![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসেন দুইটা কথা কই ।
এই মুহূর্তে আমি মামার দোকানে বসে পিপড়া খাচ্ছি । অলরেডি তিনটা পিঁপড়া খেয়েও ফেলসি । স্বাদ টা বুঝা যাচ্ছে না। কারণ আমি পিঁপড়া চাবাচ্ছি না। গিলে খাচ্ছি। তাও আবার চায়ের সাথে। প্রথমে চায়ের কাপের পিঁপড়া গুলা গুনার চেষ্টা করসিলাম । টোটাল ৬ টা। ৪ টা কালো আর দুইটা লাল। আমি চেষ্টা করছিলাম যাতে দুইটা কালো আর একটা লাল পিঁপড়া একসাথে খাইতে পারি। হইল না।কপাল মন্দ! তিনটাই কালো পড়সে!! আফসোস! একবার প্রথমে ভাবসিলাম জিজ্ঞেস করি মামাকে পিঁপড়ায় চা কেন?? তারপর ভাবলাম নাহ। এমনেই আমাকে ছয়টা পিঁপড়া কিনতে ৫ টাকা দেয়া লাগসে । শেষে আবার চায়ের জন্য কয় টাকা রেখে দেয় কে জানে!্চুপচাপ পিপড়াটুকু শেষ করে কেটে পড়ি।
(গল্পটা কাল্পনিক তবে আংশিক সত্য । আমি একবার কোকের বোতলে কোক খাইতে গিয়ে সাথে ৩০-৪০ টা পিঁপড়া একসাথে খেয়ে ফেলসিলাম। পরে আমার ঠোট টা বেলুনের মত ফুইলা গেসিলো! )
২| ১২ ই মার্চ, ২০১৪ রাত ৮:৪১
সাদা মনের মানুষ বলেছেন:
৩| ১২ ই মার্চ, ২০১৪ রাত ৮:৪৩
সাদা মনের মানুষ বলেছেন: আপনার কাহিনীতে ভিটামিন আছে
৪| ১২ ই মার্চ, ২০১৪ রাত ৮:৪৪
অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: বাপরে!!তাই বলে কাহিনি শুইনা পিঁপড়াডি জীবন্ত হইয়া যাইব এতটা আশা করি নাই ভাই!
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৪ রাত ৮:৪০
সাদা মনের মানুষ বলেছেন: