নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/mahimul.islamakash

হারব বলে আসিনি,কাঁদব বলে হাসিনি

অন্ধকারের আলোকিত বাসিন্দা

আসেন দুইটা কথা কই ।

অন্ধকারের আলোকিত বাসিন্দা › বিস্তারিত পোস্টঃ

ফাঁদে যে পা দিবেন,একটু ভেবে নিলে হত না??(আমি তো ফেঁসে গেছি)

০৯ ই জুন, ২০১৩ দুপুর ১২:১৬





সমস্যা



ইমেজটা দেখেন । কি মনে হয়?এমন কিছু কি সম্ভব? না একদম ই না । আমি একবার এ জাতীয় একটা পোস্ট দেখে লিঙ্কে ক্লিক দিয়েছিলাম । ফলাফল কি জানেন?

আমার অগোচরে এভাবেই নিয়মিত আমার একাউন্ট থেকে পোস্ট করা হচ্ছে । আর যাকে তাকে ট্যাগ দেয়া হচ্ছে । ভূলটা কি ছিল ? সামান্য একটা লিঙ্কে ক্লিক করা । এরকম হয়ে যাবার পর আর কখনোই আপনি এইটা আপনার ফেইসবুক প্রোফাইল হতে রিমুভ করতে পারবেন না । ডেইলি এধরনের পোস্ট আপনার প্রোফাইল থেকে দেয়া হতে থাকবে ।কিন্তু জানেন কি?আপনার প্রোফাইল কেউ ভিসিট করলে তা দেখা অসম্ভব ।এরা কখনোই এইটা আপনাকে দেখাতে পারবে না,বরং আপনাকে বিব্রতকর অবস্থায় ফেলে দিবে ।



এই ছবিটা দেখেন আরেকটু ক্লিয়ার হবে ।



কি দেখলেন? পেইজে লাইক মাত্র ৫ টা। কিন্তু পোস্টে লাইক ৯৪০ এবং শেয়ার ২০৯ । এরা সবাই এমন সমস্যার শিকার ।X((X((X((X((X((X(X(X(X(



আপনিও কিন্তু হতে পারেন ।



প্রতিরোধের উপায়



এজাতীয় পোস্টের লিঙ্কে ক্লিক করা তো দূরে থাক ,পোস্টে লাইক দেয়া থেকেও বিরত থাকেন ।



প্রতিকারের উপায়



আমার জানামতে নেই ।এ ধরণের ঘটনা থেকে রেহাই পাওয়া সম্ভব নয় , তাই আপনাকে ডেইলি এই ধরণের পোস্ট ডিলেট করতে হবে । খুবই বিরক্তিকর একটা কাজ । এ থেকে বাঁচতে চাইলে একাউন্টই বাতিল করতে হতে পারে ।



তাই আমার উপদেশ

ভূলেও ফাঁদে পা দেবেন না X(X((



পুনশ্চঃ

কেউ যদি এর হাত থেকে রেহাই পাবার উপায় জানেন তা হলে অবশ্যই জানাবেন,যদিও মনে হয় না কাজ হবে ।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৬

বিপুল কুমার বিশ্বাস বলেছেন: ঠিক বলেছেন ।

০৯ ই জুন, ২০১৩ বিকাল ৪:০২

অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: ধন্যবাদ

২| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ @!

০৯ ই জুন, ২০১৩ বিকাল ৪:০২

অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: আপনাকে অভিনন্দন (ওয়েলকামের বাংলা তো মনে হয় তা-ই )

৩| ১১ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১০

অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: সমাধানের উপায় বের করে ফেলেছি । কারো এমন সমস্যা হলে জানাবেন প্লিজ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.