![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসেন দুইটা কথা কই ।
একসাথে দুইটা দুইটা কইরা ঢুকায় । ঢুকার আগেই আমার পাশের পোলাটা বকবক কইরা আমার মাথাডা ধরাইয়া দিল ।তাও মাথা ঠান্ডা রাখতে কলিজুর কথা ভাবলাম (আসলে সেইরকম কিছু নাই কিন্তু
) আর পোলাটার দিকে তাকায়া সব গুলা কথার জবাবে মিষ্টি কইরা হাসলাম ।
যাউকগা খুব তাড়াতাড়ি ই ঢুকায়া দিল ।
ভাইভা বোর্ড
দুইজন স্যার,দাড়িওয়ালা একজনকে দেখে ভরসা পাইলাম এবং তার কাছে গিয়েই বসলাম । মনে করলাম সকল মুসলমান ভাই ভাই । হয়ত এই উছিলায় নিয়াও নিতে পারে ।কিন্তু আমি তো জানি না যে জীবনের সবচাইতে বড় ভুলটা করে ফেললাম ।
-স্যার আসসালামুয়ালাইকুম
-বস !
-থ্যাঙ্ক ইউ স্যার ।
(এবার শুরু হইলো তেনার মেজাজ খারাপ কথা গুলা)
-কোন স্কুল থেকে বের হইসো?
- স্যার গভঃ ল্যাব হাই স্কুল!
-এখানে আইসা তো আমাদেরকে খুন করা শুরু করবা ।
(চমকায়া গেসি। মনে পড়ল ২০০৩ সালের ঘটনা। এই স্কুলের কিছু বেদ্দপ পোলা আমাদের স্বপন গোস্বামী স্যার কে খুন করে ।শালারা কই এখন জানি না । তবে আমারে ব্যাকসাইড বাঁশ ঠিকই দিল ।তাদের দশ বছর আগের মারাত্মক পাপের জন্য আমার ভুগতে হইল । তারপরেও ভান ধরলাম শুনতে পাই নাই )
-জ্বি স্যার?
-না বলি আমাদেরকে খুন করবা না আইসা?
-ছি স্যার কি যে বলেন? সবাই তো আর এক রকম হয় না
-হুম কিন্তু তোমার চেহারাই বইলা দিতাসে যে তুমি দুনিয়ার চালাক
(মনে মনে কইলাম শাকালসে ইয়ে লাগতা হ্যায় কেয়া? তারপর ভাবলাম কই যে স্যার আপনারে দেইখাও তো তাই মনে হইতেসে আমার । যাই হোক সব কথা বলা যায় না । তাই কইলাম না )
-স্যার যে কি বলেন না ।আজ পর্যন্ত কোন স্যার আমার বিরুদ্ধে অভি+ করে নাই ।
-তোমারে ধরতে পারলে তো করবে
-স্যার যে কি বলেন না!
-ঠিকই তো বলি । আমরা মানুষ গড়ার কারিগর ।চেহারা দেইখাই বইলা দিতে পারি ।তুমি তো আইসাই আমাদের এখানে গেঞ্জাম শুরু করবা ।
(মনে মনে কইলাম একবার ঢুকি । তোমার কি অবস্থা করি দেখই না । সম্ভবত চান্স পামু না । তবে পাইলে অবশ্যই স্যারের কথাকে সত্য করার প্রচেস্টা চালাব । )
- ছি স্যার কি বলেন এগুলা । আমি ঐরকম ছেলেই না ।
-রেজাল্ট কি?
-স্যার এ প্লাস
-কিসে মিস গেসে?
-যাই নাই তো স্যার ।
-তাইলে এ প্লাস বল কেন?
-স্যরি স্যার ভুল হয়ে গেসে ।
-হুম এবার বল লেখাপড়া কি এ প্লাসের জন্যই পড়সো নাকি শিখার জন্য করসো ?
-শিখার জন্য স্যার ।
-হুম এবার বল ইংরেজী পারো তো?
(মনে মনে কইলাম হালা কি কবি ক )
-বললাম জ্বি স্যার পারি বলেই তো মনে হয় ।
-এবার বল তাইলে,চল যাওয়া যাক এটার ইংরেজী কি?
-Let's Go sir
-তাইলে চল যাই এর ইংলিশ কি?
-এইটাও স্যার leT's gO
(তারপর কিছুক্ষন এই সেইম কাসুন্দি নিয়া পেচাইলো )
-পড়ালেখা তো কিছুই কর বলে মনে হচ্ছে না ।
(মনে মনে বললাম সে আর বলতে!)
-স্যরি স্যার ।
প্রাইভেট পড়সো ?
-জ্বি স্যার
-ইংরেজীর প্রাইভেট কবে থেকে পড় ?
-স্যার ক্লাস ফাইভ থেকে ।
-গরু ছাগলের কাছে পইড়া লাভ আসে?? কিছুই তো পার না ।
-আমি বললাম স্যরি সার ।
(এইবার মাথার ভিতর আগুন ধইরা গেল । আমি বাজি লাগতে পারি বেশির ভাগ মানুষ আমার উত্তরটাই দিব ।ইভেন আমি এখনো বুঝি নাই ভুলটা কি ছিল!)
