![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসেন দুইটা কথা কই ।
ছবিটা দেখেন তো ! কি বললেন জনাব শুভজিত?উনার মতে জিমেইল আইডি ছাড়া এফ বিতে লগ ইন করা সম্ভব না । তাই উনি উনার পাসওয়ার্ডটা দিয়ে দিলেন এমন একটি পেইজে যারা ঠিক মত অ্যান্সার বানান করতে পারে না। কিন্তু আসলেই কি তাই?না মোটেও না ।যেকারো আইডি তে লগ ইন করা যাবে কোন মেইল আইডি ছাড়াই । অনেকেই হয়ত জানেন , এই পোস্ট তাদের জন্য না । তবে যারা জানেন না,তাদের তো জানা দরকার । এবার একটু এই ছবিটা দেখেন ।
এখানে https://www.facebook.com/ এর পর যেই অংশটুকু থাকে বাকি তাই আপনার ফেইসবুক আইডি ।এটা আমার আইডি তাই আমার নাম দেখাচ্ছে । এটা ব্যবহার করে আপনি ফেইসবুকে লগ ইন করতে পারবেন কোন মেইল আইডি ছাড়া।যেকেউ আপনার প্রোফাইলে ক্লিক করলে জেনে যাবে আপনার ফেইসবুক আইডি ।এমনকি আপনার ফ্রেন্ড না হয়েও এটা তারা করতে পারবে।কাজেই পেইজগুলা এমন কোন পোস্ট দিলে ভুলেও পাসওয়ার্ড দিয়ে বসবেন না ।বরং ঐ পেইজে তাৎক্ষনিক ভাবে ভন্ডামির শাস্তি স্বরূপ একটা আনলাইক মেরে দিবেন ।
রিপোর্ট করলে আরো ভাল ।
এখন আসা যাক অন্য কথায় ।আমরা সবাই জানি হ্যাকিং করা যায় কি লগার আর ফিশিং এর সাহায্যে । কিন্তু যেই জিনিসটা আমরা(বেশিরভাগের কথা বলছি।আপনি জানলে ভাল,এই পোস্ট আপনার জন্য না । ) জানি না সেইটা হল সিকিউরিটি কোয়েসচেন এর মাধ্যমেও হ্যাক করা সম্ভব । (সবসময় না,তবে বেশিরভাগ সময়ই আপনার অসতর্কতার সুযোগ নিতে কিন্তু হ্যকাররা ওত পেতে থাকে।)
সাধারণ সিকিউরিটি কোয়েসচেন এর সাধারণ উত্তর দিয়েছেন তো মরেছেন । তখন কান্না করলেও লাভ হবে না ।
যেভাবে সিকিউরিটি কোয়েসচেন এর মাধ্যমে হ্যাকিং হয় তার প্রথম ধাপেই হ্যাকার রা আপনার আইডি জেনে নিবে আপনার প্রোফাইল থেকে । ধরা যাক আপনার আইডির আগে পরে অনেক কিছু আছে,সেইটা কখনোই কোন হ্যাকারের জন্য সমস্যা না ।প্রথমে তারা ফেইসবুকের হোম পেজে গিয়ে ফরগেট পাসওয়ার্ড এ ক্লিক করবে। তারপর তারা পুরো ইউ আর এল টাই বসিয়ে দিবে (নিচেরটার মত একটি ইমেজের শুন্যস্থানে),
যদিও এই ইমেজে শুধু আইডি ব্যবহার করা হয়েছে,তবে ইউ আর এল এও কাজ হবে ।
সার্চ বাটনে চাপ দেবার পর কাঙ্খিত আইডি আসবে । তা হতে পারে এরকম ,
(সময়ের অভাবে সুন্দর ইমেজ দেখাতে না পারার জন্য দুঃখিত )
নিচে বাম পাশের নো লঙ্গার এক্সেস টু দিস এ চাপ দিলে দুইটা জিনিস হতে পারে,
যদি এমন দেখায় তা হলে আপনি নিরাপদ । আর যদি নিচের ইমেজের মত দেখায়,তাহলে???
এখন হ্যাকাররা ফর্ম ফিলাপ করবে । তারপর তারা পাবে একটি সিকিউরিটি কোয়েসচেন । এই কোয়েসচেন এর আনসার জানলেই কেল্লা ফতে । সিকিউরিটি কোয়েসচেন এর অপশন এখানে অল্প তাই আপনি হয়ত নিচের ইমেজের মত সহজ সিকিউরিটি কোয়েসচেন সিলেক্ট করে বিপদে পড়তে পারেন ।
এর পরেই আসল বিপদ শুরু । যদি আনসার জেনে যায় তাহলে ফেইসবুক হ্যাকার কে ২৪ ঘন্টা সময় দিবে। এর ভিতর আপনি লগ ইন না করতে পারলে আপনার আইডি শেষ ।এর ভিতর লগিন করতে পারলে অবশ্য আপনার কোন সমস্যা নাই,বরং সিকিউরিটি কোয়েসচেন চেঞ্জ করার অপশন পাবেন ।তবে নাইলে কিন্তু বিপদ ।কাজেই সিকিউরিটি কোয়েসচেন এর ব্যপারে নিশ্চিত হন। নিশ্চিত হতে হলে নিজেকেই নিজের একাউন্ট হ্যাক করতে হবে ।
ভাল থাকবেন ।পোস্ট যদি আপনাকে এতটুকুও সাহায্য করে সেটাই আমার জন্য অনেক ।
১২ ই জুন, ২০১৩ রাত ১০:০৩
অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: হুম
২| ১২ ই জুন, ২০১৩ রাত ১০:৩১
অনিক্স বলেছেন: :o ভয় পাইছি!!
অবশ্য আমি সেইফ
১৩ ই জুন, ২০১৩ রাত ১:২৫
অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: তাহলে ঠিক আছে
©somewhere in net ltd.
১|
১২ ই জুন, ২০১৩ রাত ৯:০৯
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: হুম
!!!