![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসেন দুইটা কথা কই ।
বাইরে থেকে আসলে এই গরমে কি করা উচিত?
১।খুইলা ফালান..................চোখে চশমা থাকলে!!
২।খুইলা ফালান..................কানে হেডফোন থাকলে!!
৩।খুইলা ফালান..................শার্টের বোতাম!
৪।খুইলা ফালান.....................শার্ট!
হ্যা এবার আপনি রেডি । আয়নার সামনে দাঁড়ান! দেখেন ঘামাইতেসেন নাকি!!বেশি ঘামাইলে এক ব্যবস্থা কম ঘামাইলে আরেক ব্যবস্থা!বেশি ঘামাইলে কিছুক্ষণ তাকায় তাকায় দেখেন,ঘাম মাটিতে পড়তেসে কিনা!!ঘাম মাটিতে পড়লে এক ব্যবস্থা,মাটিতে না পড়লে আরেক ব্যবস্থা!
অনেক ফাইজলামি করলাম,এবার কাজের কথায় আসি। বাইরে থেকে আসলেই,বাথরুমে গিয়া একটু গায়ে
ঠাস ঠাস করে কয়েক মগ পানি ঢালুন। প্যান্ট ভিজলে ভিজল। কি করবেন প্যান্ট দিয়ে,যদি আনন্দই না পান!
!! এবার লুঙ্গি বা থ্রি কোয়ার্টার আর টি শার্ট পড়ে ফ্যানের নিচে গিয়ে বসুন । কারেন্ট না থাকলে একটা লাঠি দিয়া ফ্যান ঘুরানোর চেষ্টা করুন । ফ্যানের সাথে ময়লা পড়তে পারে,তাই আগেই একটু মুছে নিবার চেষ্টা করুন।সবচাইতে ভাল হয় একটা পোর্টেবল এসি কিনলে! সস্তায় পাওয়া যায়!সার্ভিস অসাধারণ দেয়! দাম ও কম। এসির বাতাস পাবেন,বিল দিবেন ফ্যানের। সমস্যা একটাই,কারেন্ট থাকতে হবে।বাসায় পুরানো ম্যাগাজিন থাকলে ওইগুলা দিয়া বাতাস খাওয়ার চেষ্টা করতে পারেন । সমস্যা একটাই,বাতাস কম পাবেন।
মনে রাখবেন জিনিস যেইটা ভাল দাম তার একটু বেশি । এখন পোর্টেবল এসি কিনলে কিনবেন না কিনলে নাই। আমার কি??আমি
তো আর পোর্টেবল এসির ব্যবসা করিনা!! যত্তসব!!
২৫ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১২
অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: পে পোঁ কইরেন না, যান।
২| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৫২
হেল্পফুল হাব বলেছেন:
পোর্টেবল এসি Review
২২ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:০১
অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: থাঙ্কু
৩| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:০৭
ভিটামিন সি বলেছেন: Pura vitaminC jukto post.
২৫ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১২
অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: থাঙ্কু
৪| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:১৩
সাধারন এক মেয়ে বলেছেন: গরমে পোলাডার মাথা আউলাইয়া গেছে
২৫ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৩
অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: পে পোঁ কইরেন না, যান।
৫| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৯
কসমিক- ট্রাভেলার বলেছেন:
পড়েই ঠান্ডা লাগতেছে।
২৫ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৩
অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: আহা!
৬| ২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:০৬
হেডস্যার বলেছেন:
পোষ্ট পইড়া এখন আমি জামা কাপড় খুইলা নাঙ্গা হইয়া বইসা আছি...তাও গরম লাগে
২৫ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৪
অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: তাইলে কি আর করবেন,কিন্না ফালান পোর্টেবল এসি।
৭| ২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:২৫
পথহারা সৈকত বলেছেন: গরমে পোলাডার মাথা আউলাইয়া গেছে
২৫ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৪
অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: পে পোঁ কইরেন না, যান।
৮| ২৩ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫৫
আদম_ বলেছেন: হাহাাহহাহাহাহাাহহাহাাহাহহাহাহাহা
ব্যাপক মজার পুস্টু।
২৫ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৪
অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: থাঙ্কু
৯| ২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:০৫
স্বপ্নবাজ অভি বলেছেন:
২৫ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৫
অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন:
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:১৯
পে পোঁ কইরেন না, যান। বলেছেন: ki mojar post.
Hihihihihihihi