-এবার বল যাইতে থাক এর ইংলিশ কি?
-keep going .
(এই কোয়েসচেন নিয়া সে পেঁচাইতে পারল না । তাই দ্রুতই কোয়েসচেন পালটে ফেলল ।)
-এবার বল যাইতে শুরু কর এর ইংলিশ কি?
(মাথায় কিছুই আসতেসিলো না ।)
-Start going
-সে কি ইঞ্জিন নাকি যে স্টার্ট নিবে?
-স্যরি স্যার । এর থেকে ভাল ইংলিশ জানা নাই ।
-হুম । এবার বল আমার যাওয়াই ভাল এর ইংলিশ কি?
-It would be better if i go
-এইটা তো বাংলিশ হইল ইংলিশ না ।
-স্যরি স্যার এর থেকে ভাল উত্তর জানা নাই ।
এবার আমার পাশেরটারে জিজ্ঞেস করল । সে বলে পারব না স্যার, তার পর পরই তাকে ভাগায়া দিল ।ঐ শালা আসলে কিছুই পারতেসিলো না ।
............
(এরপর আরো কয়েকটা জিনিস জিজ্ঞেস করল।যেই উত্তরই দেই না কেন সে পেঁচাবেই ।এরকমই চলতেসিলো ।ভাবলাম আমার ভাইভা আর কখনোই শেষ হবে না ।তারপরেই অবাক কান্ড! )
-যাও তোমার জন্য শেষ কোয়েসচেন । এইটা পারলে ছাইড়া দিব ,বাইওলজি পারো?
-স্যার চেষ্টা করতে পারি ।
-হুম বল কলা কাকে বলে?
-যখন একগুচ্ছ কোষ একই উৎস থেকে উৎপত্তি লাভ করে নিবিড়ভাবে একই স্থানে অবস্থান করে এবং মিলিতভাবে একই কাজ সম্পন্ন করে তখন এ কোষগুচ্ছকে কলা বলে । (পুরা বইএর সংজ্ঞা দিলাম । )
-হুম এবার যাও ।
-যাই স্যার আসসালামুয়ালাইকুম
(অত পর স্যারের মুন্ডুপাত করতে করতে বাসায় চলে আসলাম । )
০৯ ই জুন, ২০১৩ দুপুর ১:৪২
অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: ব্যাচ ত ১৩ ডে শিফট । ভাইভা একজন স্যার নিসেন যার অনেক লম্বা লম্বা দাড়ি । বাট উনার নাম জানি না । হুম উনি এমন ব্যবস্থা করে রেখেছেন যাতে আজীবন তার কথা মনে থাকে ।
আর ইনশাল্লাহ উপদেশ কাজে লাগাবো
২| ০৮ ই জুন, ২০১৩ বিকাল ৪:২১
আতা2010 বলেছেন: মহশীণ সার, শাহাদাৎ সার, বেলায়েত(বেলূ) সার , তারা ভাই সার উনারা কি এখনো আছেন ? সারদের কথা জীবনে ভুলবো না।
০৮ ই জুন, ২০১৩ বিকাল ৪:২৩
অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: এক মাত্র তারা ভাই আছেন বলে জানি ! কিন্তু বাকিরা নাই
৩| ০৮ ই জুন, ২০১৩ বিকাল ৪:৪২
ভুক্তভোগী বলেছেন: আপনি ভর্তির কাগজপত্র রেডি করেন ।
০৮ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫০
অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: ভাই যে কি বলেন না! মনে হয় না নিবে আমারে ।না নিক । কিছু আসে যায় না । ভর্তি না হইলে তো মারা যাব না
৪| ০৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:০৯
েনহ।ল বলেছেন: পাঞ্জাবি, টুপি থাকলে এইটা মিজান সার ।। সে মানুষ হিসাবে খুবি ভাল ।। খুব ভাল একজন শিক্ষক ।। তবে এনার সাথে কোথায় পারা সম্ভব না
০৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:১৩
অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: আসিলো আসিলো । চিনেন নাকি ভাই??এক্টু পরিচয় করায়া দিতেন এক্সামের আগে !
৫| ০৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:১৭
নাইট রিডার বলেছেন: মিজান স্যারের কাছে ভাইভা দিয়ে আসছেন, পারফর্মেন্স খুব একটা খারাপ না। উনার কাছে এর থেকে ভাল ভাইভা দেয়া সম্ভব না।
চান্স পাইলে জানাবেন।
০৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:২২
অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: তাই নাকি ভাই ?দোয়া কইরেন যাতে চান্স পাই । উনি কি খুব কড়া নাকি? যদি ভুলে ভালে পাইয়া যাই তো জানাবো অবশ্যই ।
৬| ০৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
আতা2010 বলেছেন: মিজান সার
৭| ০৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
আতা2010 বলেছেন: েনহ।ল মিজান স্যারের
৮| ০৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯
উদ্ভাসিত বলেছেন: হুম এইটা মিজান স্যারই। ভাগ্য ভাল শুয়োর ডাকে নাই। ক্লাসে সবাইরে শুয়োর বলেন স্যার। খুব ভাল মানুষ।
০৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: তাহলে তো ভালই হয় ।
৯| ০৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: নটরডেমে ভাইভায় সম্ভবত স্টুডেন্টের এটিটিউডটাই বেশি দেখে।
আপনি সম্ভবত মিজান স্যারের কথা বলছেন। উনি বায়োলজির টিচার, চমৎকার মানুষ, ভালো একজন শিক্ষক।
যাহোক, মনে হচ্ছে আপনার হয়ে যাবে।
১০| ০৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: বাই দা ওয়ে একটা কথা বলি নাই । রিটেন হইসিলো এর আগে। ৪৫ নম্বরের , ৮ নম্বর ছেড়েছি । বাকি গুলা মোটামুটি নিশ্চিত । কি ভাই,হবে???
