নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/mahimul.islamakash

হারব বলে আসিনি,কাঁদব বলে হাসিনি

অন্ধকারের আলোকিত বাসিন্দা

আসেন দুইটা কথা কই ।

অন্ধকারের আলোকিত বাসিন্দা › বিস্তারিত পোস্টঃ

বাচ্চাকালের ডায়েরী(পর্ব দুই )

১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

১৮ নভেম্বর,২০০৯ (তখন ছিলাম ক্লাস সেভেন এ )

আজকের দিনটা আমার জীবনে বিরাট খুশি নিয়া আসছে ।বড় বোনের কম্পিউটারের পাসওয়ার্ড জাইনা গেছি । :D ।হিন্টস এ ক্লিক করে

দেখি ওর এক ফ্রেন্ডের নাম । বহুত মোবাইল টোবাইল(আম্মা ও বোনের) ঘাটাঘাটি কইরা ঐ ফ্রেন্ডের বেশ কয়েকটা নাম্বার জোগাড়

করলাম । একটার পর একটা ট্রাই করতে করতে বিঙ্গো! খুইলা গেছে ।আসলে টি এন্ড টি নাম্বারটাই কাজে আসছিল । আমার বোন বাইরে

ছিল তাই খুব শান্তি মত ফেইসবুক চালাইতেসিলাম । কিন্তু সব দিন তো আর ভাল যায় না! আমার বোন হঠাত কেমনে জানি এসে পড়ে

আর আমাকে পিসি(পার্সোনাল কম্পিউটার) চালাইতে দেখে একটা দাবড়ানি দিল । আমিও ভাগো বলে একটা দৌড় দিলাম । সামনে

একটা পানিভর্তি গ্লাস ছিল । ওইটা থেকে সবকয়টা পানি মাটিতে ফেলে দেই । বোন খেয়াল করে নাই । তারপরে যে মজাটা পাইলাম

সেইটা আমি জীবনেও ভুলব না। ধপ্পাস! ফেইসবুক থেকে একটা শব্দ শিখেছি । লল । এল ও এল । এর মানে হল লাফিং আউট লাউড ।

আমি এখন লল করছি । এখন আর কিছু লিখব না ।

২০ নভেম্বর ২০০৯ (মধ্যরাত)

কাল বঙ্গবন্ধু হত্যা মামলার রায় ঘোষিত হয়েছে । The criminals will be punished .ভাল কাজ মহৎ কাজ । স্বাধীন দেশে কাউকে

হত্যা করার অধিকার কারো নাই । সবাইকে মরতে হবে ।They Deserve it . কিন্তু আমি এখন এসব কি লিখছি??ডায়েরী তে কি কেউ

এসব কথা লিখে??কি লিখা যায়? ধুসশ! জানি না কি লেখা যায়,চলে যাই।

২৩ নভেম্বর ২০০৯

(এই দিনের ঘটনা গুলা আমি কখনোই কাউকে দেখাতে পারব না।অনেক ইমোশনাল ব্যপার সেপার আছে ।না যা ভাবছেন তা না ।

আসলে আমার দাদীর কথা খুব মনে পড়ছিল ।তাই লেখাগুলো থাকলেও দেয়া গেল না । )

২৪ নভেম্বর ২০০৯

আজ কেন জানি মনটা অনেক ভাল । কালকের ঘটনা গুলোর পরেও স্বাভাবিক হয়ে যাব ভাবতে পারি নাই । সত্যি মানুষ খুবই আজব

প্রাণী । কখন তার মন কেমন থাকবে কেউ বলতে পারেনা । আজ তাহলে গেলাম ।

(আবারো দীর্ঘ গ্যাপ )

২০ ডিসেম্বর ২০০৯

ক্ষুব্ধ নই,তবে হতাশ । আজকে রেজাল্ট দিসে ।স্যারদের প্রতি কোন ক্ষোভ নাই,নিজের উপর হতাশ হয়ে গেলাম । আত্মবিশ্বাসের

বেলুনটা ফুটে যেতে বেশি সময় লাগল না ।ক্লাস ৫ এর সেকেন্ড টার্ম পরীক্ষা দিতে যে পারলাম না জন্ডিসের জন্য,রোল অনেক

পিছাইল । আর আগাইতে পারব বলে মনে হচ্ছে না । আমার লাইফটা তেজপাতা হইয়া গেল!

(আবারো অনেক বড় গ্যাপ । )

বাকি পার্ট গুলা পরে দিব নে !

আগের পার্টের লিঙ্ক

পরের পার্টের লিঙ্ক

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হি হি.....মজা পাইতাছি। চালায়া যান।

১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: ধন্যবাদ । তবে একটু কষ্টও পাওয়া উচিত । লাইফ যেখানে তেজপাতা,সেখানে আর যাই হোক মজা পাওয়া চলে না :)

২| ১৬ ই জুন, ২০১৩ সকাল ১০:৩৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনার মত এরকম আমিও বাচ্ছাকালে ডায়েরি লিখতাম।

চালিয়ে যান - আপনারে অনুসরনে নিয়ে রাখলাম

১৬ ই জুন, ২০১৩ সকাল ১১:০৩

অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: ধন্যবাদ আপনাকে। বাচ্চাকালে এমন কেউ নাই বোধ হয় যিনি ডায়েরী লিখেন নাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.