নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/mahimul.islamakash

হারব বলে আসিনি,কাঁদব বলে হাসিনি

অন্ধকারের আলোকিত বাসিন্দা

আসেন দুইটা কথা কই ।

অন্ধকারের আলোকিত বাসিন্দা › বিস্তারিত পোস্টঃ

বাচ্চাকালের ডায়েরী (পর্ব ৩)

১৫ ই জুন, ২০১৩ রাত ৯:৪৫

৯ জানুয়ারি ২০১০ (ক্লাস ৮ এ উঠে গেছি :):D)

প্রায় দশ মাস পর আবার আসলাম ।

শীতকাল বলে ব্যপক ঠান্ডা পড়ছে। উম্মাদ পত্রিকা থেকে একটা শব্দ শিখেছি ।সেটাই আমি এখন বলব,ব্র্যাক্তিকর ।তারপরেও আমি

খালি গায়ে আছি । শীতের সাথে যুদ্ধ করছি । যাই গা ।



১৬ জানুয়ারি ২০১০



আজ কে ৩ ইডিওটস দেখলুম মাইরি ।বিশ্বাস(উচ্চারন করেন বিসসাস) করুন চোখ ফেটে জল বেরোল । (এখন একটু হাসিই পাচ্ছে তখনের কথা ভেবে । )আসলে জয় এর গানের কথা ভেবেই কান্না করেছিলাম ,

sari umre ham...mar mar ke jiliye...ek pal to ab hame,jine do jine do....nananananan

give me some sunshine give me some rain

give me another chance i wanna grow up once again...



AT the end Joy quit...But i wont...Never ever

X((X(

১৭ ফেব্রুয়ারি ২০১০ (রাত)

মন খারাপ বিধায় ডায়েরী লিখছি । প্রচুর মন খারাপ ।

(এরপর আবারো ইমোশনাল কথা বার্তা ।সবাইকে পড়তে দেয়া যাবে না ।এবার দাদাকে মিস করছিলাম :( )



২৪ ফেব্রুয়ারি ২০১০

আবার বেশ কয়েকদিন পর এলাম ।পুরানো একটা কথা ভেবে খুব হাসি পাচ্ছে । ক্লাস ফোরে না থ্রিতে থাকতে আমি তিন পৃষ্ঠার একটা হ্যারি পটার লিখেছিলাম । তিন পৃষ্ঠাতে সব কাহিনী শেষ । আকিফ কে পড়তে দিসিলাম । ও দেখলাম বেশ প্রশংসাই করেছিল । আজকে ওদের বাসায় গেছিলাম । ঐখানেই অতীতের কথা তুলেছিলাম । হাহাহাহা ।আজকেও বলে হ্যারি পটারটা বেশ ভাল হয়েছে । তিন পৃষ্ঠার যে হ্যারি পটার লিখেছিলাম না??তাও পেন্সিল দিয়ে,আর খাতা টাও এত বড় ছিল না এখনকার মত । এখনকার অর্ধেক সাইজের খাতায় লিখেছিলাম । আগে অনেক সাইজের খাতা পাইত । এগুলা এখন পাওয়া যায় কিনা জানি না ।নাখালপাড়ায় আমার জীবনের সেরা সময় গুলা কাটিয়েছি । এখন এই বাংলামটরের এই ফ্ল্যাটে এসে আমি বন্দী জীবন কাটাইতেছি ।আর ভাল লাগে না । জীবন ইজ তামা তামা ।এখানে শুধু একটা ফ্যামেলি । ঐখানে যে আমরা কত জন ছিলাম তার হিসাব নাই । মিসিং দেম । অনেক কথাই এখন মনে পড়ছে ।একগাদা বন্ধু বান্ধব । আমার বড় বোনের ''টিকটিকি'' নামক গ্রুপ । যেটাতে সব কাজিন রা মেম্বার ছিল । সিলেট থেকে যারা আসত তারাও,ঢাকায় যারা থাকত তারাও । কেবল মাত্র আমি বাদে । কারণ সবার ভিতর আমি ছিলাম ''ঘাউড়া''।ছি নিজের সম্পর্কে আমি এসব কি বলছি ধুত !আমার বোনের এন্টি পার্টি হিসেবে আমি একটা গ্রুপ খুললাম ''গিরগিটি'' । আহা! যেদিন খুললাম সেদিন ছিল আমার জীবনের সেরা একটা সময় । একটা কাগজে গিরগিটির মেম্বারদের নাম করনীয় কাজ ইত্যাদি লেখে আমার সিগনেচার দিয়ে কয়েকটা ফটোকপি করায় সব মেম্বার দের কে দিলাম । বোন নিজের মেম্বার সব গায়েব হয়ে যাচ্ছে দেখে আমাকে দলে নিয়ে বহুত তেলায়ে। আহ! সেইদিন জীবনের সেরা পার্ট নিসিলাম ।তবে দুঃখের কথা কাগজে কলমে গিরগিটির ঠাই হবার পরপরই তা আবার বন্ধ হয়ে গেল । আমার জীবনের প্রথম গ্রুপের মেয়াদ ছিল একদিন ! এখন আফসোস লাগতেসে । সমঝোতা চুক্তি না করলেও হইত!(চলবে )



আগের পার্টের link



মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৩ রাত ১০:১৮

?জকির! বলেছেন: ভালো :)

১৬ ই জুন, ২০১৩ সকাল ৮:৩৯

অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: ধন্যবাদ !

২| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ৩:০৪

গ্রীনলাভার বলেছেন: :D :D :D :D :D
মজার।
চলুক।
পরেরটার অপেক্ষায়।

১৩ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪৫

অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.