নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/mahimul.islamakash

হারব বলে আসিনি,কাঁদব বলে হাসিনি

অন্ধকারের আলোকিত বাসিন্দা

আসেন দুইটা কথা কই ।

অন্ধকারের আলোকিত বাসিন্দা › বিস্তারিত পোস্টঃ

গতকালকের তামশা নিয়া টিভিতে রঙ্গলীলা

০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৩

একাত্তর টিভিতে একটা মজার জিনিস দেখসিলাম,কত গুলা মহিলা ক্যামেরার পাশ দিয়ে যাইতেসিলো । তো সাংবাদিক দেখেই বলা শুরু করসে,প্রচন্ড শীত কে উপেক্ষা করে তারা এসেছেন ভোট দিতে ।কোন বাঁধাই তাদের কাছে বাঁধা নয়,এই জাতীয় হ্যানত্যান । তো মহিলা গুলারে জিজ্ঞেস করা হইসিলো ভোট দিতে যান?তারা বলে নাহ,আমরা গার্মেন্টস এ যাই । সাংবাদিকের থোতা মুখ ভোতা হয়ে গেল ।



একুশে টিভিতে
আরেকটা মজার জিনিস দেখলাম । আন্ডা বাইচ্চা এক পোলা ভোট দিয়া বাইর হইল । তারে দেখেই বুঝা যায় ভোটা ধিকার প্রাপ্ত নাহ । সাংবাদিক তারে ডাকাডাকি করায় সে দৌড় দেয় । সাংবাদিক তার পিছন পিছন দৌড় দিয়া তারে পাকড়াও করে। পরে কেম্নে কেম্নে জানি বেটা আবার ভাইগা যায় ।

(নিচের অংশ টুকু কাল্পনিক )

মনে মনে আফসোস করতে করতে সাংবাদিক পুলিশের কাছে জিজ্ঞেস করল ভাই ঘটনা কি?

পুলিশ বলে কি ঘটনা দেখতেই তো পাচ্ছেন ।

এর কি ভোট দেয়ার বয়স হইসে?

না হয় নাই,বিয়া করায় দিলে দুই বাইচ্চার বাপ হইয়া যাইব আর এ ভোটাধিকার পায় নাই ।

সাংবাদিক এই কথায় কিছুক্ষণ চুপ হইয়া গেল ।তারপর পুলিশ টারে জিজ্ঞেস করল ভাই আপ্নে কয় বাইচ্চার বাপ?

পুলিশ রাইগা মাইগা বলল সেইটা আপনার দেখার বিষয় নাহ ।সাংবাদিক তার মন মরা ভাব দেইখা কনফারম হয়ে গেল তার দুই বাচ্চার বাপ ওই ছেলেটা । :) :D B-) ;)

তাই সে কিছু না বলে চলে আসল ।



(আসলে যেইটা হইসে)

পুলিশের কাছে জিজ্ঞেস করা হইল , তারপর তারে প্রশ্ন করা হইসিলো এইটা কি আপনার দায়িত্বের ভিতরে পরে না?

সে বলসিলো আমার কি দায়িত্ব সেইটা আমি জানি।আপনার বলে দিতে হবে না ।



এই হইল কালকে দেখা কমেডির কিছু অবস্থা।তারপর আসে তোফায়েল চোরার কথা। সে বলে বিরোধী দলের সব ষড়যন্ত্র নস্যাত করে নির্বাচন সফল। লোল্ ব্রো,ইন ইউর ড্রিমস ।গ্রো আপ নাউ । :D :D

নাইলে পাবলিকের পিটা খাইয়া সিধা হইয়া যাইবা।



আওয়ামী লিগ বি এন পি জাতীয় পার্টি বুঝি না । জামাত তো হিসাবেই ধরি নাহ ।

আমরা চাই গ ণ ত ন্ত্র ,দা ডেমোক্রেসি ।

দেশের সাধারণ কোন মানুষ চায় নাই এধরনের নির্বাচন । আমার হাতে যদি ক্ষমতা থাকত বর্তমানে এদেশের পলিটিক্সের সাথে জড়িত সব কয়টারে লাইত্থায়া দেশ থেকে ভাগায় দিতাম । দরকার নাই তোগোরে আমাদের। আইনা দে আমার মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীরে,আইনা দে আমার শেরে বাংলা রে । আইনা দে সোহরাওয়ার্দী রে , আইনা দে মুজিব,আইনা দে জিয়া । তোগো দিয়া হইব না ।তোরা আজাইরা শয়তানের বাইচ্চাগুলা আমার দেশটারে খাই ফালাইসোস ।

ক্ষমা কইর নূর হোসেন । ডেমোক্রেসি আমাদের জন্যে না। অযথাই তুমি জীবন দিয়া দিলা ।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২২

জাহিদ ২০১০ বলেছেন: ETV খবর টা খুব মজা লাগছে। আন্ডা লাইনে খাড়াইয়া রইছে আর সাংবাদিক মিয়া জিগায় আপনি এইখানে কি করেন। কয় বড় ভাই দাড়াইেত কইছে।

খবর দেইখা হাসতে হাসতে শেষ।

০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৩

অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: হ ভাই আমিও হাসছিলাম খুব ।

২| ০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৪

বিক্ষত বলেছেন: আইনা দে আমার মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীরে,আইনা দে আমার শেরে বাংলা রে । আইনা দে সোহরাওয়ার্দী রে , আইনা দে মুজিব,আইনা দে জিয়া । তোগো দিয়া হইব না ।তোরা আজাইরা শয়তানের বাইচ্চাগুলা আমার দেশটারে খাই ফালাইসোস ।
ক্ষমা কইর নূর হোসেন । ডেমোক্রেসি আমাদের জন্যে না। অযথাই তুমি জীবন দিয়া দিলা । :(( :(( :(( :((

০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৩

অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: মাথাডা গরম হইয়া যায় এইদেশের দিকে তাকাইলে ।

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৪

চেয়ারম্যান০০৭ বলেছেন: =p~ =p~

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৬

এইস ম্যাকক্লাউড বলেছেন: ৭১ টিভি এর খবরটার লিংক দিলে উপকৃত হই।(কারণ, এখন পর্যন্ত অনুসন্ধান ব্যর্থ)

০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৩

অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: লিঙ্ক তো নাই ভাই,অন্য খানে ট্রাই মারেন ,

৫| ০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৮

সাইবার ডাঃ ডেভিলস ডুম বলেছেন: ETV জটিল ছিল কালকে :P :P :P :P

০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৬

অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: একমত।

৬| ০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৯

সাইবার ডাঃ ডেভিলস ডুম বলেছেন: Click This Link

০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৬

অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: আজকে দেখলাম হাসিনা জঘন্য ডিক্টেটরশিপএ হিটলাররে হারাইসে ।

৭| ০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৯

নেটিজেন বলেছেন: তোফায়েল চোরা ২০০১ সালে ভোলা্য় ঢুকতে পারে নাই প্রচারনা করতে, ভুলে গেছে। শালারে জুতা দিয়া মারা দরকার।

০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৭

অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: তোফফা চুরার দুইটী গালে,জুতো মারো তালে তালে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.