১১| ০৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: আমি যতটুকু বুঝি রিটেনে টিকেছেন বলেই না ভাইভায় ডেকেছে। সো রিটেন নিয়ে আর কোন চিন্তা করার কি আছে!
০৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: আসলে ঠিক তা না । একই দিনে আমাদের দুইটাই হইসে । ৮ টায় রিটেন নয়টায় ভাই ভাই
১২| ০৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
জীবনানন্দদাশের ছায়া বলেছেন:
আমার সময়েতো ভিন্ন ভিন্ন দিনে হয়েছিলো। সে যাক, আমাদের সময়ে যে ধরণের প্রশ্ন ছিল সে ধরণের প্রশ্নে ৪৫ এ ৩০ খারাপ নয়।
দোয়া করি যেন হয়ে যায়। তবে হয়ে গেলে "পুংটামি"টা একটু কমাতে হবে। যদিও খুব কঠিন কাজ
০৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১২
অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: দোয়া করি যেন হয়ে যায়। তবে হয়ে গেলে "পুংটামি"টা একটু কমাতে হবে। যদিও খুব কঠিন কাজ
-ভাল লাগসে ভাই,ধন্যবাদ
১৩| ০৮ ই জুন, ২০১৩ রাত ৮:৪০
আল ইফরান বলেছেন: সর্পবিশারদ মিজান স্যার আপনার ভাইবা নিছে।
মিস্টি আর একখান পোস্ট রেডী করেন।
আর দুই বছরের পেইন নেয়ার জন্য শারিরীক ও মানসিকভাবে প্রস্তুতি নেন।
বেস্ট অব লাক, ব্রাদার
০৮ ই জুন, ২০১৩ রাত ৮:৪৪
অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: দোয়া কইরেন ভাই । এত কিছুর পরেও না টিকলে মান ইজ্জতের ফালুদা হইয়া যাবে । এত আশা দেখাইয়েন না ভাই । রেজাল্ট দেক । তারপর দেখা যাবে ।টিকলে তো মিস্টি হবেই ।
১৪| ০৮ ই জুন, ২০১৩ রাত ৯:২৭
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: শুভকামনা রইল ।
০৮ ই জুন, ২০১৩ রাত ৯:২৯
অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: ধন্যবাদ,দোয়া করবেন কিন্তু
১৫| ০৯ ই জুন, ২০১৩ সকাল ১১:০৮
স্পেলবাইন্ডার বলেছেন:
আহ! নটরডেম! উহ্! নটরডেম!
আমাদের সময় মৌখিক ছিল প্রায় আনুষ্ঠানিকতা। তাই পাঠ্যবিষয় নিয়ে কোন প্রশ্ন করে নাই। জিজ্ঞেস করছিল, বাসা কোথায়? আমি বললাম, মীরপুর। তারপর জিজ্ঞেস করছিল, এতদূর থেকে আসবে কিভাবে? আমি বলছিলাম, বাবা মোটরসাইকেলে করে নামিয়ে দিয়ে যাবে। (আমার বাপের খাইয়া দাইয়া কাম নাই ইন্টার পড়ুয়া পোলারে সাত সকালে আরামবাগ নামিয়ে দিবে! )
০৯ ই জুন, ২০১৩ সকাল ১১:১১
অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: (আমার বাপের খাইয়া দাইয়া কাম নাই ইন্টার পড়ুয়া পোলারে সাত সকালে আরামবাগ নামিয়ে দিবে! -মজা লাগল ভাইজান
©somewhere in net ltd.
১|
০৮ ই জুন, ২০১৩ বিকাল ৪:১১
আতা2010 বলেছেন: গভঃ ল্যাব হাই স্কুল এর কোন ব্যাচ ? ডে না মর্নিং ?
এন ডি সি তে ভাইবা কোন সার নিয়েছিল?
আমাকে ভাঈভা নিয়েছিল বায়োলজির গাজী আজমল। সারকে খুব মনে পরে।
আমি আমার প্রিয় স্কুল আর কলেজকে অনেক মিছ করি ।
ভাল থাকবেন । আর স্কুলের মত দুষ্টামি কলেজে করবেন না। তাইলে আমার মত ধরা ((((((((((!!!!!!!!!!!))))))))))) খাবেন ।