নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/mahimul.islamakash

হারব বলে আসিনি,কাঁদব বলে হাসিনি

অন্ধকারের আলোকিত বাসিন্দা

আসেন দুইটা কথা কই ।

অন্ধকারের আলোকিত বাসিন্দা › বিস্তারিত পোস্টঃ

মৃত্যু নামের কোবতে!

০২ রা মার্চ, ২০১৪ বিকাল ৪:০৮

সারা গায়ে আমার,কালি লেগে আছে,

ধুলোর মেঘ চারপাশে!

চোখ দুটো আমার,আজ বুজে গেছে,

অন্ধকার আকাশে!



শুয়ে আছি আমি,সেই চেনা আমি,

রাজ্যের ঘুম চোখে,

হতাশা আমায়,হাতছানি দেয়,

চুপ হয়ে যাই দেখে!



তবু যেতে চাই,ফিরে আবার,

পুরোনো আমার আকাশে,

পারছি না তাও,ফিরতে আবার

ভেসে যাই বাতাসে!



মৃত বলে ওরা,রেখে গেল আমায়,

একলা ফেলে,

চুপচাপ দেখে যাই-আমি একাকী,

তুমিও গেলে চলে!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৪ বিকাল ৪:১৫

বেলা শেষে বলেছেন: মৃত বলে ওরা,রেখে গেল আমায়,
একলা ফেলে,
চুপচাপ দেখে যাই-আমি একাকী,
তুমিও গেলে চলে!
Brother you had written to much truth.
Thank you very much.

০২ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২৭

অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: থ্যাঙ্কু ভাই!

২| ০২ রা মার্চ, ২০১৪ বিকাল ৪:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন:
আমি চলে যাই
এপাড়া থেকে ওপাড়ায়
শুধু কায়াটুকু পড়ে রয়!
একমূখি আয়না-তাই সকলেই
চোখ থেকেও অন্ধ
শুধূ যে যায় সে দেখে-সত্যের আলোক কণা! :)

০২ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২৮

অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: ভালো লিখসেন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.