাত ৮:১৯
অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: একদম খাঁটি কথা বলেছেন আপা
৭| ০৬ ই জুন, ২০১৩ রাত ৮:১৬
মাহবু১৫৪ বলেছেন: হা হা হা
+++++
তবে ২ নম্বর পয়েন্টের সাথে একমত নই।
০৬ ই জুন, ২০১৩ রাত ৮:২০
অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: আমি তো দুইরকম কথাই বলেছিলাম । যাই হোক আপনাকে ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:৪৬
শুঁটকি মাছ বলেছেন: